ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫ Logo চুলের রহস্য ফাঁস করলেন ক্যাটরিনা Logo গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন Logo ১২ ম্যাচে নবম হার ম্যানসিটির, আর্সেনালের বড় জয় Logo নারায়নগঞ্জ ক্লাবের নির্বাচনে সভাপতি পদে জয়ী হলেন- মোঃ সোলায়মান Logo ডোপ টেস্টে চালকসহ দুইজনের মদপানের সত্যতা মিলেছে Logo জিয়াউর রহমানকে ‘খুনি-রাজাকার’ বলায় যুবলীগ নেতার বাড়িতে হামলা Logo ৩০ ডিসেম্বর চুনকা পাঠাগারে আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন করবে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ Logo মদনগঞ্জ দারুস সালাম মাদরাসা’র বার্ষিক ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও দোয়ার অনুষ্ঠান Logo উত্তর ভারতের প্রেক্ষাগৃহ থেকে নামানো হচ্ছে ‘পুষ্পা-২’

বিকল্প তৈরি করতে না পারার দায় বিসিবির

তিন বছর আগে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন, এবার টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার বিদায়ের মধ্য দিয়ে শেষ হলো কুড়ি ওভারের ক্রিকেটে পঞ্চপাণ্ডবের অধ্যায়। ভারত সফরে টেস্ট সিরিজের মাঝে সাকিব আল হাসান অবসরের ঘোষণা দেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে। মাহমুদউল্লাহ টি-টোয়েন্টিকে বিদায় বলবেন এমন গুঞ্জন গত কয়েক দিন ধরেই চলছিল। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্য হলো। বিদায় বেলায় এই অলরাউন্ডার বললেন, ক্যারিয়ার নিয়ে তাতে কোনো আক্ষেপ নেই। পরামর্শ দিলেন আগামী বিশ্বকাপের প্রস্তুতির জন্যই নিজের জায়গা ছেড়ে দিলেন তিনি।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩৯টি টি-টোয়েন্টি ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ২ হাজার ৩৯৫ রান করেছেন তিনি। বল হাতে পেয়েছেন ৪০ উইকেট। লম্বা সময় নেতৃত্বেও ছিলেন এই ফরম্যাটে। সর্বোচ্চ ৪৩ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে ১৬ ম্যাচ জিতিয়েছেন। হেরেছেন ২৬ ম্যাচ। দেশের ক্রিকেটকে এত লম্বা সময় সার্ভিস দেওয়া মাহমুদউল্লাহর প্রতি কৃতজ্ঞ বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

তিনি মনে করেন এর জন্য তাকে ক্রেডিট দেওয়া উচিত। শুধু তাই নয়, ভালো একটা ফেয়ারওয়েলও ডিজার্ভ করেন বলে জানান ফাহিম, ‘ভালো লাগার বিষয়টি হচ্ছে, এরা বাংলাদেশের ক্রিকেটকে এক উচ্চতা থেকে আরেক উচ্চতায় নিয়ে গেছে। দারুণ ভূমিকা রেখেছে। কোনো সন্দেহ নেই। যখন একজন অবসর নেয় সে পুরোপুরি সম্মান অর্জন করে। ভালো একটা ফেয়ারওয়েল ডিজার্ভ করে। বিসিবি সেটি করবে অবশ্যই।’ ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখানোর পর অনেক উত্থান-পতনের গল্প লিখেছেন মাহমুদউল্লাহ। পারফরম্যান্স দিয়ে কখনো সাফল্যের চূড়ায় উঠেছেন, কখনো বা সমালোচনার তীরে বিদ্ধ হয়েছে। দল থেকে বাদ পড়লে আবারও ফিরেছেন কম সময়ের ব্যবধানে। এমনটা হওয়ার কারণ তার রিপ্লেসমেন্ট না পাওয়া।

কেন রিয়াদের রিপ্লেসমেন্ট হয়নি এত বছরেও, এর দায় বিসিবিকেই দিলেন ফাহিম, ‘এটি আমাদের ব্যর্থতা ওদের আমরা এতও বছর খেলতে দেখেছি বা খেলতে দিয়েছি। ওদের চেয়ে ভালো খেলোয়াড় আমরা তৈরি করতে পারিনি। আমি খুশি হতাম যদি ওদের চেয়ে ভালো খেলোয়াড় আমরা তৈরি করতে পারতাম। ওদের চেয়ে ভালো খেলোয়াড় আজ জাতীয় দলে খেলত। কিন্তু ওরা সেটি করতে দেয়নি। তবে তাদের থেকে ক্রেডিট নিয়ে নেওয়ার কিছু নেই।’

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫

বিকল্প তৈরি করতে না পারার দায় বিসিবির

আপডেট সময় ১১:০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪

তিন বছর আগে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন, এবার টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার বিদায়ের মধ্য দিয়ে শেষ হলো কুড়ি ওভারের ক্রিকেটে পঞ্চপাণ্ডবের অধ্যায়। ভারত সফরে টেস্ট সিরিজের মাঝে সাকিব আল হাসান অবসরের ঘোষণা দেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে। মাহমুদউল্লাহ টি-টোয়েন্টিকে বিদায় বলবেন এমন গুঞ্জন গত কয়েক দিন ধরেই চলছিল। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্য হলো। বিদায় বেলায় এই অলরাউন্ডার বললেন, ক্যারিয়ার নিয়ে তাতে কোনো আক্ষেপ নেই। পরামর্শ দিলেন আগামী বিশ্বকাপের প্রস্তুতির জন্যই নিজের জায়গা ছেড়ে দিলেন তিনি।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩৯টি টি-টোয়েন্টি ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ২ হাজার ৩৯৫ রান করেছেন তিনি। বল হাতে পেয়েছেন ৪০ উইকেট। লম্বা সময় নেতৃত্বেও ছিলেন এই ফরম্যাটে। সর্বোচ্চ ৪৩ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে ১৬ ম্যাচ জিতিয়েছেন। হেরেছেন ২৬ ম্যাচ। দেশের ক্রিকেটকে এত লম্বা সময় সার্ভিস দেওয়া মাহমুদউল্লাহর প্রতি কৃতজ্ঞ বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

তিনি মনে করেন এর জন্য তাকে ক্রেডিট দেওয়া উচিত। শুধু তাই নয়, ভালো একটা ফেয়ারওয়েলও ডিজার্ভ করেন বলে জানান ফাহিম, ‘ভালো লাগার বিষয়টি হচ্ছে, এরা বাংলাদেশের ক্রিকেটকে এক উচ্চতা থেকে আরেক উচ্চতায় নিয়ে গেছে। দারুণ ভূমিকা রেখেছে। কোনো সন্দেহ নেই। যখন একজন অবসর নেয় সে পুরোপুরি সম্মান অর্জন করে। ভালো একটা ফেয়ারওয়েল ডিজার্ভ করে। বিসিবি সেটি করবে অবশ্যই।’ ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখানোর পর অনেক উত্থান-পতনের গল্প লিখেছেন মাহমুদউল্লাহ। পারফরম্যান্স দিয়ে কখনো সাফল্যের চূড়ায় উঠেছেন, কখনো বা সমালোচনার তীরে বিদ্ধ হয়েছে। দল থেকে বাদ পড়লে আবারও ফিরেছেন কম সময়ের ব্যবধানে। এমনটা হওয়ার কারণ তার রিপ্লেসমেন্ট না পাওয়া।

কেন রিয়াদের রিপ্লেসমেন্ট হয়নি এত বছরেও, এর দায় বিসিবিকেই দিলেন ফাহিম, ‘এটি আমাদের ব্যর্থতা ওদের আমরা এতও বছর খেলতে দেখেছি বা খেলতে দিয়েছি। ওদের চেয়ে ভালো খেলোয়াড় আমরা তৈরি করতে পারিনি। আমি খুশি হতাম যদি ওদের চেয়ে ভালো খেলোয়াড় আমরা তৈরি করতে পারতাম। ওদের চেয়ে ভালো খেলোয়াড় আজ জাতীয় দলে খেলত। কিন্তু ওরা সেটি করতে দেয়নি। তবে তাদের থেকে ক্রেডিট নিয়ে নেওয়ার কিছু নেই।’