ঢাকা , শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আমরা দেশ ও জাতির প্রয়োজন মেটাতে রাজনীতি করছি: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, বর্তমান সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এটি বারবার প্রমাণ হয়েছে। যে কটি সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন হয়েছে, সাধারণ মানুষের ধারণা কোনো নির্বাচনই সঠিকভাবে হয়নি। ইচ্ছাকৃতভাবে ইভিএম ব্যবহারে নির্বাচনের স্বচ্ছতা নষ্ট করা হচ্ছে।

তিনি বলেন, অনেকে অভিযোগ করেছেন ইভিএমে কারচুপি করা হচ্ছে, বাইরে থেকে লোক এনে বুথের মধ্যে বসিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন এজেন্সির লোকজন ব্যবহার করে নির্বাচনে মানুষের মাঝে ভীতি সৃষ্টি করা হচ্ছে। সরকারি দলের লোকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছে, তাদের কেন্দ্রে পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না। সরকার সমর্থকরা নিজস্ব লোকজন এনে ভোট দেওয়ার ব্যবস্থা করছে।

শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ের মিলনায়তনে জাতীয় সাংস্কৃতিক পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় জিএম কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা এখনো নির্বাচনে আছি। কারণ আমরা কথা দিয়েছিলাম জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত সব নির্বাচনে আমরা অংশ নেব। এতে আমরা আমাদের শক্তি-সামর্থ্য মূল্যায়ন করতে পারছি। অপরদিকে দেশবাসী দেখতে পারছে দেশের নির্বাচনব্যবস্থা কেমন। আমরা নির্বাচনে অংশ নিচ্ছি বলেই ভোটাররা বলতে পারে, আমরা ভোটকেন্দ্রে গিয়েও ভোট দিতে পারিনি। সাধারণ মানুষ বলতে পারছে, ভোটের ফলাফল গণমানুষের প্রত্যাশা অনুযায়ী হয়নি।

জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদের এমপি এতে সভাপতিত্ব করেন। জাতীয় সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ সভা পরিচালনা করেন।

সভায় জিএম কাদের বলেন, আমরা দেশ ও জাতির প্রয়োজন মেটাতে রাজনীতি করছি। দেশ ও জাতির প্রয়োজন একটি জবাবদিহিমূলক সরকার। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করা সম্ভব। জবাবদিহিমূলক সরকার না হলে টেকসই এবং জনমুখী উন্নয়ন হয় না। দুর্নীতি, লুটপাট ও টাকা পাচার বন্ধ করা সম্ভব হয় না। তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতেই আমরা রাজনীতি করছি।

এ সময় বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, মোস্তফা আল মাহমুদ। জাতীয় সাংস্কৃতিক পার্টির নেতাদের মধ্যে বক্তব্য দেন- নুরুন্নাহার বেগম, খন্দকার দেলোয়ার জালালী, নাজিম উদ্দিন ভূঁইয়া, পেয়ারুল হক হিমেল, মনিকা আলম, মো. ফজলুল হক বাবু, মো. হাবিবুর রহমান হাবিব, বাবুল আহমেদ, রাজীব কান্তি গুহ, বাউল আক্কাস, আব্দুল হান্নান, ওমর ফারুক সুজন, ফয়েজ মুন্না, মোতাহার হোসেন, সিদ্দিকী শাহীন, চম্পা মন্ডল, সুশান্ত সূত্র ধর প্রমুখ।

 

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নিতাইগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

আমরা দেশ ও জাতির প্রয়োজন মেটাতে রাজনীতি করছি: জিএম কাদের

আপডেট সময় ০৪:৪২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, বর্তমান সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এটি বারবার প্রমাণ হয়েছে। যে কটি সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন হয়েছে, সাধারণ মানুষের ধারণা কোনো নির্বাচনই সঠিকভাবে হয়নি। ইচ্ছাকৃতভাবে ইভিএম ব্যবহারে নির্বাচনের স্বচ্ছতা নষ্ট করা হচ্ছে।

তিনি বলেন, অনেকে অভিযোগ করেছেন ইভিএমে কারচুপি করা হচ্ছে, বাইরে থেকে লোক এনে বুথের মধ্যে বসিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন এজেন্সির লোকজন ব্যবহার করে নির্বাচনে মানুষের মাঝে ভীতি সৃষ্টি করা হচ্ছে। সরকারি দলের লোকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছে, তাদের কেন্দ্রে পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না। সরকার সমর্থকরা নিজস্ব লোকজন এনে ভোট দেওয়ার ব্যবস্থা করছে।

শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ের মিলনায়তনে জাতীয় সাংস্কৃতিক পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় জিএম কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা এখনো নির্বাচনে আছি। কারণ আমরা কথা দিয়েছিলাম জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত সব নির্বাচনে আমরা অংশ নেব। এতে আমরা আমাদের শক্তি-সামর্থ্য মূল্যায়ন করতে পারছি। অপরদিকে দেশবাসী দেখতে পারছে দেশের নির্বাচনব্যবস্থা কেমন। আমরা নির্বাচনে অংশ নিচ্ছি বলেই ভোটাররা বলতে পারে, আমরা ভোটকেন্দ্রে গিয়েও ভোট দিতে পারিনি। সাধারণ মানুষ বলতে পারছে, ভোটের ফলাফল গণমানুষের প্রত্যাশা অনুযায়ী হয়নি।

জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদের এমপি এতে সভাপতিত্ব করেন। জাতীয় সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ সভা পরিচালনা করেন।

সভায় জিএম কাদের বলেন, আমরা দেশ ও জাতির প্রয়োজন মেটাতে রাজনীতি করছি। দেশ ও জাতির প্রয়োজন একটি জবাবদিহিমূলক সরকার। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করা সম্ভব। জবাবদিহিমূলক সরকার না হলে টেকসই এবং জনমুখী উন্নয়ন হয় না। দুর্নীতি, লুটপাট ও টাকা পাচার বন্ধ করা সম্ভব হয় না। তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতেই আমরা রাজনীতি করছি।

এ সময় বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, মোস্তফা আল মাহমুদ। জাতীয় সাংস্কৃতিক পার্টির নেতাদের মধ্যে বক্তব্য দেন- নুরুন্নাহার বেগম, খন্দকার দেলোয়ার জালালী, নাজিম উদ্দিন ভূঁইয়া, পেয়ারুল হক হিমেল, মনিকা আলম, মো. ফজলুল হক বাবু, মো. হাবিবুর রহমান হাবিব, বাবুল আহমেদ, রাজীব কান্তি গুহ, বাউল আক্কাস, আব্দুল হান্নান, ওমর ফারুক সুজন, ফয়েজ মুন্না, মোতাহার হোসেন, সিদ্দিকী শাহীন, চম্পা মন্ডল, সুশান্ত সূত্র ধর প্রমুখ।