ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে পালানোর সময় সাবেক এমপির দুই সহযোগীসহ আটক ৩

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালানোর সময় নাটোরের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ দুই সহযোগীসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা।

গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান বিজিবি কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান। আটকদের নাটোরের কুখ্যাত সন্ত্রাসী বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জানা যায়, অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার জন্য দৌলতপুর উপজেলার উদয়নগর সীমান্তের আতারপাড়া গ্রামের আকবর আলীর বাড়িতে অবস্থান নেন ওই তিনজন। বিকাল সাড়ে ৪টার দিকে ওই সীমান্তের ৮৪/৫-এস সীমানা পিলারসংলগ্ন স্থান থেকে টহলরত উদয়নগর বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন-নাটোর সদর উপজেলার চক বৈদ্যনাথ গ্রামের আমিনুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (৩৭), একই উপজেলার উত্তর বড়গাছা জোলারপাড়া এলাকার আবদুস সাত্তারের ছেলে রেজাউল ইসলাম (৩০) এবং রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের আনসার সরকারের ছেলে আমিনুল ইসলাম ডাবলু (৪২)। রাশেদুল ও রেজাউল নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহযোগী।

রাশেদুলের নামে হত্যা, নাশকতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। রেজাউলের নামে মাদক, মোটরসাইকেল চুরি, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ছাড়া এদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন নাশকতা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগেও আলাদা মামলা রয়েছে। অপরদিকে আমিনুলের নামে রয়েছে মাদকসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা।

আটকের পর তাদের বিজিবির কুষ্টিয়া সদর দফতরে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ভারতে পালানোর সময় সাবেক এমপির দুই সহযোগীসহ আটক ৩

আপডেট সময় ১০:০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালানোর সময় নাটোরের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ দুই সহযোগীসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা।

গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান বিজিবি কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান। আটকদের নাটোরের কুখ্যাত সন্ত্রাসী বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জানা যায়, অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার জন্য দৌলতপুর উপজেলার উদয়নগর সীমান্তের আতারপাড়া গ্রামের আকবর আলীর বাড়িতে অবস্থান নেন ওই তিনজন। বিকাল সাড়ে ৪টার দিকে ওই সীমান্তের ৮৪/৫-এস সীমানা পিলারসংলগ্ন স্থান থেকে টহলরত উদয়নগর বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন-নাটোর সদর উপজেলার চক বৈদ্যনাথ গ্রামের আমিনুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (৩৭), একই উপজেলার উত্তর বড়গাছা জোলারপাড়া এলাকার আবদুস সাত্তারের ছেলে রেজাউল ইসলাম (৩০) এবং রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের আনসার সরকারের ছেলে আমিনুল ইসলাম ডাবলু (৪২)। রাশেদুল ও রেজাউল নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহযোগী।

রাশেদুলের নামে হত্যা, নাশকতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। রেজাউলের নামে মাদক, মোটরসাইকেল চুরি, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ছাড়া এদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন নাশকতা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগেও আলাদা মামলা রয়েছে। অপরদিকে আমিনুলের নামে রয়েছে মাদকসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা।

আটকের পর তাদের বিজিবির কুষ্টিয়া সদর দফতরে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়।