সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশের সর্ব দক্ষিণ জেলার ভোলা সেতু, মেডিকেল, ভোলা জেলায় গ্যাস সংযোগের দাবিতে গতকাল সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ বাংলা ব্যাংকের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে এক র্যালিতে ভোলা জেলার কৃতি সন্তানরা অংশগ্রহণ করেন। সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ড ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক ও ভোলা জেলার কৃতি সন্তান জামাল হোসেন মানববন্ধনে অংশগ্রহণ করে তিন দফা দাবি বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার নিকট জোরালো দাবি পেশ করেন। তিনি বলেন, ভোলা জেলাবাসীর গ্যাস ভোলা জেলা বাসিকে আগে দিতে হবে তা না হলে বাংলাদেশের কোথাও ভোলা জেলার গ্যাস পাবেনা। ভোলা জেলা বাসিকে উন্নয়ন থেকে বঞ্চিত রেখে ভোলা জেলার সম্পদ সরকার অন্যত্র ব্যবহার করছেন। ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন না হলে ভোলা জেলা বাসি সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। ভোলার ইলিশ সারা বিশ্বে রপ্তানি হচ্ছে। বাংলাদেশ সরকার বৈদেশিক মুদ্রা অর্জন করে সারাদেশের উন্নয়ন করছে কিন্তু ভোলাবাসীর কোন উন্নয়নের ছোঁয়া পায়নি। ভোলা জেলা বাসীর সাথে সংহতি প্রকাশ করে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল মানববন্ধনে অংশগ্রহণ করেন। তিনি বলেন, ভোলা জেলায় স্বাধীনতার পর থেকে অনেক এমপি মন্ত্রী ভোলা বাঁসির ভোটে নির্বাচিত হয়েছেন। কিন্তু তারা ভোলা জেলার জন্য কোন উন্নয়ন করেননি। ভোলাবাসী অবহেলিত, তারা আধুনিক চিকিৎসা থেকে বঞ্চিত, ভোলা সেতু না থাকায় শিল্প কারখানা গড়ে উঠেনি, ভোলার মানুষ কর্মসংস্থানের অভাবে বিভিন্ন জেলায় কাজ করছে। ভোলা বাসির যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য অন্তবর্তী কালীন সরকার নিকট আবেদন করছি। ইনসাবের সিদ্ধির গঞ্জ থানা কমিটির সভাপতি সারফেদ আলী ও নির্মাণ শ্রমিক নেতা মোহাম্মদ আলী এবং ঢাকা নারায়ণগঞ্জ জেলায় বসবাসকারী ভোলা বাঁসি মানববন্ধনে অংশগ্রহণ করে তিন দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোরালো দাবী জানান।
ঢাকা
,
রবিবার, ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :










সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে : তিন দফা দাবিতে ভোলা বাসীর মানববন্ধন ও সমাবেশ
-
রুদ্রকন্ঠ ডেস্ক :
- আপডেট সময় ১০:৪৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- 7

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:0facing:0; hw-remosaic: 0; touch: (0.8635417, 0.8635417); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 124.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
জনপ্রিয় সংবাদ