ঢাকা , শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বজুড়ে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে

২০২৩ সালে বিশ্বজুড়ে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের (আইডিপি) সংখ্যা সাত কোটি ৫৯ লাখে পৌঁছেছে, যা এ যাবতকালের রেকর্ড। অভ্যন্তরীণ স্থানচ্যুতি পর্যবেক্ষণ কেন্দ্র (আইডিএমসি) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, ৭৭ লাখ মানুষ দুর্যোগে এবংছয় কোটি ৮৩ লাখ মানুষ সংঘর্ষ ও সহিংসতার কারণে বাস্তুচ্যুত হয়েছে। সুদান ও গাজার যুদ্ধ সংখ্যাটিকে নতুন রেকর্ডে ঠেলে দিতে সাহায্য করেছে।

আইডিএমসি এর পরিচালক আলেকজান্দ্রা বিলাক বলেছেন, ‘গত দুই বছরে, আমরা উদ্বেগজনকভাবে নতুন পর্যায়ে লোকদের সংঘাত ও সহিংসতার কারণে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে দেখেছি, এমনকি এমন অঞ্চলে যেখানে প্রবণতা উন্নত হয়েছে।’

তিনি বলেন, ‘সংঘাত যে ধ্বংসযজ্ঞ রেখে যায়, তা লাখ লাখ মানুষকে তাদের জীবন পুনর্গঠন থেকে বিরত রাখছে এবং প্রায়শই বছরের পর বছর ধরে।

উদ্বাস্তু হল তারা যারা বিদেশে পালিয়ে গেছে। অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি বলতে বোঝায় তাদেরকে যারা দেশে বাস করে নিজেদের এলাকা থেকে বাস্তুচ্যুত হয়।

আইডিএমসি জানিয়েছে, ২০২২ সালে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা চিল সাত কোটি ১১ লাখ। গত পাঁচ বছরে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৫০ শতাংশের বেশি বেড়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে

আপডেট সময় ০৮:৪৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪

২০২৩ সালে বিশ্বজুড়ে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের (আইডিপি) সংখ্যা সাত কোটি ৫৯ লাখে পৌঁছেছে, যা এ যাবতকালের রেকর্ড। অভ্যন্তরীণ স্থানচ্যুতি পর্যবেক্ষণ কেন্দ্র (আইডিএমসি) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, ৭৭ লাখ মানুষ দুর্যোগে এবংছয় কোটি ৮৩ লাখ মানুষ সংঘর্ষ ও সহিংসতার কারণে বাস্তুচ্যুত হয়েছে। সুদান ও গাজার যুদ্ধ সংখ্যাটিকে নতুন রেকর্ডে ঠেলে দিতে সাহায্য করেছে।

আইডিএমসি এর পরিচালক আলেকজান্দ্রা বিলাক বলেছেন, ‘গত দুই বছরে, আমরা উদ্বেগজনকভাবে নতুন পর্যায়ে লোকদের সংঘাত ও সহিংসতার কারণে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে দেখেছি, এমনকি এমন অঞ্চলে যেখানে প্রবণতা উন্নত হয়েছে।’

তিনি বলেন, ‘সংঘাত যে ধ্বংসযজ্ঞ রেখে যায়, তা লাখ লাখ মানুষকে তাদের জীবন পুনর্গঠন থেকে বিরত রাখছে এবং প্রায়শই বছরের পর বছর ধরে।

উদ্বাস্তু হল তারা যারা বিদেশে পালিয়ে গেছে। অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি বলতে বোঝায় তাদেরকে যারা দেশে বাস করে নিজেদের এলাকা থেকে বাস্তুচ্যুত হয়।

আইডিএমসি জানিয়েছে, ২০২২ সালে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা চিল সাত কোটি ১১ লাখ। গত পাঁচ বছরে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৫০ শতাংশের বেশি বেড়েছে।