ঢাকা , শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনে পুনরায় জয়ের আশা মেয়র রফিকুল ইসলাম রফিকের; ইভিএমে ২৬ জুন ভোট গ্রহণ

আগামী ২৬ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার মেয়র, সংরক্ষিত মহিলা সদস্য ও কাউন্সিলর নির্বাচনের ভোট গ্রহণ। এরআগে গত ২১ মে মঙ্গলবার তফসিল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ। এ পৌরসভায় ৩০ মে মনোনয়ন জমার শেষ দিনে বর্তমান মেয়র রফিকুল ইসলাম রফিকও পুনরায় মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। এ সময় বিগত দিনের নাগরিক সেবাদান ও কাঞ্চন পৌর অঞ্চল রাস্তাঘাট,ড্রেন কালভার্টসহ ব্যাপক উন্নয়নে ভূমিকা রাখায় পুনরায় বিজয়ী হওয়ায় আশা করেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি জনতার মেয়র ছিলাম,জনতাই আমাকে তাদের ভালোবাসা দিবেন, সুষ্ঠু ভোট হলে পুনরায় মেয়র হবো-ইনশাআল্লাহ।

তার প্রতিদ্বন্দ্বীতায় আলোচনায় রয়েছে দেওয়ান আবুল বাশার বাদশা।

সূত্রমতে,ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র রিটার্নিং এ ৩০ মে জমাদান শেষে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাই হবে ২ জুন। ৩ থেকে ৫ জুন পর্যন্ত মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। ৬ থেকে ৮ জুন আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুন। ১০ জুন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবশেষে ২৬ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ইভিএম এর মাধ্যমে কাঞ্চন পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনে পুনরায় জয়ের আশা মেয়র রফিকুল ইসলাম রফিকের; ইভিএমে ২৬ জুন ভোট গ্রহণ

আপডেট সময় ০৪:৫৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪

আগামী ২৬ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার মেয়র, সংরক্ষিত মহিলা সদস্য ও কাউন্সিলর নির্বাচনের ভোট গ্রহণ। এরআগে গত ২১ মে মঙ্গলবার তফসিল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ। এ পৌরসভায় ৩০ মে মনোনয়ন জমার শেষ দিনে বর্তমান মেয়র রফিকুল ইসলাম রফিকও পুনরায় মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। এ সময় বিগত দিনের নাগরিক সেবাদান ও কাঞ্চন পৌর অঞ্চল রাস্তাঘাট,ড্রেন কালভার্টসহ ব্যাপক উন্নয়নে ভূমিকা রাখায় পুনরায় বিজয়ী হওয়ায় আশা করেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি জনতার মেয়র ছিলাম,জনতাই আমাকে তাদের ভালোবাসা দিবেন, সুষ্ঠু ভোট হলে পুনরায় মেয়র হবো-ইনশাআল্লাহ।

তার প্রতিদ্বন্দ্বীতায় আলোচনায় রয়েছে দেওয়ান আবুল বাশার বাদশা।

সূত্রমতে,ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র রিটার্নিং এ ৩০ মে জমাদান শেষে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাই হবে ২ জুন। ৩ থেকে ৫ জুন পর্যন্ত মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। ৬ থেকে ৮ জুন আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুন। ১০ জুন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবশেষে ২৬ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ইভিএম এর মাধ্যমে কাঞ্চন পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।