বন্দর প্রতিনিধি: উন্নত মানের চিকিৎসা সেবায় আস্থার প্রতীক হিসেবে এই প্রথম মনোরম পরিবেশে বন্দরের মদনপুর স্পেশালাইজ্ড হসপিটাল লিঃ এর শুভ উদ্বোধন
১৪ এপ্রিল সোমবার দুপুর ৩টায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ফুলহরে আব্দুল মজিদ টাওয়ারে অনারম্বর পরিবেশে ফিতা কেটে এবং মিলাদ ও দোয়ার মাধ্যমে উক্ত হাসপাতাল শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।
সভাপতিত্ব করেন মদনপুর স্পেশালাইজড হসপিটাল লি. ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ আজমল খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিশু কিশোর ও নবজাতক রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক (শিশু বিভাগ) ডাঃ এম. করিম, মেডিসিন, ডায়াবেটিস, লিভার এবং পরিপাকতন্ত্র রোগ বিশেষজ্ঞ ডাঃ রাজ দত্ত, গাইনী বিশেষজ্ঞ ও সার্জন বন্ধ্যাত্ব, গাইনী ক্যান্সার রোগে বিশেষ অভিজ্ঞ ডাঃ তাহমিনা খাঁন, সমাজ সেবক বারেক মেম্বার, কাশেম সাহেব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গন উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন মধুপুর পির সাহেব আল্লামা আব্দুল হামিদ
অনুষ্ঠান পরিচালনা করেন, আব্দুর রহিম সাহেব ও জেনারেল ম্যানেজার মোঃ মাহবুব মল্লিক।