শরীয়তপুরের জাজিরা উপজেলার আওয়ামী লীগ নেতা ও বিলাশপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ব্যাপারী এবং পরাজিত চেয়ারম্যান প্রার্থী স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিনের। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও থেমে নেই তাদের সংঘর্ষ। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে দায়েরকৃত মামলার প্রধান আসামি কুদ্দুস ব্যাপারীসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
রোববার (৬ এপ্রিল) রাজধানী ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে র্যাব-৮ ও র্যাব-৩-এর যৌথ অভিযানে কুদ্দুস ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-৮-এর মিডিয়া অফিসার অমিত হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জাজিরা থানায় মামলা দায়ের করা হয়। শনিবার রাতে থানা পুলিশের এসআই সঞ্জয় কুমার বাদী হয়ে ৮৮ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৮০০ থেকে ১ হাজার জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।