ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জ জেলার সকল শহীদ পরিবারে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৩টায় জেলা পরিষদের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের সন্তানেরা যারা নতুন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন তাদেরকে উপলক্ষ্য করে যত অনুষ্ঠানই করি না কেনো সেগুলো খুবই নগণ্য। যারা তার সন্তান হারিয়েছেন, যে মা তার সন্তান হারিয়েছে, যে ভাই তার বোন হারিয়েছে, যে বোন তার ভাই হারিয়েছে; আমরা যত অনুষ্ঠান বা আয়োজন করি না কেনো কোনদিন কোনভাবেই তাদের মন জয় করতে পারবেনা। আমরা প্রত্যাশা করি তারা যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এ আন্দোলন করেছিলো, দেশ গড়ার যে স্বপ্ন তারা বুকে ধারণ করেছিলো সেই দেশ গড়তে পারলে তাদের ত্যাগ স্বার্থক হবে। আমরা আপনাদের সকলকে নিয়ে সেই বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার চেষ্টা করবো। সকল শহীদ পরিবারের পাশে আমরা আছি এবং যেসকল বিষয় উপস্থাপিত হয়েছে সেগুলো দ্রুত বাস্তবায়ন করার চেষ্টা করবো। সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সাংবাদিক ভাইদের অক্লান্ত প্রচেষ্টার ফলে আমাদের কার্যক্রমগুলো জনসম্মুখে উত্থাপিত হয়। প্রচন্ড রোদ আর ঝড়-বৃষ্টি উপেক্ষা করে তারা সমাজের সকল বিষয়গুলো তুলে ধরেন।বক্তব্য শেষে উপস্থিত অতিথিবৃন্দ শহীদ পরিবারের সদস্যদের হাতে দুই লক্ষ টাকার চেক তুলে দেন।শহীদ সজল, শহীদ সোলাইমান ও শহীদফারহান ফাইয়াজ সহ অন্যান্য শহীদ পরিবারের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার উপ-পরিচালক ডাঃ মোঃ মনিরুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান, সহকারী পুলিশ সুপার ইব্রাহিম হায়দার, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা জামায়াতের আমীর মাইনুদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলনের তরিকুল সুজন, নিরব রায়হান সহ প্রমুখ।
ঢাকা
,
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :










সকলকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার চেষ্টা করবো – ডিসি জাহিদুল ইসলাম
-
রুদ্রকন্ঠ ডেস্ক :
- আপডেট সময় ০৯:৫৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
- 10
জনপ্রিয় সংবাদ