স্টাফ রিপোর্টার : সারা দেশের মতো নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলাতেও শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা-২০২৫। এ বছর রূপগঞ্জে মোট ১৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এ পরীক্ষা। অংশ নিচ্ছেন ৬ হাজার ১৬৮ জন শিক্ষার্থী।
পরীক্ষার সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে ১৬টি কেন্দ্রে নিয়োজিত রয়েছেন ১৬ জন ট্রেজারি অফিসার এবং সার্বিক মনিটরিংয়ের দায়িত্বে রয়েছেন ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। উপজেলা প্রশাসন, মাধ্যমিক শিক্ষা অফিস এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
বৃহস্পতিবার সকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পরীক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে বিশেষ নজরদারি ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
এদিকে পরীক্ষার্থীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। অনেক পরীক্ষার্থী জানিয়েছেন, এ বছরের পরীক্ষার প্রশ্নপত্র সহজ ছিল এবং তারা সন্তুষ্টির সঙ্গে পরীক্ষা দিয়েছেন। অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রের পরিবেশ নিয়ে।