বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন বলেছেন, ‘আমি যা বলি তা করি। আমার কাছে যে আসে কাউকে আমি নিরাশ করিনা। আমাকে যখনি ডাকবেন তখনি পাশে পাবেন। জনকল্যাণে কাজ করতে ও একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধশালী সদর ও বন্দর গড়তে সুযোগ দিন। তাই আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই ও সকলের মূল্যবান ভোট চাই’।
মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত বন্দরের লাঙ্গলবন্দ, আমিন আবাসিক এলাকা, সোনাকান্দা ঋষিপাড়া ও ঢাকেশ্বরী এলাকায় আয়োজিত শ্যামা কালী পূজার বিভিন্ন আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত হয়ে মোঃ মাকসুদ হোসেন তিনি এসব কথা বলেন।
এসময় পূজা উদযাপন কমিটি, স্থানীয় অসংখ্য ভক্তবৃন্দ সহ নারী পুরুষদের সাথে মোঃ মাকসুদ হোসেন কুশল বিনিময় করেছেন।



















