স্টাফ রিপোর্টার প্রীতম সরকার: উপজেলার আজিমনগর ইউনিয়নের পাথরাইল নামক স্থানে শিমুল বাজার টু কালামৃধা সংযোগ সড়কের উক্ত স্থানে বৃষ্টির পানি প্রবল ভাবে নামার কারণে রাস্তার মাঝে এমন খাদের সৃষ্টি হয়েছে যে,যে কেউ এই রাস্তাকে মরণফাদ বলে আখ্যা দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক বছর যাবৎ এই একই স্থানে এমনটি হয়ে আসছে। ভুক্তভোগী গ্রামবাসীরা জানান যে, প্রায় দুই সপ্তাহ যাবৎ রাস্তাটির এমন নাযুক অবস্থা হয়ে আছে। দেখার মত যেন কেউ নেই। এহেনঅবস্থার জন্য দায়ী করেন একই গ্রামের মজিবর মাতুব্বর এর বাড়ির বৃষ্টির সকল পানি আর বাড়ির প্রাচীরের নিচ দিয়ে পানি নিষ্কাশন হবার কারণে রাস্তাটির এই পরিস্থিতি দেখা দেয়। স্থানীয় চেয়ারম্যান মোঃ শাজাহান মিয়া নিজেও এই সত্যতা নিশ্চিত করেন। এছাড়া,ঐ এলাকার শতাধিক ছাত্র-ছাত্রী গভীর অনুতাপের সাথে প্রতিবেদকের কাছে জানান আমরা বিদ্যালয় পৌঁছতে প্রায় দুই কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয়। এতে আমাদের বিদ্যালয়ের অর্ধ বার্ষিক পরীক্ষায় যথাসময়ে পৌঁছাতে বিলম্ব হয়।
ঢাকা
,
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :










ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা নয় যেন মরণ ফাঁদ
-
রুদ্রকন্ঠ ডেস্ক :
- আপডেট সময় ১০:২৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- 42
জনপ্রিয় সংবাদ