নারায়ণগঞ্জের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় হেলথ রিসোর্ট হাসপাতালে ভুল চিকিৎসায় মো. পারভেজ নামে ৪০ বছরের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। সে গলাচিপা এলাকার মৃত ইসমাঈল মিঞার পুত্র। শনিবার রাতে এ ঘটনার পর রোগীর স্বজনরা হেলথ রিসোর্টের সামনে অ্যাম্বুলেন্স থামিয়ে প্রতিবাদ জানিয়েছে।
স্বজনদের অভিযোগে জানা যায়, গত ১৬ জুলাই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হেলথ রিসোর্ট হাসপাতালে পারভেজকে ভর্তি করা হয়। পরবর্তিতে ডা. সঞ্জয় কুমার সাহার তত্তবধায়নে তার চিকিৎসা শুরু হয়। পরে ১৯ জুলাই রোগীর অবস্থা আরো খারাপ হয়ে গেলে ওই সময় শনিবার রাত সাড়ে ৯ টায় রোগীকে একটি ইনজেকশন পুশ করে হাসপাতালে দায়িত্বরতরা। এরপরই রোগীর অবস্থা আরো অবনতি ঘটলে কিছুক্ষণ পর ঢাকা মেডিক্যালে যাওয়ার জন্য বলা হয়। সেসময় হাসপাতাল থেকে বের হলেই পথিমধ্যে অ্যাম্বুলেন্সেই রোগীর নিশ্বাস নেয়া বন্ধ হয়ে যায়। তারপর নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরতরা মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর রাত ৩টা পর্যন্ত অ্যাম্বুলেন্স নিয়ে স্বজনরা হেলথ রিসোর্ট হাসপাতালে অবস্থান নেয়। তখন কোনো কর্তৃপক্ষ ভুক্তভোগীদের সাথে কথা বলতে রাজি হননি। এরপর বিষয়টি সদর থানা পুলিশকে অবগত করলে ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিনের নির্দেশে উপ পরিদর্শক দেলোয়ার ঘটনাস্থলে এসে হাসপাতালটির কর্তৃপক্ষের কাছে ডা. সঞ্জয় কুমার সাহার সাথে আলোচনা করার জন্য চেষ্টা করে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগীতা না পাওয়ায় সকালে বিষয়টি নিয়ে বসার জন্য সময় দেন।
এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন, যেহেতু চিকিৎসক সঞ্জয় কুমার সাহার তত্তাবধানে ছিলেন। তিনি বিষয়টি ভালো বলতে পারবেন। তবে ওই মুহুর্তে তার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।