নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঝুটবোঝাই চলন্ত ট্রাকে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
শনিবার (১৯ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে মিজমিজি-জালকুড়ি-নারায়ণগঞ্জ সড়কের জালকুড়ি অংশে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ট্রাকচালকের নাম ও পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ঝুটবোঝাই ট্রাক মিজমিজি-জালকুড়ি-নারায়ণগঞ্জ সড়কের জালকুড়ি ছিদরত আলী স্কুলসংলগ্নে পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। পরবর্তীতে ট্রাকে লাগা আগুন থেকে ট্রাকটির পেছনে থাকা অন্য আরেকটি মাইক্রোবাসে লেগে যায়। এতে মাইক্রোবাসটিরও একপাশ পুড়ে যায়। পরে আত্মরক্ষার্থে ট্রাকের চালক সড়কের পাশের একটি খালি জায়গায় ট্রাক নামিয়ে দেন। এতে ট্রাকচালক আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আর আহত ট্রাকচালককে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাতে ঝুটবোঝাই একটি চলন্ত ট্রাকে আগুন লাগে। এ সময় ট্রাকচালক ট্রাকটি পাশের একটি খালি স্থানে নামিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় ট্রাকের চালক আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর সড়কে চলার সময় ট্রাকের পেছনের আগুন থেকে একটি মাইক্রোবাসের এক অংশ পুড়ে যায়। চলন্ত ট্রাকে আগুন লাগার কারণ তদন্ত শেষে বলা সম্ভব হবে। ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয়ে ট্রাক ও ঝুটের মালিক বলতে পারবেন। তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।’