ঢাকা , বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড Logo আদানির বকেয়া পরিশোধ করেছে বাংলাদেশ Logo রূপগঞ্জে পাঁচ ঘোড়ার মাংস উদ্ধার ॥ যুবক গ্রেফতার Logo রূপগঞ্জে বৃক্ষ রোপণ ও বিতরণ Logo নেক্সাস ক্যাফে প্যালেস এবং জুলাই বিপ্লব স্মারক গ্রন্থাগার উদ্বোধন Logo সিদ্ধিরগঞ্জে বিএনপি’র গাজী পরিবারের নিয়ন্ত্রনে মাদক ব্যাবসা, চাদাঁবাজি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা Logo জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল ফতুল্লা থানার পুর্ণাঙ্গ ও সোনারগাঁও থানার আহবায়ক কমিটি ঘোষনা Logo হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, স্ক্যান করা যাবে নথিপত্রও Logo কড়ই গাছের ভেতরে জ্বলছে আগুন, নেভাতে ব্যর্থ ফায়ার সার্ভিস Logo ৭ গোলের থ্রিলার ম্যাচে আল হিলালের ইতিহাস, ম্যানসিটির বিদায়

ডেঙ্গু প্রতিরোধে অবহেলা, না.গঞ্জে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও

নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সিটি করপোরেশন ও জেলা স্বাস্থ্য বিভাগের অবহেলার প্রতিবাদে সিভিল সার্জন কার্যালয়ে ঘেরাও করেছে গণসংহতি আন্দোলন বাংলাদেশ।

রোববার (১ ডিসেম্বর) শহরের চাষাঢ়া থেকে মিছিল নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় ঘেরাও করে জেলা ও মহানগর গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা।

এসময় নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, আমরা গত ২২ নভেম্বর ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন ও সিভিল সার্জনের অবহেলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করি। সেখান থেকে ৭দিনের মধ্যে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি সাধনে ব্যর্থ হলে আগামী ১ ডিসেম্বর রবিবার সিভিল সার্জন কার্যালয় ঘেরাও এর ঘোষণা দেওয়া হয়। আমরা গত ৭ দিন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড ও সিটি কর্পোরেশনের বাইরে বিভিন্ন এলাকায় ডেঙ্গু গণসচেতনতায় গণসংযোগ, পথসভা করি। এ সময় নাগরিকরা আমাদের জানিয়েছেন ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের যথাযথ উদ্যোগ তারা দেখেন নি। এবং কার্যকর কোন উদ্যোগ গ্রহণ করেন নি।

তিনি বলেন, সিটি কর্পোরেশন পুরোপুরি ব্যার্থতার পরিচয় দিয়েছে এবং ডেঙ্গু পরিস্থিতির কোনরূপ উন্নতি আমাদের কাছে দৃশ্যমান হয়নি। এখন যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে তাদের চিকিৎসায় সরকারি হাসপাতালগুলোর আন্তরিকতার অভাব রয়েছে। মাঝে মধ্যেই ডেঙ্গু পরীক্ষার কিট সংকট দেখা দিচ্ছে। হাসপাতালগুলোতে নামেমাত্র বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড থাকলেও বেড, মেডিসিন ও মেডিকেল যন্ত্রাংশের পর্যাপ্ত নয়। আমরা সিটি কর্পোরেশন ও জেলা স্বাস্থ্য বিভাগকে বলবো আপনারা মানুষের জানমাল রক্ষার্থে অবহেলা করেছেন। তাই ভুক্তভোগী মানুষজন আপনাদের এই অবহেলার জবাবদিহি চায়। জনগণের স্বাস্থ্য সেবার দায়িত্ব নিয়ে কোন ধরনের অবহেলা, ব্যর্থতা আমরা আশা করি না। নারায়ণগঞ্জবাসীর কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়বদ্ধ। তাদের ব্যর্থতার জন্য তারা অবশ্যই জনগণের কাছে জবাদিহিতা করবেন এবং জনগণকে স্বাস্থ্য বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে যথাযথ উদ্যোগ নিবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রমে আমরা সংক্ষুব্ধ।

অবিলম্বে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় দ্রুত কার্যক্রম পদক্ষেপ না নিলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেয়ার হুশিয়ারি দেয়া হয়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড

ডেঙ্গু প্রতিরোধে অবহেলা, না.গঞ্জে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও

আপডেট সময় ০৯:৪২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সিটি করপোরেশন ও জেলা স্বাস্থ্য বিভাগের অবহেলার প্রতিবাদে সিভিল সার্জন কার্যালয়ে ঘেরাও করেছে গণসংহতি আন্দোলন বাংলাদেশ।

রোববার (১ ডিসেম্বর) শহরের চাষাঢ়া থেকে মিছিল নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় ঘেরাও করে জেলা ও মহানগর গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা।

এসময় নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, আমরা গত ২২ নভেম্বর ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন ও সিভিল সার্জনের অবহেলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করি। সেখান থেকে ৭দিনের মধ্যে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি সাধনে ব্যর্থ হলে আগামী ১ ডিসেম্বর রবিবার সিভিল সার্জন কার্যালয় ঘেরাও এর ঘোষণা দেওয়া হয়। আমরা গত ৭ দিন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড ও সিটি কর্পোরেশনের বাইরে বিভিন্ন এলাকায় ডেঙ্গু গণসচেতনতায় গণসংযোগ, পথসভা করি। এ সময় নাগরিকরা আমাদের জানিয়েছেন ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের যথাযথ উদ্যোগ তারা দেখেন নি। এবং কার্যকর কোন উদ্যোগ গ্রহণ করেন নি।

তিনি বলেন, সিটি কর্পোরেশন পুরোপুরি ব্যার্থতার পরিচয় দিয়েছে এবং ডেঙ্গু পরিস্থিতির কোনরূপ উন্নতি আমাদের কাছে দৃশ্যমান হয়নি। এখন যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে তাদের চিকিৎসায় সরকারি হাসপাতালগুলোর আন্তরিকতার অভাব রয়েছে। মাঝে মধ্যেই ডেঙ্গু পরীক্ষার কিট সংকট দেখা দিচ্ছে। হাসপাতালগুলোতে নামেমাত্র বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড থাকলেও বেড, মেডিসিন ও মেডিকেল যন্ত্রাংশের পর্যাপ্ত নয়। আমরা সিটি কর্পোরেশন ও জেলা স্বাস্থ্য বিভাগকে বলবো আপনারা মানুষের জানমাল রক্ষার্থে অবহেলা করেছেন। তাই ভুক্তভোগী মানুষজন আপনাদের এই অবহেলার জবাবদিহি চায়। জনগণের স্বাস্থ্য সেবার দায়িত্ব নিয়ে কোন ধরনের অবহেলা, ব্যর্থতা আমরা আশা করি না। নারায়ণগঞ্জবাসীর কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়বদ্ধ। তাদের ব্যর্থতার জন্য তারা অবশ্যই জনগণের কাছে জবাদিহিতা করবেন এবং জনগণকে স্বাস্থ্য বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে যথাযথ উদ্যোগ নিবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রমে আমরা সংক্ষুব্ধ।

অবিলম্বে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় দ্রুত কার্যক্রম পদক্ষেপ না নিলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেয়ার হুশিয়ারি দেয়া হয়।