ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রূপগঞ্জে অবৈধ বালু ভরাটের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে কৃষি জমি ও বাড়িঘরে বালু ভরাটের প্রতিবাদে ছাত্র সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার ডেমরা-কালীগঞ্জ সড়কের হরিনা নদীর পাড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে রূপগঞ্জ থানার গেইটে অবস্থান নেয়।
বিক্ষোভে অংশ নেয়া মোশারফ হোসেন জানান, রূপগঞ্জ ও হরিনা নদীর পাড় এলাকাবাসীর কৃষি জমি ও বাড়িঘরে জোরপূর্বক ড্রেজারের মাধ্যমে বালু ভরাট করা হচ্ছে। বাঁধা দিলে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। মামলা দিয়ে হয়রানি করারও হুমকি দিচ্ছে। আমরা বাবা-দাদার ভিটেমাটি ছাড়তে চাই না। আমরা জলসিঁড়ি আবাসন প্রকল্পের জন্য হাজার হাজার বিঘা জমি ছেড়ে দিয়েছি। এখন আমাদের বসবাসের জায়গাটুকু ছাড়তে চাই না। আবাসন প্রকল্পের অবৈধ বালু ভরাট বন্ধ করে আগে সীমানা প্রাচীর নির্মাণ করতে হবে। আমরা আবাসন প্রকল্পের সাথে কোনো বিরোধ করতে চাই না। আমরা এলাকায় শান্তি চাই।
শেখ রাসেল স্কুল এন্ড কলেজের ছাত্র মোহসিন মিয়া জানান, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমাদের দাবি যুক্তিযুক্ত। আমরা জান দেবো তবু জমি দেবো না। জলসিঁড়ি আবাসন প্রকল্পের আগে সীমানা প্রাচীর নির্মাণ করে বালু ভরাট করলে এলাকাবাসীর কোনো আপত্তি থাকবে না। এ সময় রূপগঞ্জ ও হরিনা নদীর পাড় এলাকার কয়েক হাজার মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়। এ সময় ডেমরা-কালীগঞ্জ সড়কে অবস্থান নেয়ায় যানজটের সৃষ্টি হয়। দেড় ঘন্টা পর সন্ধ্যা সাড়ে ৫ টায় বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে অবৈধ বালু ভরাটের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ

আপডেট সময় ০৯:৩৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে কৃষি জমি ও বাড়িঘরে বালু ভরাটের প্রতিবাদে ছাত্র সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার ডেমরা-কালীগঞ্জ সড়কের হরিনা নদীর পাড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে রূপগঞ্জ থানার গেইটে অবস্থান নেয়।
বিক্ষোভে অংশ নেয়া মোশারফ হোসেন জানান, রূপগঞ্জ ও হরিনা নদীর পাড় এলাকাবাসীর কৃষি জমি ও বাড়িঘরে জোরপূর্বক ড্রেজারের মাধ্যমে বালু ভরাট করা হচ্ছে। বাঁধা দিলে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। মামলা দিয়ে হয়রানি করারও হুমকি দিচ্ছে। আমরা বাবা-দাদার ভিটেমাটি ছাড়তে চাই না। আমরা জলসিঁড়ি আবাসন প্রকল্পের জন্য হাজার হাজার বিঘা জমি ছেড়ে দিয়েছি। এখন আমাদের বসবাসের জায়গাটুকু ছাড়তে চাই না। আবাসন প্রকল্পের অবৈধ বালু ভরাট বন্ধ করে আগে সীমানা প্রাচীর নির্মাণ করতে হবে। আমরা আবাসন প্রকল্পের সাথে কোনো বিরোধ করতে চাই না। আমরা এলাকায় শান্তি চাই।
শেখ রাসেল স্কুল এন্ড কলেজের ছাত্র মোহসিন মিয়া জানান, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমাদের দাবি যুক্তিযুক্ত। আমরা জান দেবো তবু জমি দেবো না। জলসিঁড়ি আবাসন প্রকল্পের আগে সীমানা প্রাচীর নির্মাণ করে বালু ভরাট করলে এলাকাবাসীর কোনো আপত্তি থাকবে না। এ সময় রূপগঞ্জ ও হরিনা নদীর পাড় এলাকার কয়েক হাজার মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়। এ সময় ডেমরা-কালীগঞ্জ সড়কে অবস্থান নেয়ায় যানজটের সৃষ্টি হয়। দেড় ঘন্টা পর সন্ধ্যা সাড়ে ৫ টায় বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।