নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ঘোষিত রাষ্ট্রীয় কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বারদী মাঠে বারদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনে মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বারদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন। সমাবেশে বক্তব্য রাখেন,
সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন,
সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু,সহসভাপতি মো. রফিকুল ইসলাম,
তাজুল ইসলাম সরকার, বি এম ডালিম
সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়া,সাধারণ সম্পাদক মোতালেব হোসেন,নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব,
জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান,উপজেলা বিএনপি নেতা আলী আজগর, মো. মনিরুজ্জামান, সেলিম হোসেন দিপু,ডা. মিজানুর রহমান,বারদী ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল হালিম ও আব্দুর করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন,বিএনপির কঠিন সময়ে আমি নেতাকর্মীদের পাশে ছিলাম। তাই দল আমাকে মূল্যায়ন করেছে। এই মূল্যায়ন সোনারগাঁবাসীর প্রতি আস্থার প্রতিফলন। ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে পাশে থাকব। সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের ঐক্যবদ্ধ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জ-৩ আসন আমরা জনগণকে উপহার দিতে চাই।”সমাবেশে বক্তারা ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
ঢাকা
,
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির কঠিন সময়ে আমি নেতাকর্মীদের পাশে ছিলাম তাই দল আমাকে মূল্যায়ন করেছে বললেন আজহারুল ইসলাম মান্নান
-
রুদ্রকন্ঠ ডেস্ক : - আপডেট সময় ০৮:৩৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- 8
জনপ্রিয় সংবাদ



















