বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ বলেছেন, বিএনপির চলমান শান্তিপূর্ণ আন্দোলনে ভীত হয়ে এই অবৈধ সরকার আরও বেপরোয়া ও ভয়ংকর হয়ে উঠেছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে রাজধানীর ইস্কাটনে দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সেলিমুজ্জামান সেলিমের বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন।
টুকু বলেন, ‘যতই নির্যাতন করুক, মিথ্যা ও গায়েবি মামলা দিক, গ্রেফতার করুক—এবার তাদের শেষ রক্ষা হবে না। শুধু বিএনপির নেতাকর্মী নয়, সারা দেশের জনগণ এবার রাস্তায় নেমে এসেছে। পতন হবেই এ সরকারের।’ এসময় তিনি অবিলম্বে বিদ্যুতের নতুন দাম প্রত্যাহার করে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এসময় সেলিমুজ্জামান সেলিম দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন। সংঘর্ষের পরে কার্যালয়ের ভেতর থেকে তাকেসহ অনেক সিনিয়র নেতাকে আটক করে পুলিশ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে এসময় আরও উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহ-গণশিক্ষা সম্পাদক আনিসুর রহমান খোকন।