ঢাকা , সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

স্কটল্যান্ডের মাঠে স্পেনের দুঃস্বপ্নের রাত

আগের ম্যাচে নরওয়েকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল স্পেন। কিন্তু স্কটল্যান্ডের মাঠে তাদের পতন হলো। মঙ্গলবার হ্যাম্পডেন পার্কে স্কট ম্যাকটোমিনের জোড়া গোলে স্প্যানিশরা হেরেছে ২-০ গোলে।

ইউরো বাছাইয়ে টানা দুটি জয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে স্কটল্যান্ড। ৬ পয়েন্ট তাদের। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে স্পেন। আগের ম্যাচে সাইপ্রাসকে ৩-০ গোলে হারাতেও জোড়া গোল করেন ম্যাকটোমিনে।

দুই ফুলব্যাকের ভুলের মাশুল দিতে হয়েছে স্পেনকে। প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় গোল হজম করে তারা। সপ্তম মিনিটে পেদ্রো পোরো পা হড়কে বলের দখল হারান। এন্ডি রবার্টসন সুযোগ বুঝে বল নিয়ে ম্যাকটোমিনেকে পাস দিয়ে গোল করান।

পরের গোলেও ছিল ডিফেন্ডারের ভুল। কিয়েরেন টিয়েরনির ক্রস দানি কারভাহাল নিয়ন্ত্রণে নিতে গিয়েও পারেননি। এগিয়ে এসে বক্সে ঢুকে জাল কাঁপান ম্যাকটোমিনে। ৫১ মিনিটে ২-০ তে এগিয়ে যায় স্কটিশরা।

মাঝে জোসেলুর শট বার কাঁপালে হতাশ হতে হয় স্পেনকে। দুই দলই তিনটি করে শট লক্ষ্যে রেখেছিল, সফল হয়েছে স্কটল্যান্ড।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বে ‘জাতীয় নাগরিক কমিটি’ ঘোষণা

স্কটল্যান্ডের মাঠে স্পেনের দুঃস্বপ্নের রাত

আপডেট সময় ০৪:৫২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩

আগের ম্যাচে নরওয়েকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল স্পেন। কিন্তু স্কটল্যান্ডের মাঠে তাদের পতন হলো। মঙ্গলবার হ্যাম্পডেন পার্কে স্কট ম্যাকটোমিনের জোড়া গোলে স্প্যানিশরা হেরেছে ২-০ গোলে।

ইউরো বাছাইয়ে টানা দুটি জয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে স্কটল্যান্ড। ৬ পয়েন্ট তাদের। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে স্পেন। আগের ম্যাচে সাইপ্রাসকে ৩-০ গোলে হারাতেও জোড়া গোল করেন ম্যাকটোমিনে।

দুই ফুলব্যাকের ভুলের মাশুল দিতে হয়েছে স্পেনকে। প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় গোল হজম করে তারা। সপ্তম মিনিটে পেদ্রো পোরো পা হড়কে বলের দখল হারান। এন্ডি রবার্টসন সুযোগ বুঝে বল নিয়ে ম্যাকটোমিনেকে পাস দিয়ে গোল করান।

পরের গোলেও ছিল ডিফেন্ডারের ভুল। কিয়েরেন টিয়েরনির ক্রস দানি কারভাহাল নিয়ন্ত্রণে নিতে গিয়েও পারেননি। এগিয়ে এসে বক্সে ঢুকে জাল কাঁপান ম্যাকটোমিনে। ৫১ মিনিটে ২-০ তে এগিয়ে যায় স্কটিশরা।

মাঝে জোসেলুর শট বার কাঁপালে হতাশ হতে হয় স্পেনকে। দুই দলই তিনটি করে শট লক্ষ্যে রেখেছিল, সফল হয়েছে স্কটল্যান্ড।