২০০৩ সালের ৩রা নভেম্বর ফতুল্লায় বিসিকে পুলিশের গুলিতে নিহত শ্রমিক নেতা শহীদ আমজাদ হোসেন কামাল স্মরণে শোকসভা করেছে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ঐক্য সংসদ।
রবিবার (৩ নভেম্বর) সকাল ৭ টায় বিসিক ২নং গলিতে পেনটেক্স গার্মেন্টস এর সামনে এ শোকসভার আয়োজন করা হয়। এসময় শহীদ আমজাদ হোসেন কামাল স্মরণে নির্মিত অস্থায়ী বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
শোকসভায় শ্রমিক কর্মচারী ঐক্য সংসদ জেলার সভাপতি মন্টু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা এড. মাহবুবুর রহমান ইসমাঈল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ২০০৩ সালে পেনটেক্স গার্মেন্টস এর মালিক কর্তৃপক্ষ শ্রমিক ও শ্রমিক নেতাদের সাথে প্রতারণা করেন। মালিক কতৃপক্ষ চুক্তি করার কথা বলে আমাকে পুলিশের কাছে তুলে দেয়। আর শ্রমিকদের দাবী মেনে গার্মেন্টস চালু করার কথা বলে। তখন শ্রমিকরা ফতুল্লা থানা ভেঙ্গে আমাকে উদ্ধার করে আনে এবং শ্রমিক অভ্যুত্থানে বিজয় ছিনিয়ে আনে। এখনও গার্মেন্টস শ্রমিকদের দাবি অনেক মালিক মানে না। কিন্তু তখন গার্মেন্টস কোন আইন কানুন মানতো না। কর্মঘন্টা ঠিক ছিলো না, মজুরি ঠিক ছিলো না, কর্ম পরিবেশ ছিলনা। এখন কিছু উন্নতি হলেও বৈষম্য বাড়ছে, কমেনি। ক্রোনি গ্রুপের ক্রোনী এপারেলস ও অবন্তী কালার টেক্স শ্রমিকদের উপর মালিকদের বৈষম্যমূলক আচরণ করে যাচ্ছে। শ্রমিক ছাটাই, নির্যাতন, বকেয়া বেতন না দেওয়া এখন নিত্য নৈমেত্তিক ব্যাপার হয়ে দাঁড়িছে। নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ঐক্য সংসদ এই অন্যায় কিছুতেই মেনে নিবেনা। এসময় তিনি, ক্রোনী গ্রুপের মালিক আসলাম সানিকে ইন্টারপোল পুলিশের মাধ্যমে গ্রেফতার করে বাংলাদেশে এনে বিচার করে শ্রমিকের সকল শ্রম আইন অনুযায়ী পাওনা টাকা পরিশোধ করার জন্য জেলা প্রশাসক মাহামুদুল হকের কাছে প্রতি দাবী জানান। এসময় তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ঐক্য সংসদ এর দেওয়া ১৮ দফা সারা দেশের সকল গার্মেন্টস টেক্সটাইল শিল্প কারখানার মালিকদের মেনে নিতে আহব্বন জানান।
বক্তব্য শেষে একটি বিক্ষোভ মিছিল বিসিক এলাকা প্রদক্ষিণ করে পূণরায় ১নং গেট এর সামনে গিয়ে শেষ করে।
এসময় শ্রমিক জাগরণ মঞ্চের সভাপতি জাহাঙ্গীর আলম গোলকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, শহীদ কামালের মা মোছাম্মৎ হালিমা বেগম, শ্রমিক কর্মচারী ঐক্য সংসদের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, যুগ্ম সম্পাদক জেসমিন আক্তার, শ্রমিক কর্মচারী ঐক্য সংসদের আবু সাঈদ, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি সুমন, বিসিক আঞ্চলিক কমিটির সভাপতি রমজান শেখ সহ প্রমুখ নেতৃবৃন্দ।
ঢাকা
,
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্দিদের ভারতে পাঠাতেন শেখ হাসিনা!
বিচ্ছেদের পথে সৃজিত-মিথিলা
সোনারগাঁয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত
ভূমি কর্মকর্তা মফিজ উদ্দিনকে অপসারনের দাবিতে মানববন্ধন
ছাত্র-জনতার গণ-আন্দোলনের আদলে সাজছে এবারের বাণিজ্য মেলার ফটক
ফতুল্লা থেকে অপহৃত ৯ম শ্রেনীর ছাত্রী রংপুর থেকে উদ্ধার
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
চুলের রহস্য ফাঁস করলেন ক্যাটরিনা
গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন
১২ ম্যাচে নবম হার ম্যানসিটির, আর্সেনালের বড় জয়
শহীদ কামাল স্মরণে শোকসভায় এড. ইসমাঈল – গার্মেন্টস খাতে কিছু উন্নতি হলেও বৈষম্য বেড়েছে
- রুদ্রকন্ঠ ডেস্ক :
- আপডেট সময় ০৯:৫৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
- 27
জনপ্রিয় সংবাদ