ঢাকা , রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে জানান কাঠমান্ডুগামী বিমানে বোমা Logo সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের কমিটি গঠন Logo সোনারগাঁ পৌর বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন Logo মাকসুদ চেয়ারম্যানকে বন্দরের মাটিতে নির্বাচন করতে দিবো না : সাখাওয়াত Logo সাংবাদিক জিএম শহীদের অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন রূপগঞ্জ সকল সাংবাদিকবৃন্দ Logo শহরে জেলা নৌ-যান শ্রমিক কর্মচারী দলের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo জুলাই সনদ ও শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করতে হবে – মমিনুল হক সরকার Logo শাসনগাও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল জুতা ও ক্রীড়া সামগ্রী বিতরণ Logo ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা নয় যেন মরণ ফাঁদ Logo সন্ত্রাসের পুনর্বাসন ও ভয়ের সংস্কৃতি রাজনীতি: একটি জাতীয় সংকট

এক সেঞ্চুরিতে একগাদা রেকর্ড অভিষেকের

গেল আইপিএলে খুনে ব্যাটিং দিয়ে নজর কেড়ে নিয়েছিলেন অভিষেক শর্মা। তবে সেঞ্চুরির দেখা মিলছিল না। মিলল গত রাতে পাঞ্জাব কিংসের বিপক্ষে। শনিবার রাতে আইপিএলে নিজের প্রথম সেঞ্চুরির করলেন। আর সেই এক ইনিংসই তাকে বানিয়ে দিল আইপিএলে কোনও ভারতীয় ব্যাটারের করা সবচেয়ে বড় ইনিংসের মালিক। এখানেই কি শেষ? তিনি গড়লেন আরও একগাদা রেকর্ডও!

তার সেঞ্চুরির সুবাদেই হায়দরাবাদে পাঞ্জাব কিংসের দেওয়া ২৪৬ রানের বিশাল লক্ষ্য অনায়াসে ছুঁয়ে ফেলল সানরাইজার্স হায়দরাবাদ। রান তাড়ার দিক দিয়ে এটি আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

এই ম্যাচে অভিষেক শর্মা খেললেন ১৪১ রানের ইনিংস। ছয় আর চারে সাজানো এই ইনিংসেই তৈরি হলো একের পর এক কীর্তি।

এই ইনিংসে অভিষেক ১০টি ছয় মেরেছেন। সানরাইজার্সের হয়ে এক ইনিংসে এর চেয়ে বেশি ছয় কেউ মারতে পারেননি। ১৪টি চার মেরেছেন তিনি, যা আইপিএলে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ।

১৯ বলে তিনি ফিফটি করেন। এটা সানরাইজার্সের পক্ষে তৃতীয় দ্রুততম। এর আগে তিনি আরও দুবার ২০ বলের নিচে ফিফটি করেছিলেন। পুরো ইনিংসটি খেলতে অভিষেক ৪০ বল নেন। আইপিএলে এটা পঞ্চম দ্রুততম সেঞ্চুরি। ভারতীয়দের মধ্যে শুধু ইউসুফ পাঠান আর প্রিয়ানশ আরিয়া তার চেয়ে দ্রুত সেঞ্চুরি করেছেন।

তার সঙ্গে ওপেনিংয়ে নামেন ট্রাভিস হেড। এই দুই ব্যাটার মিলে ১৭১ রানের জুটি গড়েন। এটা সানরাইজার্সের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি।

ম্যাচে দুই দল মিলে পাওয়ারপ্লেতে ১৭২ রান করে। আইপিএলে এটি দ্বিতীয় সর্বোচ্চ পাওয়ারপ্লে মিলিত স্কোর।

শুধু ব্যাটাররাই রেকর্ড গড়েছেন হায়দরাবাদের, বিষয়টা এমন নয়। অভিষেকের সতীর্থ মোহাম্মদ শামি গত রাতে বল করতে নেমে চার ওভারে ৭৫ রান খরচ করেছেন। আইপিএলে এটি দ্বিতীয় সবচেয়ে ব্যয়বহুল স্পেল। এর চেয়ে বেশি রান দিয়েছিলেন শুধু জোফ্রা আর্চার, এই বছরই। সে ম্যাচেও জড়িয়ে আছে হায়দরাবাদের নাম। সে রেকর্ডটা হয়েছিল সানরাইজার্সের বিপক্ষে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে জানান কাঠমান্ডুগামী বিমানে বোমা

এক সেঞ্চুরিতে একগাদা রেকর্ড অভিষেকের

আপডেট সময় ১০:৩২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

গেল আইপিএলে খুনে ব্যাটিং দিয়ে নজর কেড়ে নিয়েছিলেন অভিষেক শর্মা। তবে সেঞ্চুরির দেখা মিলছিল না। মিলল গত রাতে পাঞ্জাব কিংসের বিপক্ষে। শনিবার রাতে আইপিএলে নিজের প্রথম সেঞ্চুরির করলেন। আর সেই এক ইনিংসই তাকে বানিয়ে দিল আইপিএলে কোনও ভারতীয় ব্যাটারের করা সবচেয়ে বড় ইনিংসের মালিক। এখানেই কি শেষ? তিনি গড়লেন আরও একগাদা রেকর্ডও!

তার সেঞ্চুরির সুবাদেই হায়দরাবাদে পাঞ্জাব কিংসের দেওয়া ২৪৬ রানের বিশাল লক্ষ্য অনায়াসে ছুঁয়ে ফেলল সানরাইজার্স হায়দরাবাদ। রান তাড়ার দিক দিয়ে এটি আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

এই ম্যাচে অভিষেক শর্মা খেললেন ১৪১ রানের ইনিংস। ছয় আর চারে সাজানো এই ইনিংসেই তৈরি হলো একের পর এক কীর্তি।

এই ইনিংসে অভিষেক ১০টি ছয় মেরেছেন। সানরাইজার্সের হয়ে এক ইনিংসে এর চেয়ে বেশি ছয় কেউ মারতে পারেননি। ১৪টি চার মেরেছেন তিনি, যা আইপিএলে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ।

১৯ বলে তিনি ফিফটি করেন। এটা সানরাইজার্সের পক্ষে তৃতীয় দ্রুততম। এর আগে তিনি আরও দুবার ২০ বলের নিচে ফিফটি করেছিলেন। পুরো ইনিংসটি খেলতে অভিষেক ৪০ বল নেন। আইপিএলে এটা পঞ্চম দ্রুততম সেঞ্চুরি। ভারতীয়দের মধ্যে শুধু ইউসুফ পাঠান আর প্রিয়ানশ আরিয়া তার চেয়ে দ্রুত সেঞ্চুরি করেছেন।

তার সঙ্গে ওপেনিংয়ে নামেন ট্রাভিস হেড। এই দুই ব্যাটার মিলে ১৭১ রানের জুটি গড়েন। এটা সানরাইজার্সের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি।

ম্যাচে দুই দল মিলে পাওয়ারপ্লেতে ১৭২ রান করে। আইপিএলে এটি দ্বিতীয় সর্বোচ্চ পাওয়ারপ্লে মিলিত স্কোর।

শুধু ব্যাটাররাই রেকর্ড গড়েছেন হায়দরাবাদের, বিষয়টা এমন নয়। অভিষেকের সতীর্থ মোহাম্মদ শামি গত রাতে বল করতে নেমে চার ওভারে ৭৫ রান খরচ করেছেন। আইপিএলে এটি দ্বিতীয় সবচেয়ে ব্যয়বহুল স্পেল। এর চেয়ে বেশি রান দিয়েছিলেন শুধু জোফ্রা আর্চার, এই বছরই। সে ম্যাচেও জড়িয়ে আছে হায়দরাবাদের নাম। সে রেকর্ডটা হয়েছিল সানরাইজার্সের বিপক্ষে।