বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় মাথায় গুলি লেগে গুরুতর আহত হয়ে মানবেতর জীবন যাপন করছেন জাহাঙ্গীর। আহত জাহাঙ্গীর সোনারগাঁও উপজেলার আমবাগ গ্রামের চাঁন মিয়ার ছেলে।
জাহাঙ্গীর মাথার যন্ত্রণায় এখনো রাতে ঘুমাতে পারেন না বলে আক্ষেপ করে বলেন, যন্ত্রণা এতো তীব্রতর হয় মাঝে মাঝে বেহুঁশ হয়ে পড়েন। এ পর্যন্ত কেউই তার খোঁজ নেননি। সরকারি বা বেসরকারি ভাবে কোন আর্থিক সহায়তাও পাননি তিনি।
বাড়িভিটা যেটুকু ছিল সেটিও বন্ধক রেখে এপর্যন্ত চিকিৎসা চালিয়ে আসছেন। টাকার অভাবে এখন আর চিকিৎসা করতে পারছেনা। বর্তমানে চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর ৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে আবেদন করলেও কোন সহযোগিতা এখনো পায়নি।
উল্লেখ্য, গত ১৯ জুলাই সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় আন্দোলন চলাকালীন আমার মাথায় গুলি লেগে অজ্ঞান হয়ে পড়ে থাকলে পথচারীরা প্রথমে আল বারাকাহ হাসপাতালে নিয়ে গেলে সেখানে অবস্থার বেগতিক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য মুমূর্ষু অবস্থায় নিয়ে যায়। পড়ে চিকিৎসকরা মাথায় অপারেশন করে মাথার হাড় ফেলে দেন।




















