ঢাকা , রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ১৪ মাসে চার্জশিট হয়নি একটি মামলারও, ভোগান্তিতে বিচারপ্রার্থীরা Logo ভয়াবহ ‘সুনামি’র কবলে ইসরাইল! Logo ইতিহাস গড়ার প্রস্তুতি যেভাবে নিতে চলেছেন মুশফিক Logo সেই ছবি নিয়ে মুখ খুললেন সামিরা মাহি Logo ইসলাম হতে হবে মদীনার ইসলাম, সেটা জামায়াতে ইসলাম না : মনির হোসাইন কাসেমী Logo মুসুল্লিদের ৬০ বছরের ভোগান্তির অবসান ঘটাচ্ছেন ডিসি জাহিদুল ইসলাম Logo কাদিয়ানী অমুসলিম ঘোষণা দাবিতে ডিআইটিতে গণসমাবেশ অনুষ্ঠিত Logo সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo রূপগঞ্জে ফুটপাত দখলমুক্ত উচ্ছেদ যৌথ অভিযান Logo বন্দরের বিভিন্ন এলাকায় প্রচারণা, গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল

রোনালদো-তোরেস-রেতেগির পেনাল্টি মিস, তবুও জিতল পর্তুগাল-স্পেন-ইতালি

আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা (১৪১) ক্রিশ্চিয়ানো রোনালদো যথারীতি পারফর্ম করে চলেছেন ক্লাব ও জাতীয় দলে। গতকাল (শনিবার) বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তার গোলসংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল। কিন্তু মিস করেছেন পেনাল্টি। অবশ্য রাতটাই ছিল পেনাল্টি মিসের। রোনালদো-তোরেস-রেতেগি-হালান্ড প্রত্যেকেই নিজেদের ম্যাচে সুযোগ হারিয়েছেন। তবুও জিতেছে তাদের দল।

পর্তুগাল বাছাইয়ের ম্যাচ খেলতে নেমেছিল আয়ার‌ল্যান্ডের বিপক্ষে। ম্যাচজুড়ে রোনালদো-ব্রুনো-পেদ্রোরা দাপট দেখালেও তাদের জয়নির্ধারণী গোল পেতে ৯১ মিনিট (যোগ করা সময়) পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। সর্বশেষ নেশন্স লিগের চ্যাম্পিয়নরা ৭০ শতাংশ বল দখলে রেখে ৩০টি শট নেয় আয়ার‌ল্যান্ডের বিপক্ষে। এর মধ্যে ৬টি লক্ষ্যে ছিল। তবে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে রুবেন নেভেস গোল করে ড্র (১-০) থেকে বাঁচিয়েছেন পর্তুগালকে।

পর্তুগিজদের জয়টা আরও সহজ হতে পারত ৭৫ মিনিটে রোনালদো পেনাল্টি মিস না করলে। বাছাইয়ের আগের দুই ম্যাচে তিনি অবশ্য তিন গোল করেছিলেন। এ ছাড়া বিশ্বকাপ বাছাইয়ের প্রথম তিন ম্যাচের সবকটিতেই জিতে ৯ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষস্থান ধরে রাখল পর্তুগাল। একই রাতে জর্জিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে স্পেনের জয় এবং এস্তোনিয়াকে ৩-১ গোলে হারিয়েছে ইতালি।

স্পেনের ম্যাচটিও ছিল একপেশে। জর্জিয়ার বিপক্ষে ৮৩ শতাংশ পজেশনের পাশাপাশি ২৪ শটের ৭টি লক্ষ্যে ছিল তাদের। স্প্যানিশদের পক্ষে একটি গোল করেছেন ইয়েরেমি পিনো ও মিকেল ওয়ারজাবাল। এই ম্যাচেও পেনাল্টি মিসটা করেছেন ফেররান তোরেস। ২৯ মিনিটে স্পটকিকে তিনি গোল করতে ব্যর্থ হন। তবে ২-০ ব্যবধানে জিতে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে স্পেন। ৬ পয়েন্ট নিয়ে তাদের পরেই অবস্থান তুরস্কের।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

১৪ মাসে চার্জশিট হয়নি একটি মামলারও, ভোগান্তিতে বিচারপ্রার্থীরা

রোনালদো-তোরেস-রেতেগির পেনাল্টি মিস, তবুও জিতল পর্তুগাল-স্পেন-ইতালি

আপডেট সময় ১২:২২:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা (১৪১) ক্রিশ্চিয়ানো রোনালদো যথারীতি পারফর্ম করে চলেছেন ক্লাব ও জাতীয় দলে। গতকাল (শনিবার) বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তার গোলসংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল। কিন্তু মিস করেছেন পেনাল্টি। অবশ্য রাতটাই ছিল পেনাল্টি মিসের। রোনালদো-তোরেস-রেতেগি-হালান্ড প্রত্যেকেই নিজেদের ম্যাচে সুযোগ হারিয়েছেন। তবুও জিতেছে তাদের দল।

পর্তুগাল বাছাইয়ের ম্যাচ খেলতে নেমেছিল আয়ার‌ল্যান্ডের বিপক্ষে। ম্যাচজুড়ে রোনালদো-ব্রুনো-পেদ্রোরা দাপট দেখালেও তাদের জয়নির্ধারণী গোল পেতে ৯১ মিনিট (যোগ করা সময়) পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। সর্বশেষ নেশন্স লিগের চ্যাম্পিয়নরা ৭০ শতাংশ বল দখলে রেখে ৩০টি শট নেয় আয়ার‌ল্যান্ডের বিপক্ষে। এর মধ্যে ৬টি লক্ষ্যে ছিল। তবে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে রুবেন নেভেস গোল করে ড্র (১-০) থেকে বাঁচিয়েছেন পর্তুগালকে।

পর্তুগিজদের জয়টা আরও সহজ হতে পারত ৭৫ মিনিটে রোনালদো পেনাল্টি মিস না করলে। বাছাইয়ের আগের দুই ম্যাচে তিনি অবশ্য তিন গোল করেছিলেন। এ ছাড়া বিশ্বকাপ বাছাইয়ের প্রথম তিন ম্যাচের সবকটিতেই জিতে ৯ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষস্থান ধরে রাখল পর্তুগাল। একই রাতে জর্জিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে স্পেনের জয় এবং এস্তোনিয়াকে ৩-১ গোলে হারিয়েছে ইতালি।

স্পেনের ম্যাচটিও ছিল একপেশে। জর্জিয়ার বিপক্ষে ৮৩ শতাংশ পজেশনের পাশাপাশি ২৪ শটের ৭টি লক্ষ্যে ছিল তাদের। স্প্যানিশদের পক্ষে একটি গোল করেছেন ইয়েরেমি পিনো ও মিকেল ওয়ারজাবাল। এই ম্যাচেও পেনাল্টি মিসটা করেছেন ফেররান তোরেস। ২৯ মিনিটে স্পটকিকে তিনি গোল করতে ব্যর্থ হন। তবে ২-০ ব্যবধানে জিতে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে স্পেন। ৬ পয়েন্ট নিয়ে তাদের পরেই অবস্থান তুরস্কের।