স্টাপ রিপোর্টার মিজানুর রহমান: জুলাই আন্দোলন শহীদদের স্মরণে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নে জুলাই-আগস্টে আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল এবং বন্দর থানা ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি পালিত হয় ৮ জুলাই (মঙ্গলবার), মদনপুর ইউনিয়নের বাগদোবাড়িয়ার নাগিনা জোহা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর থানা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি মোঃ আল-আমিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন: বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরুদ্দিন আহমেদ, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, আমান উল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমান উল্লাহ (আমান), বিশিষ্ট ব্যবসায়ী হাজী গিয়াস উদ্দিন, ধামগড় ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিল শেষে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করে এই ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ঢাকা
,
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :










জুলাই আনন্দের শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
-
রুদ্রকন্ঠ ডেস্ক :
- আপডেট সময় ১১:২০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- 2
জনপ্রিয় সংবাদ