ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মৃত্যুদণ্ড কার্যকরে আরও কঠোর হবেন ট্রাম্প

জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর বিচার বিভাগকে মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে আরও কঠোর হওয়ার নির্দেশ দেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। বিদায়ি প্রেসিডেন্ট জো বাইডেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩৭ জন রাজবন্দির শাস্তি কমিয়ে যাবজ্জীবন করে দেওয়ার পরদিনই এই ঘোষণা দিলেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্থানীয় সময় মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমি দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই বিচার বিভাগকে কঠোরভাবে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেব; যাতে করে ধর্ষক, খুনি ও দানবদের হাত থেকে মার্কিন পরিবার ও শিশুরা রক্ষা পায়। সোমবার বাইডেনের শাস্তি কমানোর নির্দেশের পর এখন মার্কিন ফেডারেল কারাগারে মাত্র তিনজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আছে। বিষয়টিকে ‘অচিন্তনীয়’ বলে অভিহিত করেছেন ট্রাম্প।

এবারের নির্বাচনি প্রচারে মৃত্যুদণ্ডের পক্ষে কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। তিনি মাদক ব্যবসায়ী, শিশু পাচারকারী এবং মার্কিন নাগরিকদের হত্যায় জড়িত অভিবাসীদের মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলেছেন।

এটিকে তার অভিবাসীবিরোধী অবস্থানের অংশ হিসেবে দেখা হচ্ছে। কেন্দ্রীয়ভাবে, অর্থাৎ ফেডারেল কর্তৃপক্ষের অধীনে মৃত্যুদণ্ড কার্যকরের হার যুক্তরাষ্ট্রে বেশ কম ছিল। ১৯৮৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত মাত্র তিনজন রাজবন্দির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু প্রথম মেয়াদে ট্রাম্পের শেষ বছর, ২০২০ সালে ১০টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যা ১৮৯৬ সালের পর এক বছরে সর্বোচ্চ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

মৃত্যুদণ্ড কার্যকরে আরও কঠোর হবেন ট্রাম্প

আপডেট সময় ০৯:৫৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর বিচার বিভাগকে মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে আরও কঠোর হওয়ার নির্দেশ দেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। বিদায়ি প্রেসিডেন্ট জো বাইডেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩৭ জন রাজবন্দির শাস্তি কমিয়ে যাবজ্জীবন করে দেওয়ার পরদিনই এই ঘোষণা দিলেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্থানীয় সময় মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমি দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই বিচার বিভাগকে কঠোরভাবে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেব; যাতে করে ধর্ষক, খুনি ও দানবদের হাত থেকে মার্কিন পরিবার ও শিশুরা রক্ষা পায়। সোমবার বাইডেনের শাস্তি কমানোর নির্দেশের পর এখন মার্কিন ফেডারেল কারাগারে মাত্র তিনজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আছে। বিষয়টিকে ‘অচিন্তনীয়’ বলে অভিহিত করেছেন ট্রাম্প।

এবারের নির্বাচনি প্রচারে মৃত্যুদণ্ডের পক্ষে কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। তিনি মাদক ব্যবসায়ী, শিশু পাচারকারী এবং মার্কিন নাগরিকদের হত্যায় জড়িত অভিবাসীদের মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলেছেন।

এটিকে তার অভিবাসীবিরোধী অবস্থানের অংশ হিসেবে দেখা হচ্ছে। কেন্দ্রীয়ভাবে, অর্থাৎ ফেডারেল কর্তৃপক্ষের অধীনে মৃত্যুদণ্ড কার্যকরের হার যুক্তরাষ্ট্রে বেশ কম ছিল। ১৯৮৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত মাত্র তিনজন রাজবন্দির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু প্রথম মেয়াদে ট্রাম্পের শেষ বছর, ২০২০ সালে ১০টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যা ১৮৯৬ সালের পর এক বছরে সর্বোচ্চ।