ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিপক্ষে খেলতে চায় বাংলাদেশ Logo অভিশাপের কথা বললেন জয়, চমক চাইলেন ফাঁসি Logo মিজোরামে আশ্রয় নিয়েছেন ২ হাজার ২১৭ বাংলাদেশি শরণার্থী Logo ক্ষোভে ফুঁসছে মাগুরাবাসী, ধর্ষকের বাড়ি গুঁড়িয়ে দিলো জনতা Logo আগের দামে ফিরেছে রোজায় বেড়ে যাওয়া মাছ-মাংস Logo বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল, রমজানের দ্বিতীয় জুমার নামাজ আদায় Logo ধর্ষণের শিকার আছিয়া মৃত্যুর প্রতিবাদে নারায়ণগঞ্জে কাফন মিছিল Logo ওসমান পরিবারের ঘনিষ্ঠ ও ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান গ্রেপ্তার Logo এবারো কোরআনে পাখিদের নিয়ে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের ইফতারে মিলন মেলা Logo ১৫ মার্চ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

হাসিনার ফাঁদে আমরা যেন পা না দেই: ফখরুল

‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান শুরু করায় অন্তর্বর্তীকালীন সরকারকে সাদুবাদ জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অপেক্ষামান সাংবাদিকদের প্রশ্রের জবাবে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, এতোদিনে পরে একটা বোধদয় হয়েছে। এজন্য তাদেরকে (অন্তর্বতীকালীন সরকার) ধন্যবাদ জানাচ্ছি।

এদিন বিকাল ৫টায় অ্যামিরাইট এয়ারলাইন্সে ফ্লাইটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশে ফেরেন। গত ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে তারা ওয়াশিংটন যান। পরদিন লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান তার বাবার প্রতিনিধি হিসেবে এই অনুষ্ঠানে অংশ নিতে ওয়াশিংটন পৌঁছান।

ফখরুল বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে উখাত করেছে। কিন্তু দুর্ভাগ্যে বিষয় হচ্ছে, হাসিনা ষড়যন্ত্র করছে। তার পাতা ফাঁদে আমরা যেন পা না দেই। আজকে দেশে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার চক্রান্ত করা হচ্ছে। আজকে আমাদেরকে সাবধনতার সঙ্গে পা ফেলতে হবে, আমাদেরকে ধীরে ধীরে এগুতে হবে। একটা অন্ধকারকে দূর করতে আরেক অন্ধকারকে দিয়ে যাওয়া যায় না, তাকে আলো দিয়ে অন্ধকার দূর করতে হয়। সেই আলোকবর্তিকা নিয়ে আমাদের সামনের দিকে এগুতে হবে।

তিনি বলেন, এজন্য আমি সকলের কাছে আহ্বান জানাতে চাই, সকলে একযোগে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, দেশের স্থিতিশীলতা রক্ষা করার জন্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য কাজ অব্যাহত রাখতে হবে।

বিএনপি মহাসচিব জানান, যুক্তরাষ্ট্রে তাদের সফর সফল হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ এর এই অনুষ্ঠান হয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউজে।

গত ১১ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে মার্কিন কংগ্রেসের আয়োজিত ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ কমিটি চিঠি দিয়ে তাদেরকে আমন্ত্রণ জানায়।

মির্জা ফখরুল বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) লন্ডনে ভালো আছেন। তার চিকিৎসা চলছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিপক্ষে খেলতে চায় বাংলাদেশ

হাসিনার ফাঁদে আমরা যেন পা না দেই: ফখরুল

আপডেট সময় ১০:৩৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান শুরু করায় অন্তর্বর্তীকালীন সরকারকে সাদুবাদ জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অপেক্ষামান সাংবাদিকদের প্রশ্রের জবাবে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, এতোদিনে পরে একটা বোধদয় হয়েছে। এজন্য তাদেরকে (অন্তর্বতীকালীন সরকার) ধন্যবাদ জানাচ্ছি।

এদিন বিকাল ৫টায় অ্যামিরাইট এয়ারলাইন্সে ফ্লাইটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশে ফেরেন। গত ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে তারা ওয়াশিংটন যান। পরদিন লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান তার বাবার প্রতিনিধি হিসেবে এই অনুষ্ঠানে অংশ নিতে ওয়াশিংটন পৌঁছান।

ফখরুল বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে উখাত করেছে। কিন্তু দুর্ভাগ্যে বিষয় হচ্ছে, হাসিনা ষড়যন্ত্র করছে। তার পাতা ফাঁদে আমরা যেন পা না দেই। আজকে দেশে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার চক্রান্ত করা হচ্ছে। আজকে আমাদেরকে সাবধনতার সঙ্গে পা ফেলতে হবে, আমাদেরকে ধীরে ধীরে এগুতে হবে। একটা অন্ধকারকে দূর করতে আরেক অন্ধকারকে দিয়ে যাওয়া যায় না, তাকে আলো দিয়ে অন্ধকার দূর করতে হয়। সেই আলোকবর্তিকা নিয়ে আমাদের সামনের দিকে এগুতে হবে।

তিনি বলেন, এজন্য আমি সকলের কাছে আহ্বান জানাতে চাই, সকলে একযোগে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, দেশের স্থিতিশীলতা রক্ষা করার জন্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য কাজ অব্যাহত রাখতে হবে।

বিএনপি মহাসচিব জানান, যুক্তরাষ্ট্রে তাদের সফর সফল হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ এর এই অনুষ্ঠান হয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউজে।

গত ১১ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে মার্কিন কংগ্রেসের আয়োজিত ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ কমিটি চিঠি দিয়ে তাদেরকে আমন্ত্রণ জানায়।

মির্জা ফখরুল বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) লন্ডনে ভালো আছেন। তার চিকিৎসা চলছে।