ঢাকা , শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সড়কে বেড়েছে যাত্রীর চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

উত্তরবঙ্গের ২৩ জেলার মানুষের প্রবেশ মুখ চন্দ্রা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় যানজট না হলেও গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। তবে ভাড়া কয়েকগুণ বাড়তি আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা।

সরেজমিন ঘুরে যাত্রী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারি ছুটি ও কিছু কারখানা ছুটি ঘোষণা করায় বুধবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি ও যাত্রীদের চাপ বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি চাপ বেড়েছে ওই মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়।

চন্দ্রা ত্রিমোড় দিয়ে উত্তরবঙ্গের ২৩টি জেলার যানবাহন চলাচল করে। যার কারণে এ ত্রিমোড়কে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। সকাল থেকেই যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। পর্যাপ্ত পরিমাণ বাস না পেয়ে ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহন ঝুঁকি নিয়ে নাড়ির টানে বাড়ি ছুটছেন ঘরমুখো মানুষ। এ সুযোগে পরিবহণ শ্রমিকরাও অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে যাত্রীদের অভিযাগ রয়েছে।

এছাড়াও অতিরিক্ত দাবদাহের কারণে ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন ঘরমুখো মানুষ। সবচেয়ে বেশি কষ্টে আর ঝুঁকিতে আছেন শিশু ও বৃদ্ধরা। এদিকে এখনো নিষিদ্ধ অটোরিকশা মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে। অটোরিকশা চালকরা বলছেন, আমরাও অসহায়। অন্য কোনো কাজ করতে পারি না। এ কারণে বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে অটোরিকশা চালাই। এছাড়াও পুলিশকে মাসোহারা ও সরকারকে জরিমানা দিয়েই মহাসড়কে অটোরিকশা চালাচ্ছেন বলেও জানান চালকরা।

দুপুরে এ মহাসড়ক পরিদর্শন করেছেন অতিরিক্ত আইজিপি ও হাইওয়ে পুলিশের প্রধান শাহাবুদ্দিন খান। এ সময় উপস্থিত ছিলেন- হাইওয়ে পুলিশের ডিআইজি মাহফুজুর রহমান, গাজীপুর পুলিশ সুপার কাজী শফিকুল আলম, হাইওয়ে গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার মুস্তাফিজুর রহমানসহ জেলা, ডিবি, থানা ও হাইওয়ে পুলিশ সদস্যরা।

মহাসড়ক পরিদর্শন শেষে চন্দ্রা ত্রিমোড়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত আইজিপি ও হাইওয়ে পুলিশের প্রধান বলেন, মহাসড়ক ও সড়কগুলোর বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেখানে গুরুত্বটা বাড়িয়ে দেওয়া হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কঠোর অবস্থান রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

যাত্রীদের সর্তক করে তিনি বলেন, বিভিন্ন মলমপার্টি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হতে পারে। এমন শঙ্কায় সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

বেশি ভাড়া আদায়ের বিষয়ে তিনি বলেন, পর্যাপ্ত পরিমাণ হাইওয়ে, জেলা ও থানা পুলিশ রয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে সুনির্দিষ্ট কারো বিরুদ্ধে অভিযোগ পেলে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সড়কে বেড়েছে যাত্রীর চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

আপডেট সময় ০৪:৩৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

উত্তরবঙ্গের ২৩ জেলার মানুষের প্রবেশ মুখ চন্দ্রা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় যানজট না হলেও গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। তবে ভাড়া কয়েকগুণ বাড়তি আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা।

সরেজমিন ঘুরে যাত্রী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারি ছুটি ও কিছু কারখানা ছুটি ঘোষণা করায় বুধবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি ও যাত্রীদের চাপ বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি চাপ বেড়েছে ওই মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়।

চন্দ্রা ত্রিমোড় দিয়ে উত্তরবঙ্গের ২৩টি জেলার যানবাহন চলাচল করে। যার কারণে এ ত্রিমোড়কে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। সকাল থেকেই যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। পর্যাপ্ত পরিমাণ বাস না পেয়ে ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহন ঝুঁকি নিয়ে নাড়ির টানে বাড়ি ছুটছেন ঘরমুখো মানুষ। এ সুযোগে পরিবহণ শ্রমিকরাও অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে যাত্রীদের অভিযাগ রয়েছে।

এছাড়াও অতিরিক্ত দাবদাহের কারণে ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন ঘরমুখো মানুষ। সবচেয়ে বেশি কষ্টে আর ঝুঁকিতে আছেন শিশু ও বৃদ্ধরা। এদিকে এখনো নিষিদ্ধ অটোরিকশা মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে। অটোরিকশা চালকরা বলছেন, আমরাও অসহায়। অন্য কোনো কাজ করতে পারি না। এ কারণে বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে অটোরিকশা চালাই। এছাড়াও পুলিশকে মাসোহারা ও সরকারকে জরিমানা দিয়েই মহাসড়কে অটোরিকশা চালাচ্ছেন বলেও জানান চালকরা।

দুপুরে এ মহাসড়ক পরিদর্শন করেছেন অতিরিক্ত আইজিপি ও হাইওয়ে পুলিশের প্রধান শাহাবুদ্দিন খান। এ সময় উপস্থিত ছিলেন- হাইওয়ে পুলিশের ডিআইজি মাহফুজুর রহমান, গাজীপুর পুলিশ সুপার কাজী শফিকুল আলম, হাইওয়ে গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার মুস্তাফিজুর রহমানসহ জেলা, ডিবি, থানা ও হাইওয়ে পুলিশ সদস্যরা।

মহাসড়ক পরিদর্শন শেষে চন্দ্রা ত্রিমোড়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত আইজিপি ও হাইওয়ে পুলিশের প্রধান বলেন, মহাসড়ক ও সড়কগুলোর বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেখানে গুরুত্বটা বাড়িয়ে দেওয়া হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কঠোর অবস্থান রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

যাত্রীদের সর্তক করে তিনি বলেন, বিভিন্ন মলমপার্টি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হতে পারে। এমন শঙ্কায় সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

বেশি ভাড়া আদায়ের বিষয়ে তিনি বলেন, পর্যাপ্ত পরিমাণ হাইওয়ে, জেলা ও থানা পুলিশ রয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে সুনির্দিষ্ট কারো বিরুদ্ধে অভিযোগ পেলে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।