ঢাকা , শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

গণঅধিকারের একাংশের নতুন নাম ‘আমজনতার দল’

গণঅধিকার পরিষদের একাংশের নাম বদল করে ‘আমজনতার দল’ নামে আত্মপ্রকাশ করেছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আত্মপ্রকাশ পাওয়া দলটির নাম ঘোষণা করেন আহ্বায়ক মিয়া মশিউজ্জামান।

তিনি বলেন, ‘গণঅধিকার পরিষদ (একাংশ) তার নাম পরিবর্তন করে এখন থেকে ‘আমজনতার দল’ নামে পরিচিত হবে। এই পরিবর্তন আমাদের আগ্রাসনবিরোধী লড়াইয়ের সাংগঠনিক রূপান্তরের প্রতীক এবং জনগণের সাথে আরো সরাসরি সংযোগ স্থাপনের একটি নতুন প্রয়াস।’

পরিবর্তনের কারণ ব্যাখ্যায় মিয়া মশিউজ্জামান বলেন, ‘গণঅধিকার পরিষদ বেশকিছু নৈতিক ও সার্বভৌমত্বের প্রশ্নের দু’ ভাগে বিভক্ত হয় ২০২৩ সালের ২০ জুন। কাছাকাছি দু’ দলের একই নাম হওয়ায় আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি ও অনাকাঙ্ক্ষিত দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছিল। আগ্রাসনবিরোধী লড়াইকে আরো সুসংহত ও বিস্তৃত করতে আমাদের আগের সহযোদ্ধাদের সাথে দ্বন্দ্ব তৈরি হয় এমন নাম পরিহার করতে আমরা আগের নাম ‘গণঅধিকার পরিষদ’ পরিবর্তন করে ‘আমজনতার দল’ নামকরণ করছি। আজ থেকে মিয়া মশিউজ্জামানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের অংশের নাম ‘আমজনতার দল’ নামে পরিচিত হবে।’

এই তিনটি মূলনীতি হচ্ছে, সার্বভৌমত্ব, স্বনির্ভর ও সুশাসন। দলটির স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘স্বনির্ভর অর্থনীতি ও সুশাসনে সমৃদ্ধি’।

২০২১ সালের ২৬ অক্টোবর ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদের আত্মপ্রকাশ ঘটে। পরে অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলটি বিভক্ত হয়ে যায়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

গণঅধিকারের একাংশের নতুন নাম ‘আমজনতার দল’

আপডেট সময় ১১:২৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

গণঅধিকার পরিষদের একাংশের নাম বদল করে ‘আমজনতার দল’ নামে আত্মপ্রকাশ করেছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আত্মপ্রকাশ পাওয়া দলটির নাম ঘোষণা করেন আহ্বায়ক মিয়া মশিউজ্জামান।

তিনি বলেন, ‘গণঅধিকার পরিষদ (একাংশ) তার নাম পরিবর্তন করে এখন থেকে ‘আমজনতার দল’ নামে পরিচিত হবে। এই পরিবর্তন আমাদের আগ্রাসনবিরোধী লড়াইয়ের সাংগঠনিক রূপান্তরের প্রতীক এবং জনগণের সাথে আরো সরাসরি সংযোগ স্থাপনের একটি নতুন প্রয়াস।’

পরিবর্তনের কারণ ব্যাখ্যায় মিয়া মশিউজ্জামান বলেন, ‘গণঅধিকার পরিষদ বেশকিছু নৈতিক ও সার্বভৌমত্বের প্রশ্নের দু’ ভাগে বিভক্ত হয় ২০২৩ সালের ২০ জুন। কাছাকাছি দু’ দলের একই নাম হওয়ায় আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি ও অনাকাঙ্ক্ষিত দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছিল। আগ্রাসনবিরোধী লড়াইকে আরো সুসংহত ও বিস্তৃত করতে আমাদের আগের সহযোদ্ধাদের সাথে দ্বন্দ্ব তৈরি হয় এমন নাম পরিহার করতে আমরা আগের নাম ‘গণঅধিকার পরিষদ’ পরিবর্তন করে ‘আমজনতার দল’ নামকরণ করছি। আজ থেকে মিয়া মশিউজ্জামানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের অংশের নাম ‘আমজনতার দল’ নামে পরিচিত হবে।’

এই তিনটি মূলনীতি হচ্ছে, সার্বভৌমত্ব, স্বনির্ভর ও সুশাসন। দলটির স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘স্বনির্ভর অর্থনীতি ও সুশাসনে সমৃদ্ধি’।

২০২১ সালের ২৬ অক্টোবর ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদের আত্মপ্রকাশ ঘটে। পরে অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলটি বিভক্ত হয়ে যায়।