ঢাকা , মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আওয়ামী লীগের দোসর যুবলীগ সভাপতি গোলাম কাদির মেম্বারের আমলনামার কুকীর্তি ফাঁস Logo মানবিক ইউএনও জাফর সাদিক চৌধুরী Logo সম্পত্তির জন্য পিতাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম, ছেলে রুবেল গ্রেফতার Logo “গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান Logo কুমিল্লায় দরজা ভেঙে ঘরে ঢুকে ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার Logo ৩ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ ও ইশতেহার পাঠ করা হবে : নাহিদ ইসলাম Logo লাঙ্গল মার্কা লোকেরা বিএনপির সদস্য হতে পারবেন না : এড.টিপু Logo সোনারগাঁয়ে আ’লীগের হামলায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আহত Logo আমি মেইড ইন নারায়ণগঞ্জ : মাসুদুজ্জান মাসুদ Logo বন্দরে আকিজ ফিড ফ্যাক্টরীর বায়ু দূষণের প্রতিবাদে অবস্থান কর্মসূচি

ধুয়ে খেতে হবে সবজি ও ফল

না ধুয়ে কাঁচা ফল বা সবজি খেলে সংক্রমণের শিকার হওয়ার ঝুঁকি থাকে বেশি। যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ওয়েলঅ্যান্ডগুড ডটকম’ওয়েবসাইটে প্রকাশিত
প্রতিবেদন অনুযায়ী বিশেষজ্ঞরা জানিয়েছেন, ফলে খাদ্যবাহী সব রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে।

ফল ও ফসলে সংক্রমণ সৃষ্টিকারী জীবাণু আসতে পারে যেকোনো পর্যায়েই।সেটা হতে পারে গাছে থাকাকালে, ফসল তোলার সময় কিংবা পরিবহনের সময়। মানুষের হাতের স্পর্শই এর প্রধান কারণ। আবার ঘরে আনার পরও ফল ও সবজিতে জীবাণুর সংক্রমণ হতে পারে অন্যান্য কাঁচা কিংবা রান্না করা খাবারের সংস্পর্শে আসার কারণে।

এ কারণে বাজার থেকে ফল ও সবজি আনার পর অবশ্যই তা ধুয়ে খাওয়া উচিত।

ধোয়ার পদ্ধতি : বিশেষজ্ঞদের মতে, মৃদু পানি দিয়ে ধুলে সব ধরনের জীবাণু ধ্বংস হয় না। আবার এমন কোনো প্রযুক্তি নেই যা ফল, সবজি সতেজতা বজায় রেখে তাকে পুরোপুরি জীবাণুমুক্ত করতে পারে। কুসুমু গরম পানি আর সাবান দিয়ে, ২০ সেকেন্ড সময় নিয়ে হাত ধুতে হবে।

ফল, সবজি পরিষ্কার করার পরও একই কাজ করতে হবে। ফল ও সবজিতে কোনো আঘাতের চিহ্ন থাকলে সেই অংশটা কেটে ফেলে দিতে হবে। খোসা ছাড়াতে হলে আগে খোসাসহ ভালোভাবে ধুয়ে নিতে হবে। এতে খোসায় লেগে থাকা কোনো সংক্রামক ছুরির মাধ্যমে ফল কিংবা সবজিতে পৌঁছাতে পারবে না।

পানি ছেড়ে ফল ও সবজি ধুতে হবে, তাতে কোনো ধরনের সাবান মাখানো চলবে না। শক্ত ফল, সবজি পরিষ্কার করার ক্ষেত্রে ব্রাশ ব্যবহার করতে পারেন।
বিশেষজ্ঞরা আরও জানান, ফল ও সবজি বাজার থেকে আনার পর একটি পাত্রে কিছুক্ষণ পানিতে ডুবিয়ে রাখার অভ্যাসটা খুব উপকারী। সময় থাকলে কয়েকবার পানি বদলে ভিজিয়ে রাখলে আরও ভালো। তবে রান্না করা হলে ধোয়ার দরকার নেই যদি দৃশ্যমান ময়লা না থাকে। ফল, সবজি পরিষ্কার করার ক্ষেত্রে সাবান, ডিটারজেন্ট ব্যবহার করা যাবে না।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের দোসর যুবলীগ সভাপতি গোলাম কাদির মেম্বারের আমলনামার কুকীর্তি ফাঁস

ধুয়ে খেতে হবে সবজি ও ফল

আপডেট সময় ১০:২৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

না ধুয়ে কাঁচা ফল বা সবজি খেলে সংক্রমণের শিকার হওয়ার ঝুঁকি থাকে বেশি। যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ওয়েলঅ্যান্ডগুড ডটকম’ওয়েবসাইটে প্রকাশিত
প্রতিবেদন অনুযায়ী বিশেষজ্ঞরা জানিয়েছেন, ফলে খাদ্যবাহী সব রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে।

ফল ও ফসলে সংক্রমণ সৃষ্টিকারী জীবাণু আসতে পারে যেকোনো পর্যায়েই।সেটা হতে পারে গাছে থাকাকালে, ফসল তোলার সময় কিংবা পরিবহনের সময়। মানুষের হাতের স্পর্শই এর প্রধান কারণ। আবার ঘরে আনার পরও ফল ও সবজিতে জীবাণুর সংক্রমণ হতে পারে অন্যান্য কাঁচা কিংবা রান্না করা খাবারের সংস্পর্শে আসার কারণে।

এ কারণে বাজার থেকে ফল ও সবজি আনার পর অবশ্যই তা ধুয়ে খাওয়া উচিত।

ধোয়ার পদ্ধতি : বিশেষজ্ঞদের মতে, মৃদু পানি দিয়ে ধুলে সব ধরনের জীবাণু ধ্বংস হয় না। আবার এমন কোনো প্রযুক্তি নেই যা ফল, সবজি সতেজতা বজায় রেখে তাকে পুরোপুরি জীবাণুমুক্ত করতে পারে। কুসুমু গরম পানি আর সাবান দিয়ে, ২০ সেকেন্ড সময় নিয়ে হাত ধুতে হবে।

ফল, সবজি পরিষ্কার করার পরও একই কাজ করতে হবে। ফল ও সবজিতে কোনো আঘাতের চিহ্ন থাকলে সেই অংশটা কেটে ফেলে দিতে হবে। খোসা ছাড়াতে হলে আগে খোসাসহ ভালোভাবে ধুয়ে নিতে হবে। এতে খোসায় লেগে থাকা কোনো সংক্রামক ছুরির মাধ্যমে ফল কিংবা সবজিতে পৌঁছাতে পারবে না।

পানি ছেড়ে ফল ও সবজি ধুতে হবে, তাতে কোনো ধরনের সাবান মাখানো চলবে না। শক্ত ফল, সবজি পরিষ্কার করার ক্ষেত্রে ব্রাশ ব্যবহার করতে পারেন।
বিশেষজ্ঞরা আরও জানান, ফল ও সবজি বাজার থেকে আনার পর একটি পাত্রে কিছুক্ষণ পানিতে ডুবিয়ে রাখার অভ্যাসটা খুব উপকারী। সময় থাকলে কয়েকবার পানি বদলে ভিজিয়ে রাখলে আরও ভালো। তবে রান্না করা হলে ধোয়ার দরকার নেই যদি দৃশ্যমান ময়লা না থাকে। ফল, সবজি পরিষ্কার করার ক্ষেত্রে সাবান, ডিটারজেন্ট ব্যবহার করা যাবে না।