ঢাকা , বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যাত্রীবেশে মাদক পাচারকালে সিদ্ধিরগঞ্জে নারীসহ গ্রেপ্তার ২, ইয়াবা উদ্ধার Logo ফতুল্লায় গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে খামারির মৃত্যু Logo বন্দরে ডিবি পুলিশ পরিচয়ে বাড়ি ডাকাতি টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ Logo সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী আলমগীর গংদের আক্রমনের শিকার গণপরিবহন নেতা সবুজ Logo সোনারগাঁয়ে পৃথক অভিযানে ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ Logo ফতুল্লা হাজীগঞ্জ মুলিবাঁশ এলাকায় মোটা অংকের টাকায় একাধিক ডাইংয়ে তিতাসের অবৈধ সংযোগ Logo ড. ইউনূসের সফর বাংলাদেশ-মালয়েশিয়ার সম্পর্ক আরও জোরদার করবে Logo তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, ধসে পড়েছে বহু ভবন Logo সিদ্ধিরগঞ্জ বিএনপির চাঁদাবাজ দুই নেতা বহিস্কার Logo বন্দরে ৩০ লাখ টাকা ছিনতাই, ৩ ছিনতাইকারী আটক

কষ্টের ফেরিওয়ালা বই দ্বারা সর্ব মহলে সুখ্যাতি অর্জন করেন কবি এস. এ. বিপ্লব

মোঃ ওয়ারদে রহমান: সাহিত্যের চারন ভূমিতে লেখা লিখতে বীজ রোপন করে চলছেন উদীয়মান প্রতিভাবান তরুণ লেখক এস. এ. বিপ্লব। তিনি সাহিত্য অঙ্গণের পাশাপাশী একজন আইনজীবী হিসেবে অনেকের কাছে সুপরিচিত মুখ। তার পরিপূর্ণ নাম হলো সাজারুল আহাম্মেদ বিপ্লব (আকাশ)।

তিনি রূপগঞ্জ থানাধীন নগর পাড়া গ্রামে ১৯৮৯ সালে জন্মগ্রহণ করেছেন। তার পিতা মৃত মুনসুর আলী ও মাতা মৃত আম্বিয়া বেগম। পরিবারে ছয় ভাই বোনের মধ্যে এস. এ. বিপ্লব সবার ছোট সন্তান। নারায়ণগঞ্জ আইন কলেজ থেকে এল. এল. বি. ও এম. এস. এস. (ডাবল) শিক্ষা জীবন শেষ করে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে আইন পেশায় কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা পরিষদ এলাকায় স্বপরিবারে বসবাস করেন। প্রতিভাময় এ তরুণ লেখক কবি এ,এ,বিপ্লবের সাথে তার লেখা-লেখি নিয়ে আলাপচারিতা হয়। প্রিয় পাঠক ও সাহিত্য প্রেমী সকালের উদ্দেশ্যে তা তুলে ধরা হলো।

তরুণ এ কবি তার লেখা-লেখি শুরু করেন ১৯৯৮ সালে। তিনি সমসাময়িক বিষয় ভিক্তিক কলাম, কবিতা ও অনুগল্প লিখতে বেশী পছন্দ করেন।তার এ পর্যন্ত একক প্রকাশীত বইয়ের সংখ্যা ৮টি। এছাড়াও যৌথ কাব্যগ্রন্থের প্রকাশনা মিলিয়ে মোট বইয়ের সংখ্যা দাঁড়াবে প্রায় ৬০টির উপরে। এছাড়াও নিয়মিতভাবে তার লেখা প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্র পত্রিকার সাহিত্য পাতা সহ বিভিন্ন সাহিত্য সাময়িকী ও সাহিত্যের লিট্যাল ম্যাগ বইগুলোতে।

তাঁর প্রকাশিত বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- একক কাব্যগ্রন্থ কষ্টের ফেরিওয়ালা। যা পদ্মাবতী প্রকাশনা থেকে প্রকাশ পায় ২০২৫ সালের অমর একুশে বইমেলায়। এ ছাড়াও এককভাবে প্রকাশ পায় সে বইয়ের নামগুলো হলো- তুমি ছিলে সেই আজ তুমি নেই ( কবিতার), আমি ফাষ্ট হয়েছি ( অনুগল্প), নির্বাচিত কলাম সংকলন রিষ ( নির্বাচিত কলাম), আগষ্ট পর্যন্ত বাচঁতে চাই ( কবিতা),পানি লাগবে পানি ( কবিতা),প্রতি চিন্তার পাতা থেকে (পেপার সংকলন), কষ্ট কাকে বলে ( অনুগল্প), আধুনিক নগর মাতা সেলিনা হায়াৎ আইভী।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

যাত্রীবেশে মাদক পাচারকালে সিদ্ধিরগঞ্জে নারীসহ গ্রেপ্তার ২, ইয়াবা উদ্ধার

কষ্টের ফেরিওয়ালা বই দ্বারা সর্ব মহলে সুখ্যাতি অর্জন করেন কবি এস. এ. বিপ্লব

আপডেট সময় ০২:৫১:০৬ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

মোঃ ওয়ারদে রহমান: সাহিত্যের চারন ভূমিতে লেখা লিখতে বীজ রোপন করে চলছেন উদীয়মান প্রতিভাবান তরুণ লেখক এস. এ. বিপ্লব। তিনি সাহিত্য অঙ্গণের পাশাপাশী একজন আইনজীবী হিসেবে অনেকের কাছে সুপরিচিত মুখ। তার পরিপূর্ণ নাম হলো সাজারুল আহাম্মেদ বিপ্লব (আকাশ)।

তিনি রূপগঞ্জ থানাধীন নগর পাড়া গ্রামে ১৯৮৯ সালে জন্মগ্রহণ করেছেন। তার পিতা মৃত মুনসুর আলী ও মাতা মৃত আম্বিয়া বেগম। পরিবারে ছয় ভাই বোনের মধ্যে এস. এ. বিপ্লব সবার ছোট সন্তান। নারায়ণগঞ্জ আইন কলেজ থেকে এল. এল. বি. ও এম. এস. এস. (ডাবল) শিক্ষা জীবন শেষ করে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে আইন পেশায় কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা পরিষদ এলাকায় স্বপরিবারে বসবাস করেন। প্রতিভাময় এ তরুণ লেখক কবি এ,এ,বিপ্লবের সাথে তার লেখা-লেখি নিয়ে আলাপচারিতা হয়। প্রিয় পাঠক ও সাহিত্য প্রেমী সকালের উদ্দেশ্যে তা তুলে ধরা হলো।

তরুণ এ কবি তার লেখা-লেখি শুরু করেন ১৯৯৮ সালে। তিনি সমসাময়িক বিষয় ভিক্তিক কলাম, কবিতা ও অনুগল্প লিখতে বেশী পছন্দ করেন।তার এ পর্যন্ত একক প্রকাশীত বইয়ের সংখ্যা ৮টি। এছাড়াও যৌথ কাব্যগ্রন্থের প্রকাশনা মিলিয়ে মোট বইয়ের সংখ্যা দাঁড়াবে প্রায় ৬০টির উপরে। এছাড়াও নিয়মিতভাবে তার লেখা প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্র পত্রিকার সাহিত্য পাতা সহ বিভিন্ন সাহিত্য সাময়িকী ও সাহিত্যের লিট্যাল ম্যাগ বইগুলোতে।

তাঁর প্রকাশিত বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- একক কাব্যগ্রন্থ কষ্টের ফেরিওয়ালা। যা পদ্মাবতী প্রকাশনা থেকে প্রকাশ পায় ২০২৫ সালের অমর একুশে বইমেলায়। এ ছাড়াও এককভাবে প্রকাশ পায় সে বইয়ের নামগুলো হলো- তুমি ছিলে সেই আজ তুমি নেই ( কবিতার), আমি ফাষ্ট হয়েছি ( অনুগল্প), নির্বাচিত কলাম সংকলন রিষ ( নির্বাচিত কলাম), আগষ্ট পর্যন্ত বাচঁতে চাই ( কবিতা),পানি লাগবে পানি ( কবিতা),প্রতি চিন্তার পাতা থেকে (পেপার সংকলন), কষ্ট কাকে বলে ( অনুগল্প), আধুনিক নগর মাতা সেলিনা হায়াৎ আইভী।