ঢাকা , রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে জানান কাঠমান্ডুগামী বিমানে বোমা Logo সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের কমিটি গঠন Logo সোনারগাঁ পৌর বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন Logo মাকসুদ চেয়ারম্যানকে বন্দরের মাটিতে নির্বাচন করতে দিবো না : সাখাওয়াত Logo সাংবাদিক জিএম শহীদের অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন রূপগঞ্জ সকল সাংবাদিকবৃন্দ Logo শহরে জেলা নৌ-যান শ্রমিক কর্মচারী দলের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo জুলাই সনদ ও শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করতে হবে – মমিনুল হক সরকার Logo শাসনগাও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল জুতা ও ক্রীড়া সামগ্রী বিতরণ Logo ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা নয় যেন মরণ ফাঁদ Logo সন্ত্রাসের পুনর্বাসন ও ভয়ের সংস্কৃতি রাজনীতি: একটি জাতীয় সংকট

ফের সাকিবকে পেছনে ফেলার সুযোগ তাসকিনের

তাসকিন আহমেদ যেন বড্ড দুর্ভাগা একজন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। ঘরোয়া ক্রিকেটের এই আসরে অভিষেকের পর একবারও চ্যাম্পিয়ন দলের অংশ হতে পারেননি তিনি। প্রতিবারই কোনো না কোনো দুর্বল দলের হয়ে খেলছেন। তবে দল যেমনই হোক, তাসকিন নিজেকে প্রমাণ করে চলছেন প্রতিনিয়ত।

এবারের বিপিএল যেন ব্যাটারদেরই। গত আসরগুলোতে ঢাকার উইকেটে যেখানে রান তুলতে কষ্ট হয়ে যেত, এবার সেখানেও রানবন্যা। চট্টগ্রাম, সিলেট তো আগে থেকেই ব্যাটারদের স্বর্গ। এবারের আসরে বোলাররা তুলোধুনো হচ্ছেন নিয়মিত, তবে ব্যতিক্রম তাসকিন।

তার দল দুর্বার রাজশাহী একদিকে হেরেই চলছে, অন্যদিকে জ্বলজ্বল করছে তাসকিনের নাম। এ পর্যন্ত ৯ ম্যাচে বোলিং করে ১১.৫৫ গড়ে নিয়েছেন ২০ উইকেট। চিটাগং কিংসের বিপক্ষে সোমবার দল বিশাল ব্যবধানে হারলেও দুই উইকেট নেন তাসকিন। চলতি আসরে প্রথম বোলার হিসেবে কুড়ি উইকেট পূর্ণ করেন তিনি। এখন পর্যন্ত তার ধারেকাছেও নেই আর কোনো বোলার।

এই অর্জনে সাকিবকে স্পর্শ করলেও আরেকটি জায়গায় এখনও সবার ওপরে তিনি। বিপিএলে এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড দেশের সর্বকালের সেরা ক্রিকেটারের। ২০১৯ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচ খেলে ২৩ উইকেট নিয়েছিলেন তিনি।

তাসকিনের এবার ২০ উইকেট হয়ে গেছে ৯ ম্যাচে। প্রাথমিক পর্বে আরও তিনটি ম্যাচ বাকি আছে রাজশাহীর। গত ম্যাচ থেকে দলের অধিনায়ক করা হয়েছে তাকে। চোটাঘাত ছোবল না দিলে বাকি তিন ম্যাচেও তিনি খেলবেন নিশ্চিতভাবেই। যে ধরনের ফর্মে তিনি আছেন, সাকিবকে টপকে না গেলেই বরং সেটি হবে বিস্ময়কর।

তার দলের প্লে-অফ খেলার সম্ভাবনা টিকে আছে এখনও। যদি প্লে-অফ খেলতে পারে রাজশাহী, তাসকিনও তা হলে সুযোগ পাবেন রেকর্ড গড়ার কিংবা আরও সমৃদ্ধ করার।

দেশের ক্রিকেটে বলা যায় সাকিব আল হাসানের বিদায়ঘণ্টা বেজে গেছে। রাজনৈতিক টানাপড়েনে সাকিব খেলতে পারছেন না জাতীয় দলের হয়ে, খেলতে পারছেন না দেশের ঘরোয়া ক্রিকেট লিগেও। এমন সময়ে সাকিবকে টপকে যাওয়ার দারুণ একটা সুযোগ তাসকিনের সামনে।

২০১৮-১৯ মৌসুমে ১৫ ম্যাচে ২৩ উইকেট নেন সাকিব আল হাসান। এক আসরে ২২ উইকেট নেওয়া বোলারের তালিকায় আছেন কেভিন কুপার, সাকিব, মাশরাফি বিন মোর্ত্তজা, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। বিপিএলে এক মৌসুমে ২১ উইকেট নিয়েছেন দুজন-২০১৫-১৬ মৌসুমে আবু হায়দার ও ২০১৬-১৭ মৌসুমে ডোয়াইন ব্রাভো।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে জানান কাঠমান্ডুগামী বিমানে বোমা

ফের সাকিবকে পেছনে ফেলার সুযোগ তাসকিনের

আপডেট সময় ১০:৪৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

তাসকিন আহমেদ যেন বড্ড দুর্ভাগা একজন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। ঘরোয়া ক্রিকেটের এই আসরে অভিষেকের পর একবারও চ্যাম্পিয়ন দলের অংশ হতে পারেননি তিনি। প্রতিবারই কোনো না কোনো দুর্বল দলের হয়ে খেলছেন। তবে দল যেমনই হোক, তাসকিন নিজেকে প্রমাণ করে চলছেন প্রতিনিয়ত।

এবারের বিপিএল যেন ব্যাটারদেরই। গত আসরগুলোতে ঢাকার উইকেটে যেখানে রান তুলতে কষ্ট হয়ে যেত, এবার সেখানেও রানবন্যা। চট্টগ্রাম, সিলেট তো আগে থেকেই ব্যাটারদের স্বর্গ। এবারের আসরে বোলাররা তুলোধুনো হচ্ছেন নিয়মিত, তবে ব্যতিক্রম তাসকিন।

তার দল দুর্বার রাজশাহী একদিকে হেরেই চলছে, অন্যদিকে জ্বলজ্বল করছে তাসকিনের নাম। এ পর্যন্ত ৯ ম্যাচে বোলিং করে ১১.৫৫ গড়ে নিয়েছেন ২০ উইকেট। চিটাগং কিংসের বিপক্ষে সোমবার দল বিশাল ব্যবধানে হারলেও দুই উইকেট নেন তাসকিন। চলতি আসরে প্রথম বোলার হিসেবে কুড়ি উইকেট পূর্ণ করেন তিনি। এখন পর্যন্ত তার ধারেকাছেও নেই আর কোনো বোলার।

এই অর্জনে সাকিবকে স্পর্শ করলেও আরেকটি জায়গায় এখনও সবার ওপরে তিনি। বিপিএলে এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড দেশের সর্বকালের সেরা ক্রিকেটারের। ২০১৯ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচ খেলে ২৩ উইকেট নিয়েছিলেন তিনি।

তাসকিনের এবার ২০ উইকেট হয়ে গেছে ৯ ম্যাচে। প্রাথমিক পর্বে আরও তিনটি ম্যাচ বাকি আছে রাজশাহীর। গত ম্যাচ থেকে দলের অধিনায়ক করা হয়েছে তাকে। চোটাঘাত ছোবল না দিলে বাকি তিন ম্যাচেও তিনি খেলবেন নিশ্চিতভাবেই। যে ধরনের ফর্মে তিনি আছেন, সাকিবকে টপকে না গেলেই বরং সেটি হবে বিস্ময়কর।

তার দলের প্লে-অফ খেলার সম্ভাবনা টিকে আছে এখনও। যদি প্লে-অফ খেলতে পারে রাজশাহী, তাসকিনও তা হলে সুযোগ পাবেন রেকর্ড গড়ার কিংবা আরও সমৃদ্ধ করার।

দেশের ক্রিকেটে বলা যায় সাকিব আল হাসানের বিদায়ঘণ্টা বেজে গেছে। রাজনৈতিক টানাপড়েনে সাকিব খেলতে পারছেন না জাতীয় দলের হয়ে, খেলতে পারছেন না দেশের ঘরোয়া ক্রিকেট লিগেও। এমন সময়ে সাকিবকে টপকে যাওয়ার দারুণ একটা সুযোগ তাসকিনের সামনে।

২০১৮-১৯ মৌসুমে ১৫ ম্যাচে ২৩ উইকেট নেন সাকিব আল হাসান। এক আসরে ২২ উইকেট নেওয়া বোলারের তালিকায় আছেন কেভিন কুপার, সাকিব, মাশরাফি বিন মোর্ত্তজা, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। বিপিএলে এক মৌসুমে ২১ উইকেট নিয়েছেন দুজন-২০১৫-১৬ মৌসুমে আবু হায়দার ও ২০১৬-১৭ মৌসুমে ডোয়াইন ব্রাভো।