ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে মোটরসাইকেল পার করবে ফেরি

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে আগামী ১৮ এপ্রিল শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে ফেরিতে মোটরসাইকেল পারাপারের সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি। এই নৌপথে প্রতিদিন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুটি ফেরিতে মোটরসাইকেল পারাপার করা হবে।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ‘শনিবার সকালে বিআইডব্লিউটিসির পরিচালক আশিকুজাম্মান ফেরিঘাট ও নৌপথের চ্যানেল পরিদর্শন করে ১৮ এপ্রিল থেকে ফেরি চলাচলের কথা জানিয়েছেন। ফেরি চলাচলের জন্য চ্যানেলের নাব্যতা সংকট নিরসন করা হয়েছে।’

জামাল হোসেন আরও বলেন, ‘ঈদুল ফিতরকে কেন্দ্র করে মোট ২টি ফেরিতে মোটরসাইকেল পারাপার করা হবে। মোটরসাইকেলের চাপ বাড়লে ফেরির সংখ্যা আরও বাড়ানো হবে। ফেরিতে মোটরসাইকেল পারাপারে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।’

বিআইডাব্লিউটিসির পরিচালক আশিকুজাম্মান বলেন, ‘ইতোমধ্যে ফেরিঘাট ও নৌপথের চ্যানেল পরিদর্শন করেছি। আশা করছি, আগামী ১৮ এপ্রিল থেকে এ পথে ফেরি চলাচল করাতে পারবে।’

তিনি আরও বলেন, ‘দক্ষিণাঞ্চলের ২১ জেলার অধিকাংশ মানুষ ঢাকামুখী। তারা যেন মোটরসাইকেলে ঢাকা থেকে বাড়ি যেতে পারেন সেই লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এদিকে, নিরাপত্তার কারণে দীর্ঘদিন বন্ধ থাকলেও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরি চলাচলের অনুমতি দিয়েছে সেতু কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার প্রকল্প পরিচালক শফিকুল ইসলামের স্বাক্ষরিত পত্রে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, গত বছরের ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। পরের দিন সকালে যান চলাচলের জন্য খুলে দিলে ওই দিন বিকেলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই জন নিহত হন।

পরবর্তীতে এক নোটিশে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়। গত বছরের ৩০ জুন সর্বশেষ শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে ফেরিযোগে মোটরসাইকেল পারাপার করা হয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে মোটরসাইকেল পার করবে ফেরি

আপডেট সময় ০৪:৩২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে আগামী ১৮ এপ্রিল শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে ফেরিতে মোটরসাইকেল পারাপারের সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি। এই নৌপথে প্রতিদিন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুটি ফেরিতে মোটরসাইকেল পারাপার করা হবে।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ‘শনিবার সকালে বিআইডব্লিউটিসির পরিচালক আশিকুজাম্মান ফেরিঘাট ও নৌপথের চ্যানেল পরিদর্শন করে ১৮ এপ্রিল থেকে ফেরি চলাচলের কথা জানিয়েছেন। ফেরি চলাচলের জন্য চ্যানেলের নাব্যতা সংকট নিরসন করা হয়েছে।’

জামাল হোসেন আরও বলেন, ‘ঈদুল ফিতরকে কেন্দ্র করে মোট ২টি ফেরিতে মোটরসাইকেল পারাপার করা হবে। মোটরসাইকেলের চাপ বাড়লে ফেরির সংখ্যা আরও বাড়ানো হবে। ফেরিতে মোটরসাইকেল পারাপারে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।’

বিআইডাব্লিউটিসির পরিচালক আশিকুজাম্মান বলেন, ‘ইতোমধ্যে ফেরিঘাট ও নৌপথের চ্যানেল পরিদর্শন করেছি। আশা করছি, আগামী ১৮ এপ্রিল থেকে এ পথে ফেরি চলাচল করাতে পারবে।’

তিনি আরও বলেন, ‘দক্ষিণাঞ্চলের ২১ জেলার অধিকাংশ মানুষ ঢাকামুখী। তারা যেন মোটরসাইকেলে ঢাকা থেকে বাড়ি যেতে পারেন সেই লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এদিকে, নিরাপত্তার কারণে দীর্ঘদিন বন্ধ থাকলেও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরি চলাচলের অনুমতি দিয়েছে সেতু কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার প্রকল্প পরিচালক শফিকুল ইসলামের স্বাক্ষরিত পত্রে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, গত বছরের ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। পরের দিন সকালে যান চলাচলের জন্য খুলে দিলে ওই দিন বিকেলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই জন নিহত হন।

পরবর্তীতে এক নোটিশে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়। গত বছরের ৩০ জুন সর্বশেষ শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে ফেরিযোগে মোটরসাইকেল পারাপার করা হয়।