ঢাকা , শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রণ দূর করতে নিজের ‘থুতু’ ব্যবহার করেন তামান্না Logo নিষেধাজ্ঞা থেকে ফিরেই মুশফিকের রেকর্ড ভাঙলেন জিম্বাবুয়ের তারকা Logo ভারত থেকে পণ্য নেওয়া বন্ধ করল অ্যামাজন-ওয়ালমার্টসহ বৈশ্বিক ব্র্যান্ডগুলো Logo রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসবে ঐকমত্য কমিশন Logo চাঁদাবাজি নয়, ভিডিও ধারণ করার কারণে খুন হন সাংবাদিক তুহিন Logo না’গঞ্জে বিএনপির দুই নেতা চাঁদাবাজির অভিযোগে কারাগারে Logo বন্দরে বকেয়া বেতনের দাবিতে স্টিল মিল শ্রমিকদের মহাসড়ক অবরোধ Logo বন্দরে রোটর স্পিলিং মিলে অগ্নিকাণ্ড Logo বন্দরে বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দিল সন্তান Logo গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বন্দর উপজেলা প্রেসক্লাব

৩৬৫ কোটি টাকার ম্যাচে বেলিংহ্যামদের মুখোমুখি হামজা

জুনের শুরুতে বাংলাদেশের মাটিতে অভিষেক হামজা চৌধুরীর। তার আগে তার দল শেফিল্ড ইউনাইটেডের হয়ে বড় এক ম্যাচ খেলতে হচ্ছে তাকে। আজ লন্ডনের ওয়েম্বলিতে চ্যাম্পিয়নশিপ প্লে–অফের ফাইনালে সান্ডারল্যান্ডের মুখোমুখি হবে দলটা। এই ম্যাচ থেকে সম্ভাব্য অর্থলাভের অঙ্কটা অনেক বড়, ৩৬৫ কোটি টাকা। তাই লড়াইটার দামও বেড়ে যাচ্ছে পাল্লা দিয়ে।

তবে টাকার চেয়ে বড় বিষয় হচ্ছে এই ম্যাচ জিতলে প্রিমিয়ার লিগ খেলার হাতছানি। এই ম্যাচ জিতলেই এক মৌসুম বাদে আবারও প্রিমিয়ার লিগে পা রাখবে শেফিল্ড ইউনাইটেড। সেক্ষেত্রে হামজাকেও আবার দেখা যেতে পারে প্রিমিয়ার লিগে।

শেফিল্ড এক মৌসুম আগেই প্রিমিয়ার লিগে খেলেছে। তবে টেকেনি দলটা। ওদিকে সান্ডারল্যান্ড সেই ২০১৭ সালে সবশেষ খেলেছে বিশ্বের সবচেয়ে দামি এই লিগে। ফলে দুই দলই যে প্রিমিয়ার লিগে যাওয়ার মরিয়া চেষ্টাটাই করবে, তা বলাই বাহুল্য।

এই ম্যাচ জিতলে বড় অঙ্কের অর্থযোগের হাতছানি এর গুরুত্বটা অনেকগুণে বাড়িয়ে দিচ্ছে। অর্থ বিষয়ক প্রতিষ্ঠান ডেলয়েট ২০২০ সালে জানায়, চ্যাম্পিয়নশিপ প্লে–অফ ফাইনালে জিতলেই একটা দল সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ থেকে উপরি আয় করতে পারে ১৬.৭ থেকে ৩২.৮ কোটি ডলার। সেটা কোভিডকালের পর মূল্যস্ফীতির বাজারে যে আরও বেড়েছে, তা নিশ্চয়ই আর বলে দিতে হয় না!

তবে এই ম্যাচের গুরুত্ব বাংলাদেশিদের কাছে বেশি, কারণ ম্যাচে আছে হামজা চৌধুরীর উপস্থিতি। বাংলাদেশি এই মিডফিল্ডার মাঝমৌসুমে শেফিল্ডে যোগ দিয়ে খেলছেন বেশ ভালো। দলকে একটা বড় সময় চ্যাম্পিয়নশিপের শীর্ষে রাখাতেও বড় অবদান ছিল তার।

কিন্তু শেষ দিকে এসে পা হড়কে সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সুযোগ হারায় শেফিল্ড। এবার প্লে অফের ফাইনালে নিশ্চয়ই সে সুযোগ হারাতে চাইবে না দলটা। এদিকে প্রিমিয়ার লিগে খেলার দুয়ারে থাকা আরেক দল সান্ডারল্যান্ড অনেক কষ্টেসৃষ্টে শীর্ষ ছয় নিশ্চিত করে প্লে অফের টিকিট কাটে। ফলে তারাও এত কষ্টের পর প্রিমিয়ার লিগে খেলতে চাইবে যে করেই হোক, তা নিশ্চিত।

সান্ডারল্যান্ড দলে একটা নাম আপনার পরিচিত ঠেকতে পারে, তিনি বেলিংহ্যাম। না, জুড বেলিংহ্যাম নন, তার ভাই জোবে বেলিংহ্যাম খেলেন দলটিতে। আজ রাত ৮টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে আপনার নজর রাখার আরও একটা কারণও তৈরি হয়ে গেল নিশ্চয়ই!

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ব্রণ দূর করতে নিজের ‘থুতু’ ব্যবহার করেন তামান্না

৩৬৫ কোটি টাকার ম্যাচে বেলিংহ্যামদের মুখোমুখি হামজা

আপডেট সময় ১২:১৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

জুনের শুরুতে বাংলাদেশের মাটিতে অভিষেক হামজা চৌধুরীর। তার আগে তার দল শেফিল্ড ইউনাইটেডের হয়ে বড় এক ম্যাচ খেলতে হচ্ছে তাকে। আজ লন্ডনের ওয়েম্বলিতে চ্যাম্পিয়নশিপ প্লে–অফের ফাইনালে সান্ডারল্যান্ডের মুখোমুখি হবে দলটা। এই ম্যাচ থেকে সম্ভাব্য অর্থলাভের অঙ্কটা অনেক বড়, ৩৬৫ কোটি টাকা। তাই লড়াইটার দামও বেড়ে যাচ্ছে পাল্লা দিয়ে।

তবে টাকার চেয়ে বড় বিষয় হচ্ছে এই ম্যাচ জিতলে প্রিমিয়ার লিগ খেলার হাতছানি। এই ম্যাচ জিতলেই এক মৌসুম বাদে আবারও প্রিমিয়ার লিগে পা রাখবে শেফিল্ড ইউনাইটেড। সেক্ষেত্রে হামজাকেও আবার দেখা যেতে পারে প্রিমিয়ার লিগে।

শেফিল্ড এক মৌসুম আগেই প্রিমিয়ার লিগে খেলেছে। তবে টেকেনি দলটা। ওদিকে সান্ডারল্যান্ড সেই ২০১৭ সালে সবশেষ খেলেছে বিশ্বের সবচেয়ে দামি এই লিগে। ফলে দুই দলই যে প্রিমিয়ার লিগে যাওয়ার মরিয়া চেষ্টাটাই করবে, তা বলাই বাহুল্য।

এই ম্যাচ জিতলে বড় অঙ্কের অর্থযোগের হাতছানি এর গুরুত্বটা অনেকগুণে বাড়িয়ে দিচ্ছে। অর্থ বিষয়ক প্রতিষ্ঠান ডেলয়েট ২০২০ সালে জানায়, চ্যাম্পিয়নশিপ প্লে–অফ ফাইনালে জিতলেই একটা দল সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ থেকে উপরি আয় করতে পারে ১৬.৭ থেকে ৩২.৮ কোটি ডলার। সেটা কোভিডকালের পর মূল্যস্ফীতির বাজারে যে আরও বেড়েছে, তা নিশ্চয়ই আর বলে দিতে হয় না!

তবে এই ম্যাচের গুরুত্ব বাংলাদেশিদের কাছে বেশি, কারণ ম্যাচে আছে হামজা চৌধুরীর উপস্থিতি। বাংলাদেশি এই মিডফিল্ডার মাঝমৌসুমে শেফিল্ডে যোগ দিয়ে খেলছেন বেশ ভালো। দলকে একটা বড় সময় চ্যাম্পিয়নশিপের শীর্ষে রাখাতেও বড় অবদান ছিল তার।

কিন্তু শেষ দিকে এসে পা হড়কে সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সুযোগ হারায় শেফিল্ড। এবার প্লে অফের ফাইনালে নিশ্চয়ই সে সুযোগ হারাতে চাইবে না দলটা। এদিকে প্রিমিয়ার লিগে খেলার দুয়ারে থাকা আরেক দল সান্ডারল্যান্ড অনেক কষ্টেসৃষ্টে শীর্ষ ছয় নিশ্চিত করে প্লে অফের টিকিট কাটে। ফলে তারাও এত কষ্টের পর প্রিমিয়ার লিগে খেলতে চাইবে যে করেই হোক, তা নিশ্চিত।

সান্ডারল্যান্ড দলে একটা নাম আপনার পরিচিত ঠেকতে পারে, তিনি বেলিংহ্যাম। না, জুড বেলিংহ্যাম নন, তার ভাই জোবে বেলিংহ্যাম খেলেন দলটিতে। আজ রাত ৮টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে আপনার নজর রাখার আরও একটা কারণও তৈরি হয়ে গেল নিশ্চয়ই!