সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নং ওয়ার্ডে ডেঙ্গু মশা নিধনের কার্যক্রম অব্যাহত রয়েছে। বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদের উদ্যোগে এই কার্যক্রম চলমান রয়েছে। গতকাল রবিবার বিকেল ৪ টায় পাইনাদি নতুন মহল্লায় এলাকা থেকে শাপলা চত্বর পর্যন্ত মশা নিধনে মশার ঔষুধ দেওয়া হয়। উক্ত কর্মসূচিতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,
১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গাজী মনির হোসেন,, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সহ-সভাপতি জুয়েল রানা ১ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নুরুদ্দিন নুরু, মোহাম্মদ জিয়া উদ্দিন বিজয়, ১ নং ওয়ার্ড যুবদল সাংগঠনিক সম্পাদক, লুৎফুর রহমান রাসেল, সিদ্ধিগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের মাহবুবুর রহমান ভূঁইয়া, যুবদল নেতা আনিসুর রহমান মানিক, যুবদল কর্মী শাহজালাল ও অন্যান্য নেতৃবৃন্দ।
এলাকাবাসী জানায়, যেভাবে অলিতে গলিতে ডেঙ্গু মশা প্রতিদিন বেড়েই চলেছে এতে করে আমরা আতঙ্কিত। ডেঙ্গু মশার কামড়ে আক্রান্ত হয়ে অনেকে মৃত্যুবরণ করেছেন এবং অনেকে হসপিটালেও ভর্তি রয়েছেন। অধ্যাপক মামুন মাহমুদের এমন উদ্যোগে এলাকাবাসী অনেক খুশি।
বিএনপি নেতাকর্মীরা বলেন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ ৪ আসনের বিএনপি’র কান্ডারী অধ্যাপক মামুন মাহমুদের উদ্যোগে মাসব্যাপী এডিস মশা নিধনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতিটি এলাকায় মেশিনের মাধ্যমে মশার ঔষুধ দিয়ে ডেঙ্গু মশা নিধন করা হচ্ছে। ডেঙ্গু মশা নিধন না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।