বন্দর চৌরাপাড়া এলাকা থেকে বি এস আর এম কম্পানির রড বোজাই ট্রাক “ডাকাতি„
১২ আগস্ট মঙলবার সকালে ধামগড় ইউনিয়নের তালতলা মনারবাড়ি এলাকায় এডভোকেট কাউসারের চুনা ফ্যাক্টরি গোডাউন থেকে উদ্ধার তিনজন আটক।
বি এস আর এম রডের ট্রাক ড্রাইভার সজিব জানান আমি গতকাল রাত সারে তিনটার দিকে এসিআই কম্পানির ভিতরে যাওয়ার জন্য চৌরাপাড়া মোড় ট্রানিং নিয়েছি এই অবস্থায় তিনটি মোটর সাইকেল এসে দেশী অস্র ঠেকিয়ে আমার রড বোজাই ট্রাক নিয়ে যায়।
এবিষয়ে বি এস আর এম কর্তৃপক্ষ বন্দর থানায় একটি লিখিত অভিযোগ করেন, ধামগড় ফাঁড়ির এস আই রায়হানের নেতৃত্বে তালতলা মনারবাড়ি এডভোকেট কাউসারের চুনা গোডাউন থেকে ডাকাতি চক্রের তিনজন ফারুক (৩৫), গোডাউনের ম্যানেজার সাদ্দাম, (২৮) সলিমুল্লাহ (৩০) আটক ও রড বোজাই ট্রাক উদ্ধার ।
এবিষয়ে জানতে চাইলে এস আই রায়হান জানান এবিষয়ে রড বোজাই ট্রাক ডাকাতির একটি মামলা হয়েছে এই মামলা তিনজনকে কোর্টে প্রেরণ করা হয়েছে।