ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দল ক্ষমতায় থাকুক বা বিরোধী দলে, সবসময় লড়াকু মনোভাব থাকতে হবে – হাবিবুন নবী খান সোহেল

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা বিভাগীয় দক্ষিণের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ হোসিয়ারী সমিতি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ্ব মাওলানা মোঃ সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ধর্ম বিষয়ক রফিকুল ইসলাম জামাল।
সভায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, ধর্মপ্রাণ মানুষকে সঠিক পথ প্রদর্শন করানোর জন্য ওলামা দল কাজ করুক। তাই দলকে সংগঠিত করার জন্য সঠিক মানুষকে বাছাই করুন। কিছুদিন আগেও যে ভীষন অত্যাচারের মধ্যে ছিলাম ঐ সময় এবং ভবিষ্যতে যারা রাজপথে থাকবে তাদের খুঁজে বের করে দ্বায়িত্ব প্রদান করুন। শুধুমাত্র মিলাদ মাহফিল ও দোয়ার মধ্যে ওলামা দল সীমাবদ্ধ থাকুক সেটা আমরা চাই না।

পৃথিবীর ইতিহাসে অনেক স্বৈরাচার আমরা দেখেছি, কেউ বলেনি তার ক্ষমতা লাগবে। আমাদের দেশে কিছুদিন পূর্বে যে স্বৈরাচার ছিলো তার মুখেও কখনো শুনতে পাইনি, আমার দেশের মানুষের মুখে খাবার তুলে দিতে হবে। তার মুখে শুনেছি, আমার ক্ষমতা দরকার। ইদানিং ফেসবুক খুললেই দেখি বলে আসতেছি, চট করে নাকি ঢুকে পরবে।
তিনি আরও বলেন, এক সময় যাদের মাথায় হেলমেট আর হাতে চাপাতি থাকতো, তারা আজকে মাথায় হেলমেট দিয়ে হাতে চাপাতি নিতে পারছে না। তারা যা কিছু করছে সবকিছু ফেসবুকে করছে।

নারায়ণগঞ্জকে একসময় প্রাচ্যের ডান্ডি হিসেবে চিনতো মানুষ আর আজকে চিনে সন্ত্রাসের জনপদ হিসেবে। আজকে নারায়ণগঞ্জের খেলোয়াড় কোথায় ? যে কিনা সবসময় খেলতে চায়। সন্ত্রাসী, চাঁদাবাজি দিয়ে নারায়ণগঞ্জকে পরিচিত করা যাবে না। এ বদনাম থেকে নারায়ণগঞ্জ বাসীদের মুক্তি দিতে হবে। নারায়ণগঞ্জ পরিচিত হবে ওলামাদের পরিচয়ে, ব্যবসা প্রতিষ্ঠান, নদী বন্দরের পরিচয়ে।

প্রধান অতিথি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন বিভিন্নভাবে দেশে লৃটপাট করেছে। শেখ হাসিনার নিজের মুখের কথা, তার পিয়ন নাকি ৪’শ কোটি টাকার মালিক। সে হেলিকপ্টার দিয়ে চলাফেরা করে। যদি পিয়ন এত টাকার মালিক হয় তাহলে শেখ হাসিনা কত টাকার মালিক। আমাদের দেশের শেখ পরিবার মধ্যেপ্রাচ্যের শেখদের চেয়ে বেশি টাকার মালিক। দেশকে রক্ষা করতে হবে। তাই দল ক্ষমতায় থাকুক বা বিরোধী দলে থাকুক সবসময় লড়াকু মনোভাব নিয়ে থাকতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির সহ ধর্ম বিষয় সম্পাদক আব্দুল বারী ড্যানী, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মাওলানা শাহ মোঃ নেছারুল হক, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

দল ক্ষমতায় থাকুক বা বিরোধী দলে, সবসময় লড়াকু মনোভাব থাকতে হবে – হাবিবুন নবী খান সোহেল

আপডেট সময় ১০:১৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা বিভাগীয় দক্ষিণের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ হোসিয়ারী সমিতি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ্ব মাওলানা মোঃ সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ধর্ম বিষয়ক রফিকুল ইসলাম জামাল।
সভায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, ধর্মপ্রাণ মানুষকে সঠিক পথ প্রদর্শন করানোর জন্য ওলামা দল কাজ করুক। তাই দলকে সংগঠিত করার জন্য সঠিক মানুষকে বাছাই করুন। কিছুদিন আগেও যে ভীষন অত্যাচারের মধ্যে ছিলাম ঐ সময় এবং ভবিষ্যতে যারা রাজপথে থাকবে তাদের খুঁজে বের করে দ্বায়িত্ব প্রদান করুন। শুধুমাত্র মিলাদ মাহফিল ও দোয়ার মধ্যে ওলামা দল সীমাবদ্ধ থাকুক সেটা আমরা চাই না।

পৃথিবীর ইতিহাসে অনেক স্বৈরাচার আমরা দেখেছি, কেউ বলেনি তার ক্ষমতা লাগবে। আমাদের দেশে কিছুদিন পূর্বে যে স্বৈরাচার ছিলো তার মুখেও কখনো শুনতে পাইনি, আমার দেশের মানুষের মুখে খাবার তুলে দিতে হবে। তার মুখে শুনেছি, আমার ক্ষমতা দরকার। ইদানিং ফেসবুক খুললেই দেখি বলে আসতেছি, চট করে নাকি ঢুকে পরবে।
তিনি আরও বলেন, এক সময় যাদের মাথায় হেলমেট আর হাতে চাপাতি থাকতো, তারা আজকে মাথায় হেলমেট দিয়ে হাতে চাপাতি নিতে পারছে না। তারা যা কিছু করছে সবকিছু ফেসবুকে করছে।

নারায়ণগঞ্জকে একসময় প্রাচ্যের ডান্ডি হিসেবে চিনতো মানুষ আর আজকে চিনে সন্ত্রাসের জনপদ হিসেবে। আজকে নারায়ণগঞ্জের খেলোয়াড় কোথায় ? যে কিনা সবসময় খেলতে চায়। সন্ত্রাসী, চাঁদাবাজি দিয়ে নারায়ণগঞ্জকে পরিচিত করা যাবে না। এ বদনাম থেকে নারায়ণগঞ্জ বাসীদের মুক্তি দিতে হবে। নারায়ণগঞ্জ পরিচিত হবে ওলামাদের পরিচয়ে, ব্যবসা প্রতিষ্ঠান, নদী বন্দরের পরিচয়ে।

প্রধান অতিথি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন বিভিন্নভাবে দেশে লৃটপাট করেছে। শেখ হাসিনার নিজের মুখের কথা, তার পিয়ন নাকি ৪’শ কোটি টাকার মালিক। সে হেলিকপ্টার দিয়ে চলাফেরা করে। যদি পিয়ন এত টাকার মালিক হয় তাহলে শেখ হাসিনা কত টাকার মালিক। আমাদের দেশের শেখ পরিবার মধ্যেপ্রাচ্যের শেখদের চেয়ে বেশি টাকার মালিক। দেশকে রক্ষা করতে হবে। তাই দল ক্ষমতায় থাকুক বা বিরোধী দলে থাকুক সবসময় লড়াকু মনোভাব নিয়ে থাকতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির সহ ধর্ম বিষয় সম্পাদক আব্দুল বারী ড্যানী, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মাওলানা শাহ মোঃ নেছারুল হক, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন সহ প্রমুখ নেতৃবৃন্দ।