ঢাকা , বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ‘ডাবল টাইমিং’ অভিযোগে অবাক অহনা, প্রশ্ন তুললেন শামীমকে নিয়ে Logo প্লে-অফের আগে ব্যাঙ্গালুরু দলে বড় ধাক্কা, স্কোয়াডে রদবদল Logo ভারতের গর্বের ৫টি যুদ্ধবিমান এখন কেবল ছাই আর ধ্বংসস্তূপ: শেহবাজ Logo দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ Logo রূপগঞ্জে কাস্টমস কর্মকর্তা পরিচয়ে ছিনতাই হওয়া ৬০ ড্রাম তেল উদ্ধার, গ্রেপ্তার ৩ Logo সোনারগাঁয়ে কিশোরী ধর্ষণ চেষ্টায় যুবক গ্রেপ্তার Logo ফতুল্লার মুসলিমনগরে পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা, দূর্ভোগ চরমে Logo আড়াইহাজারে স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন Logo ভিক্টোরিয়া হাসপাতালে নবজাতকদের জন্য আইসিইউ ইউনিটের উদ্বোধন Logo WSFC (2০২৫-২৬) বর্ষের ২০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা সভাপতি আশরাফুল আলম রিয়াজ মহাসচিব রেজাউল ইসলাম লাকি

প্লে-অফের আগে ব্যাঙ্গালুরু দলে বড় ধাক্কা, স্কোয়াডে রদবদল

ভক্ত, নামী মুখ কিংবা জৌলুশ নিয়ে তুলনা নেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। আইপিএলের মাঠে প্রায় সবদিক থেকেই শীর্ষে থাকা নামটা ব্যাঙ্গালুরু। কিন্তু শিরোপার প্রশ্নে অনেকটাই পিছিয়ে আছে তারা। ১৭ আসর পেরিয়ে গেলেও শিরোপা পায়নি তারা। যদিও ১৮তম আসরে এখন পর্যন্ত দলটা আছে দারুণ ছন্দে।

এখন পর্যন্ত ১১ ম্যাচে ৮ জয়ে টেবিলের দুই নম্বর স্থানে আছে ব্যাঙ্গালুরু। বলতে গেলে প্লে-অফ প্রায় নিশ্চিত করেই রেখেছে। পুরো স্কোয়াডই নিজেদের মেলে ধরেছে দারুণভাবে। কিন্তু সবকিছু যখন অনুকূলে, তখনই যেন ধাক্কা খেল ব্যাঙ্গালুরু। ইনজুরির কারণে নির্ভরযোগ্য ব্যাটার দেবদূত পাডিকালকে বাকি মৌসুমের জন্য হারাতে হচ্ছে তাদের।

হ্যামস্ট্রিংয়ে ইনজুরি নিয়ে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন পাডিকাল। টিম ডিরেক্টর মো বোবাত বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যাঙ্গালুরুর টপ অর্ডারের অন্যতম বড় ভরসা ছিলেন পাডিকাল। এই মৌসুমের পারফরম্যান্সও ছিল চোখে পড়ার মতোই। ১০ ম্যাচে দুই অর্ধশতক ও দেড়শর বেশি স্ট্রাইক রেটে ২৪৭ রান করেছেন তিনি। বিরাট কোহলি আর ফিল সল্টের ওপেনিং জুটি ব্যর্থ হলে পাডিকালেই ছিল নির্ভরতা। কিন্তু প্লে-অফের ঠিক আগে তার ছিটকে যাওয়া ব্যাঙ্গালুরুকে খানিক ভোগাতেই পারে।

পাডিকালের বদলি হিসেবে আরও এক অভিজ্ঞ নামকেই দলে নিয়েছে ব্যাঙ্গালুরু। একসময়ের আরসিবি তারকা মায়াঙ্ক আগরওয়াল ফের যুক্ত হয়েছেন এই দলে। এ জন্য ব্যাঙ্গালুরুকে খরচ করতে হয়েছে ১ কোটি রুপি। বাকি মৌসুম আগরওয়ালকেই দেখা যেতে পারে পাডিকালের রেখে যাওয়া টপঅর্ডার ভূমিকায়।
আইপিএলে বেশ পরিচিত এক নাম মায়াঙ্ক আগারওয়াল। খেলেছেন ১২৭ ম্যাচ। তাতে ২৬৬১ রান করেছেন। আছে একটি সেঞ্চুরি এবং ১৩টি অর্ধশত রানের ইনিংস।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

‘ডাবল টাইমিং’ অভিযোগে অবাক অহনা, প্রশ্ন তুললেন শামীমকে নিয়ে

প্লে-অফের আগে ব্যাঙ্গালুরু দলে বড় ধাক্কা, স্কোয়াডে রদবদল

আপডেট সময় ১১:৩৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

ভক্ত, নামী মুখ কিংবা জৌলুশ নিয়ে তুলনা নেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। আইপিএলের মাঠে প্রায় সবদিক থেকেই শীর্ষে থাকা নামটা ব্যাঙ্গালুরু। কিন্তু শিরোপার প্রশ্নে অনেকটাই পিছিয়ে আছে তারা। ১৭ আসর পেরিয়ে গেলেও শিরোপা পায়নি তারা। যদিও ১৮তম আসরে এখন পর্যন্ত দলটা আছে দারুণ ছন্দে।

এখন পর্যন্ত ১১ ম্যাচে ৮ জয়ে টেবিলের দুই নম্বর স্থানে আছে ব্যাঙ্গালুরু। বলতে গেলে প্লে-অফ প্রায় নিশ্চিত করেই রেখেছে। পুরো স্কোয়াডই নিজেদের মেলে ধরেছে দারুণভাবে। কিন্তু সবকিছু যখন অনুকূলে, তখনই যেন ধাক্কা খেল ব্যাঙ্গালুরু। ইনজুরির কারণে নির্ভরযোগ্য ব্যাটার দেবদূত পাডিকালকে বাকি মৌসুমের জন্য হারাতে হচ্ছে তাদের।

হ্যামস্ট্রিংয়ে ইনজুরি নিয়ে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন পাডিকাল। টিম ডিরেক্টর মো বোবাত বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যাঙ্গালুরুর টপ অর্ডারের অন্যতম বড় ভরসা ছিলেন পাডিকাল। এই মৌসুমের পারফরম্যান্সও ছিল চোখে পড়ার মতোই। ১০ ম্যাচে দুই অর্ধশতক ও দেড়শর বেশি স্ট্রাইক রেটে ২৪৭ রান করেছেন তিনি। বিরাট কোহলি আর ফিল সল্টের ওপেনিং জুটি ব্যর্থ হলে পাডিকালেই ছিল নির্ভরতা। কিন্তু প্লে-অফের ঠিক আগে তার ছিটকে যাওয়া ব্যাঙ্গালুরুকে খানিক ভোগাতেই পারে।

পাডিকালের বদলি হিসেবে আরও এক অভিজ্ঞ নামকেই দলে নিয়েছে ব্যাঙ্গালুরু। একসময়ের আরসিবি তারকা মায়াঙ্ক আগরওয়াল ফের যুক্ত হয়েছেন এই দলে। এ জন্য ব্যাঙ্গালুরুকে খরচ করতে হয়েছে ১ কোটি রুপি। বাকি মৌসুম আগরওয়ালকেই দেখা যেতে পারে পাডিকালের রেখে যাওয়া টপঅর্ডার ভূমিকায়।
আইপিএলে বেশ পরিচিত এক নাম মায়াঙ্ক আগারওয়াল। খেলেছেন ১২৭ ম্যাচ। তাতে ২৬৬১ রান করেছেন। আছে একটি সেঞ্চুরি এবং ১৩টি অর্ধশত রানের ইনিংস।