ঢাকা , শনিবার, ১৭ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বুবলীর ‘পুলসিরাত’ হয়ে গেল ‘সরদার বাড়ির খেলা’ Logo মেসিকে যেভাবে লাল কার্ড থেকে বাঁচিয়েছেন প্রতিপক্ষ কোচ Logo ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান Logo গভীর রাতে ৭৫০ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবি-জনতার বাধায় পিছু হটল বিএসএফ Logo দাবি বাস্তবায়নের নতুন কেন্দ্র হবে কাকরাইল মোড় : রইছ উদ্দিন Logo সাম্য হত্যার জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও Logo পাস‌পোর্ট অ‌ফি‌সে দালাল চ‌ক্রের ঠাই হবে না : নব নিযুক্ত উপ-প‌রিচালক শামীম Logo কাঁচপুর জমিজমা সক্রান্ত দ্বন্দ্বে মামা-ভাগিনা সংঘর্ষ, অবশেষে থানায় পাল্টাপাল্টি অভিযোগ Logo ফরাজিকান্দায় আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা পুলিশি বাধায় কাজ বন্ধ Logo আরব আমিরাতের উদ্দেশে তামিম-রিশাদরা

মেসিকে যেভাবে লাল কার্ড থেকে বাঁচিয়েছেন প্রতিপক্ষ কোচ

একে তো চলতি মৌসুমে শিরোপার দৌড় থেকে পিছিয়ে, তার ওপর চলমান ম্যাচেও কঠিন পরিস্থিতি। উত্তেজনায় ঠাসা এক ম্যাচে প্রতিপক্ষ ফুটবলার ও রেফারির ওপর চড়াও হয়েছিলেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। রেফারির ওপর বারবার ক্ষোভ প্রকাশ করেই ক্ষান্ত হলেন না, ম্যাচ শেষে করমর্দনের সময়ও রীতিমতো রাগে ফুঁসছিলেন। যে কারণে লাল কার্ডও পেতে পারতেন মেসি। সেই যাত্রায় তাকে বাঁচিয়ে দিয়েছেন প্রতিপক্ষ দলের কোচ!

 

গতকাল দিবাগত রাতে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ইন্টার মায়ামি মুখোমুখি হয়েছিল সান হোজে আর্থকোয়েকসের। রোমাঞ্চকর এই ম্যাচে মেসি কোনো গোল পাননি। সেভাবে ছন্দময়ও দেখা যায়নি তাকে। বারবার মেজাজ হারিয়েছেন মাঠে। এ ছাড়া ৩-৩ সমতা নিয়ে পয়েন্ট ভাগাভাগি করতে হয়ে মায়ামিকে। যা এমএলএসের পয়েন্ট টেবিলে তাদের আরও নিচে নামিয়ে দিয়েছে।

 

ম্যাচের একেবারে শেষদিকে যোগ করা সময়ের খেলা চলছিল। তখন প্রতিপক্ষ সান হোজের বক্সের সামনে মেসিকে ফাউল করা হয়। কিন্তু রেফারি সেটিকে ফাউল না ধরায় ক্ষিপ্ত আলবিসেলেস্তে অধিনায়ক রেফারির সঙ্গে ছুটে গিয়ে উত্তেজিত ভাষায় কথা বলতে থাকেন। শেষ বাঁশি বাজানোর পরও আরেকবার রেফারির সঙ্গে বিতণ্ডায় জড়ান মেসি। ফলে তাকে হলুদ কার্ড দেখতে হয় ওই সময়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

বুবলীর ‘পুলসিরাত’ হয়ে গেল ‘সরদার বাড়ির খেলা’

মেসিকে যেভাবে লাল কার্ড থেকে বাঁচিয়েছেন প্রতিপক্ষ কোচ

আপডেট সময় ০৪:০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

একে তো চলতি মৌসুমে শিরোপার দৌড় থেকে পিছিয়ে, তার ওপর চলমান ম্যাচেও কঠিন পরিস্থিতি। উত্তেজনায় ঠাসা এক ম্যাচে প্রতিপক্ষ ফুটবলার ও রেফারির ওপর চড়াও হয়েছিলেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। রেফারির ওপর বারবার ক্ষোভ প্রকাশ করেই ক্ষান্ত হলেন না, ম্যাচ শেষে করমর্দনের সময়ও রীতিমতো রাগে ফুঁসছিলেন। যে কারণে লাল কার্ডও পেতে পারতেন মেসি। সেই যাত্রায় তাকে বাঁচিয়ে দিয়েছেন প্রতিপক্ষ দলের কোচ!

 

গতকাল দিবাগত রাতে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ইন্টার মায়ামি মুখোমুখি হয়েছিল সান হোজে আর্থকোয়েকসের। রোমাঞ্চকর এই ম্যাচে মেসি কোনো গোল পাননি। সেভাবে ছন্দময়ও দেখা যায়নি তাকে। বারবার মেজাজ হারিয়েছেন মাঠে। এ ছাড়া ৩-৩ সমতা নিয়ে পয়েন্ট ভাগাভাগি করতে হয়ে মায়ামিকে। যা এমএলএসের পয়েন্ট টেবিলে তাদের আরও নিচে নামিয়ে দিয়েছে।

 

ম্যাচের একেবারে শেষদিকে যোগ করা সময়ের খেলা চলছিল। তখন প্রতিপক্ষ সান হোজের বক্সের সামনে মেসিকে ফাউল করা হয়। কিন্তু রেফারি সেটিকে ফাউল না ধরায় ক্ষিপ্ত আলবিসেলেস্তে অধিনায়ক রেফারির সঙ্গে ছুটে গিয়ে উত্তেজিত ভাষায় কথা বলতে থাকেন। শেষ বাঁশি বাজানোর পরও আরেকবার রেফারির সঙ্গে বিতণ্ডায় জড়ান মেসি। ফলে তাকে হলুদ কার্ড দেখতে হয় ওই সময়।