বন্দর প্রতিনিধিঃ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের মালিবাগস্থ ‘রৌশন আনোয়ার ফাউন্ডেশন’র উদ্যোগে, অত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আনোয়ার আলী প্রধানের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক এবং অত্র ফাউন্ডেশনের পরিচালকমন্ডলীর অন্যতম সদস্য প্রফেসর শওকত আকবরের সার্বিক সমন্বয়ে মুছাপুর ও ধামগড় ইউনিয়নের প্রায় ১৭টি মসজিদের মুসল্লী, ৩টি মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় এলাকার ৪শ পরিবারের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে।
(১৪ মার্চ) শুক্রবার রৌশন আনোয়ার প্যালেসে ইফতারের খাবার রান্না করে তা ফাউন্ডেশন’র নিজ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট মসজিদ ও মাদ্রাসাগুলোতে পৌছে দেয়া হয়েছে।
তাদের এই উদ্যোগকে আল্লাহ যাতে কবুল করেন এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে ইফতার বিতরণের পূর্বে সমবেত সকলকে নিয়ে বিশেষ দোয়া করা হয়েছে।
এসময় ওলামায়ে কেরামগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা ও স্থানীয় যুবকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রৌশন আনোয়ার ফাউন্ডেশন স্থানীয় সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে, বেকার যুবকদের কর্মসংস্থানে, শিক্ষার প্রসারে সহায়তা সহ আর্তমানবতার সেবায় কাজ করার পাশাপাশি মসজিদ মাদ্রাসা সহ ধর্মীয় প্রতিষ্ঠানের সৌন্দর্য বর্ধন ও আর্থিক সহায়তা করে থাকেন বলে জানা গেছে।