ঢাকা , বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আবারও সন্তানের মা হলেন গওহর খান Logo বৃষ্টিতে ভেসে গেল তৃতীয় টি-টোয়েন্টি Logo চীনে কিমের স্পর্শ করা জিনিস ঘষে ঘষে পরিষ্কার, কারণ অবাক করার মতো Logo মহেশখালী-মাতারবাড়ীতে নতুন শহরের জন্ম হবে : প্রধান উপদেষ্টা Logo কবি বদরুজ্জামান জামানকে মধ্যমণি করে কাব্যকথা সাহিত্য আড্ডা অনুষ্ঠিত Logo বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেন ১৯৭১সালে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার ঘোষক Logo গাউছিয়া ফুটপাত থেকে নিবাস বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ Logo নবিজীর জন্মদিন পালন নিয়ে বিরোধীতা কারীরা ইসলামে ফেতনার সৃষ্টি করছে- বাহাদুর শাহ Logo ফরিদপুরের খাটরায় সস্তা উন্নয়নের নামে দুর্নীতি! Logo বি এন পির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা – চট্টগ্রাম মহাসড়ক নেতাকর্মীদের ঢল

যুক্তরাষ্ট্রে আবারও একসঙ্গে হবেন মেসি-নেইমার-সুয়ারেজ!

বিখ্যাত এমএসএন জুটি। লিওনেল মেসি, নেইমার ডি সিলভা জুনিয়র এবং লুইস সুয়ারেজ- বার্সেলোনায় যখন এই ত্রয়ী জুটি বেধেছিলো, তখন প্রতিপক্ষ তাদের সামনে খড়-কুটোর মত উড়ে গিয়েছিলো। কিন্তু হঠাৎ করে নেইমার বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেয়ার পর ভেঙে যায় পৃথিবীর সবচেয়ে ধারালো আক্রমণভাগ।

তবে, ২০২১ সালে আবার পিএসজিতে একসঙ্গে হন মেসি এবং নেইমার। সুয়ারেজ থেকে যান বাইরে। ২০২৪ সালে এসে যুক্তরাষ্ট্রের এমএলএস লিগে একসঙ্গে যুক্ত হন মেসি ও সুয়ারেজ। নেইমার থেকে গেলেন বাইরে।

কে না জানে, মেসি নেইমার ও সুয়ারেজের সম্পর্ক কতটা বন্ধুত্বের। সেই বন্ধুত্বের টান আবারও কী এক করে দেবে এই তিনজনের চলার পথ? সে সম্ভাবনা আবার দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রে আবারও একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলতে পারেন মেসি-নেইমার-সুয়ারেজ বা এমএসএন।

৩২ বছর বয়সী নেইমারের সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৫ সালের জুনেই। জোরালো গুঞ্জন রয়েছে, টানা ইনজুরির কারণে খেলতে না পারায় আল হিলাল আর ব্রাজিলিয়ান এই ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়াতে রাজি নয়। তেমনটা হলে, মৌসুম শেষে কী করবেন নেইমার? তিনি কী যুক্তরাষ্ট্রে গিয়ে মেসি-সুয়ারেজের সঙ্গে খেলবেন?

সাবেক দুই সতীর্থের সঙ্গে পূনর্মিলনের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে নেইমার সরাসরি কোনো উত্তর দেননি। শুধু বলেছেন, ‘ফুটবল হলো অনিশ্চয়তার আধার। যে কোনো কিছুই হতে পারে।’
সৌদি আরবে যাওয়ার পর থেকে গোড়ালি এবং হাঁটুর ইনজুরিতে ভুগতে শুরু করেন। এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে থাকার পর গত অক্টোবর-নভেম্বরে ফিরেছিলেন। কিন্তু আবারও ইনজুরিতে পড়ে মাঠের বাইরে রয়েছেন তিনি।

মেসি-সুয়ারেজের সঙ্গে জুটি বাধা নিয়ে সিএনএনকে নেইমার বলেন, ‘মেসি এবং সুয়ারেজের সঙ্গে খেলার সুযোগ পাওয়াটা হবে অবিশ্বাস্য। তারা দু’জন আমার ঘনিষ্ট বন্ধু। এখনও আমরা একে অপরের সঙ্গে কথা বলি। আবারও যদি এই ত্রয়ী একসঙ্গে হতে পারে, তাহলে তা হবে অসাধারণ একটি বিষয়।’

তাহলে কী আল হিলাল ছেড়ে দিচ্ছেন কিংবা আপনি আল হিলালে সুখি নন? নেইমার বলেন, ‘আল হিলালে এবং সৌদি আরবে আমি খুবই ভালো আছি। তবে, কে না জানে, ফুটবল হলো সম্পূর্ণ চমকে ভর্তি।’

নেইমার একই সঙ্গে জানিয়ে রাখলেন, ২০২৬’ই হতে পারে তার শেষ বিশ্বকাপ। যে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায়। নেইমার বলেন, ‘আমি চেষ্টা করবো, ওখানে থাকার। আমি জানি, ওটা হতে পারে আমার শেষ বিশ্বকাপ, আমার শেষ শট এবং বা আমার শেষ সুযোগ। আমি যদি খেলতে পারি, তাহলে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো।’

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

আবারও সন্তানের মা হলেন গওহর খান

যুক্তরাষ্ট্রে আবারও একসঙ্গে হবেন মেসি-নেইমার-সুয়ারেজ!

আপডেট সময় ০৯:৪০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

বিখ্যাত এমএসএন জুটি। লিওনেল মেসি, নেইমার ডি সিলভা জুনিয়র এবং লুইস সুয়ারেজ- বার্সেলোনায় যখন এই ত্রয়ী জুটি বেধেছিলো, তখন প্রতিপক্ষ তাদের সামনে খড়-কুটোর মত উড়ে গিয়েছিলো। কিন্তু হঠাৎ করে নেইমার বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেয়ার পর ভেঙে যায় পৃথিবীর সবচেয়ে ধারালো আক্রমণভাগ।

তবে, ২০২১ সালে আবার পিএসজিতে একসঙ্গে হন মেসি এবং নেইমার। সুয়ারেজ থেকে যান বাইরে। ২০২৪ সালে এসে যুক্তরাষ্ট্রের এমএলএস লিগে একসঙ্গে যুক্ত হন মেসি ও সুয়ারেজ। নেইমার থেকে গেলেন বাইরে।

কে না জানে, মেসি নেইমার ও সুয়ারেজের সম্পর্ক কতটা বন্ধুত্বের। সেই বন্ধুত্বের টান আবারও কী এক করে দেবে এই তিনজনের চলার পথ? সে সম্ভাবনা আবার দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রে আবারও একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলতে পারেন মেসি-নেইমার-সুয়ারেজ বা এমএসএন।

৩২ বছর বয়সী নেইমারের সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৫ সালের জুনেই। জোরালো গুঞ্জন রয়েছে, টানা ইনজুরির কারণে খেলতে না পারায় আল হিলাল আর ব্রাজিলিয়ান এই ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়াতে রাজি নয়। তেমনটা হলে, মৌসুম শেষে কী করবেন নেইমার? তিনি কী যুক্তরাষ্ট্রে গিয়ে মেসি-সুয়ারেজের সঙ্গে খেলবেন?

সাবেক দুই সতীর্থের সঙ্গে পূনর্মিলনের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে নেইমার সরাসরি কোনো উত্তর দেননি। শুধু বলেছেন, ‘ফুটবল হলো অনিশ্চয়তার আধার। যে কোনো কিছুই হতে পারে।’
সৌদি আরবে যাওয়ার পর থেকে গোড়ালি এবং হাঁটুর ইনজুরিতে ভুগতে শুরু করেন। এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে থাকার পর গত অক্টোবর-নভেম্বরে ফিরেছিলেন। কিন্তু আবারও ইনজুরিতে পড়ে মাঠের বাইরে রয়েছেন তিনি।

মেসি-সুয়ারেজের সঙ্গে জুটি বাধা নিয়ে সিএনএনকে নেইমার বলেন, ‘মেসি এবং সুয়ারেজের সঙ্গে খেলার সুযোগ পাওয়াটা হবে অবিশ্বাস্য। তারা দু’জন আমার ঘনিষ্ট বন্ধু। এখনও আমরা একে অপরের সঙ্গে কথা বলি। আবারও যদি এই ত্রয়ী একসঙ্গে হতে পারে, তাহলে তা হবে অসাধারণ একটি বিষয়।’

তাহলে কী আল হিলাল ছেড়ে দিচ্ছেন কিংবা আপনি আল হিলালে সুখি নন? নেইমার বলেন, ‘আল হিলালে এবং সৌদি আরবে আমি খুবই ভালো আছি। তবে, কে না জানে, ফুটবল হলো সম্পূর্ণ চমকে ভর্তি।’

নেইমার একই সঙ্গে জানিয়ে রাখলেন, ২০২৬’ই হতে পারে তার শেষ বিশ্বকাপ। যে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায়। নেইমার বলেন, ‘আমি চেষ্টা করবো, ওখানে থাকার। আমি জানি, ওটা হতে পারে আমার শেষ বিশ্বকাপ, আমার শেষ শট এবং বা আমার শেষ সুযোগ। আমি যদি খেলতে পারি, তাহলে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো।’