সোনিয়া দেওয়ান প্রীতি : শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ২১শে ফেব্রুয়ারি(শুক্রবার) সকাল ৯টায় মহানগর যুবদল নেতা মো. লোকমান গাজীর নেতৃত্বে একটি সুসজ্জিত র্যালী নিয়ে ৫ শতাধিক নেতাকর্মী শহীদ মিনারে এসে পুস্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ জসিম বেপারী, সাবেক জেলা ছাত্রদল নেতা শাহাদাত হোসেন মিলন, শেখ মোহাম্মদ রায়হান, মোঃ হেদায়েতুল্লাহ, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোঃ মোস্তফা কামাল এবং নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবু সহ অন্যান্য নেতাকর্মীরা।
এর আগে সকাল পৌনে ৯টার দিকে শহরের ইসদাইর অক্টোঅফিস থেকে নেতাকর্মীদের নিয়ে বেরিয়ে সরকারি তোলারাম ও মহিলা কলেজ হয়ে চাষাঢ়া এসে প্রভাত ফেরীতে যোগ দেন যুবদল নেতা মো. লোকমান গাজীর নজরকারা এই র্যালী।
এসময় শহীদ জিয়াউর রহমানের স্মরণে নেতাকর্মীদের একের পর এক স্লোগানে মুখরিত হয়ে উঠে চাষাঢ়া ও আশপাশের এলাকা।
র্যালীটি চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এলে লোকমান গাজীর নেতৃত্বে নেতাকর্মীরা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।