ঢাকা , বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo না.গঞ্জে নন-কমিউনিকেবল ডিজিজ ব্যবস্থাপনা ও ডিজিটালাইজেশন প্রশিক্ষণ কর্মশালা Logo কলাগাছিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামান মিয়ার প্রতি ইউপি সদস্যদের অনাস্থা Logo রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে বাড়িঘরে হামলা ভাংচুর লুটপাট Logo লোক দেখানো মানবতার ফেরিওয়ালা হতে নয়, মন থেকে মানুষের পাশে থাকতে চাই Logo রোজা রেখেই খেলছেন ইয়ামাল, ইফতার ও সেহরিতে বিশেষ ব্যবস্থা Logo ৭ মাস পর অভিনেত্রী তানজিন তিশার সহকারীর লাশ উত্তোলন Logo জেলেনস্কিকে তাচ্ছিল্য করায় জেডি ভ্যান্সের সমালোচনা করলেন তার কাজিন Logo শেখ হাসিনা-রেহানা-জয়-পুতুলের ১২৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ Logo পাচার হওয়া কয়েকশ কোটি ডলার এ বছরের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব Logo এ বছর সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫

রূপগ‌ঞ্জে মা‌ছের ড্রা‌মে গাঁজা কারবার, র‌্যা‌বের জা‌লে আটক ২

নারায়ণগ‌ঞ্জ : নারায়ণগ‌ঞ্জের রূপগ‌ঞ্জে ৩১ কেজি গাঁজা সহ ২ জন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে র‌্যাব। বুধবার সন্ধ‌্যায় সাওঘাট এলাকায় র‌্যাব ১১ সি‌পি‌সি-১, অ‌ভিযা‌নটি প‌রিচালনা ক‌রেন অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার শহিদুল ইসলাম। এসময় ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার চারু মিয়া এবং মফিজ মিয়া না‌মে ২ জন‌কে নি‌ষদ্ধি মাদকদ্রব‌্য ৩১ কে‌জি গাঁজাসহ গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।

জানা গেছে, মাদক কারবারীরা উল্লেখিত মাদক পাচা‌রের জন‌্য অ‌ভিনব কৌশল অবলম্বন ক‌রে‌ছিল। গোপন সূ‌ত্রের ভি‌ত্তি‌তে, তাদের গেপ্তার কর‌তে সক্ষম হয় অ‌ভিযা‌নিক দ‌ল‌টি। মাদক যেন তল্লাশী ক‌রে না পাওয়া যায় এজন‌্য কারবারীরা এক‌টি মা‌ছের ড্রা‌মে ক‌রে বিপুল প‌রিমান গাঁজা লু‌কি‌য়ে রে‌খে‌ছিল। সেখা‌নে উপ‌রে রাখা হ‌য়ে‌ছিল মাছ এবং নী‌চে রাখা হ‌য়ে‌ছিল গাঁজা।

এ বিষ‌য়ে কথা হ‌লে নারায়ণগঞ্জ র‌্যাব ১১ সি‌পি‌সি-১ অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার শহিদুল ইসলাম জানায়, র‌্যাব সার্বক্ষ‌নিক সকল ধর‌ণের অপরাধ, মাদক দ্রব‌্য ও সন্ত্রাস নির্মু‌লে কাজ ক‌রে যা‌চ্ছে। সেই ধারাবা‌হিকতায় গোপন ত‌থ্যের ভি‌ত্তি‌তে মাদক দ্রব‌্য বি‌রোধী অ‌ভিযা‌নে যাই। রূপগ‌ঞ্জের সাওঘাট এলাকায় চেক‌পোস্ট ব‌সি‌য়ে তল্লাশী ক‌রে ৩১ কে‌জি মাদকসহ ২জন‌কে গ্রেপ্তার করা হয়। তা‌দের বিরু‌দ্ধে মাদকদ্রব‌্য বি‌রোধী আইনে মামলা রুজুর প্রস্তুতী চল‌ছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

না.গঞ্জে নন-কমিউনিকেবল ডিজিজ ব্যবস্থাপনা ও ডিজিটালাইজেশন প্রশিক্ষণ কর্মশালা

রূপগ‌ঞ্জে মা‌ছের ড্রা‌মে গাঁজা কারবার, র‌্যা‌বের জা‌লে আটক ২

আপডেট সময় ০৯:৪১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

নারায়ণগ‌ঞ্জ : নারায়ণগ‌ঞ্জের রূপগ‌ঞ্জে ৩১ কেজি গাঁজা সহ ২ জন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে র‌্যাব। বুধবার সন্ধ‌্যায় সাওঘাট এলাকায় র‌্যাব ১১ সি‌পি‌সি-১, অ‌ভিযা‌নটি প‌রিচালনা ক‌রেন অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার শহিদুল ইসলাম। এসময় ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার চারু মিয়া এবং মফিজ মিয়া না‌মে ২ জন‌কে নি‌ষদ্ধি মাদকদ্রব‌্য ৩১ কে‌জি গাঁজাসহ গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।

জানা গেছে, মাদক কারবারীরা উল্লেখিত মাদক পাচা‌রের জন‌্য অ‌ভিনব কৌশল অবলম্বন ক‌রে‌ছিল। গোপন সূ‌ত্রের ভি‌ত্তি‌তে, তাদের গেপ্তার কর‌তে সক্ষম হয় অ‌ভিযা‌নিক দ‌ল‌টি। মাদক যেন তল্লাশী ক‌রে না পাওয়া যায় এজন‌্য কারবারীরা এক‌টি মা‌ছের ড্রা‌মে ক‌রে বিপুল প‌রিমান গাঁজা লু‌কি‌য়ে রে‌খে‌ছিল। সেখা‌নে উপ‌রে রাখা হ‌য়ে‌ছিল মাছ এবং নী‌চে রাখা হ‌য়ে‌ছিল গাঁজা।

এ বিষ‌য়ে কথা হ‌লে নারায়ণগঞ্জ র‌্যাব ১১ সি‌পি‌সি-১ অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার শহিদুল ইসলাম জানায়, র‌্যাব সার্বক্ষ‌নিক সকল ধর‌ণের অপরাধ, মাদক দ্রব‌্য ও সন্ত্রাস নির্মু‌লে কাজ ক‌রে যা‌চ্ছে। সেই ধারাবা‌হিকতায় গোপন ত‌থ্যের ভি‌ত্তি‌তে মাদক দ্রব‌্য বি‌রোধী অ‌ভিযা‌নে যাই। রূপগ‌ঞ্জের সাওঘাট এলাকায় চেক‌পোস্ট ব‌সি‌য়ে তল্লাশী ক‌রে ৩১ কে‌জি মাদকসহ ২জন‌কে গ্রেপ্তার করা হয়। তা‌দের বিরু‌দ্ধে মাদকদ্রব‌্য বি‌রোধী আইনে মামলা রুজুর প্রস্তুতী চল‌ছে।