ঢাকা , শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিদায়ী ম্যাচ গোলে রাঙালেন বেনজেমা,গোলরক্ষক বীরত্বে হার এড়াল রিয়াল

রিয়াল মাদ্রিদের সঙ্গে করিম বেনজেমার দীর্ঘ পথচলার আনুষ্ঠানিক সমাপ্তি যে এই মৌসুম শেষে হতে চলেছে সেটি ক্লাবের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল।রোববার রাতে রিয়ালের জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছিলেন এই ফরাসি ফরোয়ার্ড। আটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে বিদায় ম্যাচে গোলও পেলেন বেনজামা।

তবে জয় দিয়ে প্রিয় ক্লাব থেকে বিদায় নিতে পারেননি এই বিশ্বকাপজয়ী তারকা।লা লিগায় মৌসুমে নিজেদের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করেছে রিয়াল।ম্যাচ থেকে কে যে কার্লো আনচেলেত্তির দল একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে তার পূর্ণ কৃতিত্ব ক্লাবটির গোলরক্ষক থিবো কোর্তোয়ার। গোলপোস্টের সামনে তার অসাধারণ পারফরম্যান্সেই হার এড়ায় রিয়াল।

লক্ষ‍্যে থাকা বিলবাওয়ের ৯ শটের আটটিই ঠেকিয়ে দিয়েছেন তিনি। তার বীরত্বের শুরু ম‍্যাচের প্রথম থেকেই। দশম মিনিটে মিকেল ভেসগার স্পট কিক ঠেকিয়ে দেন তিনি। কর্নারের পর টনি ক্রুসের হ্যান্ডবলের জন্য পেনাল্টি পেয়েছিল বিলবাও।সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১০ পেনাল্টির পাঁচটি ঠেকালেন বেলজিয়ান গোলরক্ষক।

শেষ ম্যাচে চেনা রুপে শুরু করতে পারেনি। রিয়াল।বল পজিশনে এগিয়ে থাকলেও প্রথম উল্লেখযোগ্য শর্ট নিতে দলটির সময় লাগে ২৫ মিনিট। ভিনিসিউস জুনিয়রের শটে অবশ্য জোর ছিলনা।গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরুটা ভালো করে বিলবাও। ৪৯তম মিনিটে এগিয়েও যায় তারা।গোল করে বিলবাও তারাক সানসেট।আট মিনিট পর দ্বিগুণ হতে পারতো ব‍্যবধান। কিন্তু ইনাকি উইলিয়ামসের শট ঠেকিয়ে দেন কোর্তোয়া।৭২ মিনিটে বিদায় ম্যাচ খেলতে নামা বেনজামার সফল স্পটকিকে ম্যাচে ফিরে রিয়াল।ক্লাবের হয়ে নিজের ৩৫৪তম গোলের পরপরই মাঠ ছাড়েন ফরাসি এই স্ট্রাইকার। দাঁড়িয়ে করতালির মাধ্যম তাকে শেষবারের মতো বিদায় মাঠে আসা হাজারো রিয়াল সমর্থক।ম্যাচের বাকি সময়ে আর কোন গোল হয়নি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নিতাইগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

বিদায়ী ম্যাচ গোলে রাঙালেন বেনজেমা,গোলরক্ষক বীরত্বে হার এড়াল রিয়াল

আপডেট সময় ০৪:২৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩

রিয়াল মাদ্রিদের সঙ্গে করিম বেনজেমার দীর্ঘ পথচলার আনুষ্ঠানিক সমাপ্তি যে এই মৌসুম শেষে হতে চলেছে সেটি ক্লাবের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল।রোববার রাতে রিয়ালের জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছিলেন এই ফরাসি ফরোয়ার্ড। আটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে বিদায় ম্যাচে গোলও পেলেন বেনজামা।

তবে জয় দিয়ে প্রিয় ক্লাব থেকে বিদায় নিতে পারেননি এই বিশ্বকাপজয়ী তারকা।লা লিগায় মৌসুমে নিজেদের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করেছে রিয়াল।ম্যাচ থেকে কে যে কার্লো আনচেলেত্তির দল একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে তার পূর্ণ কৃতিত্ব ক্লাবটির গোলরক্ষক থিবো কোর্তোয়ার। গোলপোস্টের সামনে তার অসাধারণ পারফরম্যান্সেই হার এড়ায় রিয়াল।

লক্ষ‍্যে থাকা বিলবাওয়ের ৯ শটের আটটিই ঠেকিয়ে দিয়েছেন তিনি। তার বীরত্বের শুরু ম‍্যাচের প্রথম থেকেই। দশম মিনিটে মিকেল ভেসগার স্পট কিক ঠেকিয়ে দেন তিনি। কর্নারের পর টনি ক্রুসের হ্যান্ডবলের জন্য পেনাল্টি পেয়েছিল বিলবাও।সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১০ পেনাল্টির পাঁচটি ঠেকালেন বেলজিয়ান গোলরক্ষক।

শেষ ম্যাচে চেনা রুপে শুরু করতে পারেনি। রিয়াল।বল পজিশনে এগিয়ে থাকলেও প্রথম উল্লেখযোগ্য শর্ট নিতে দলটির সময় লাগে ২৫ মিনিট। ভিনিসিউস জুনিয়রের শটে অবশ্য জোর ছিলনা।গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরুটা ভালো করে বিলবাও। ৪৯তম মিনিটে এগিয়েও যায় তারা।গোল করে বিলবাও তারাক সানসেট।আট মিনিট পর দ্বিগুণ হতে পারতো ব‍্যবধান। কিন্তু ইনাকি উইলিয়ামসের শট ঠেকিয়ে দেন কোর্তোয়া।৭২ মিনিটে বিদায় ম্যাচ খেলতে নামা বেনজামার সফল স্পটকিকে ম্যাচে ফিরে রিয়াল।ক্লাবের হয়ে নিজের ৩৫৪তম গোলের পরপরই মাঠ ছাড়েন ফরাসি এই স্ট্রাইকার। দাঁড়িয়ে করতালির মাধ্যম তাকে শেষবারের মতো বিদায় মাঠে আসা হাজারো রিয়াল সমর্থক।ম্যাচের বাকি সময়ে আর কোন গোল হয়নি।