ঢাকা , শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্য করলো নিজের সন্তান

স্টাপ রিপোর্টার মিজানুর: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেল কেনার টাকা না দেওয়ায় বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে নিজের সন্তান। শুক্রবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বিশনন্দীর পূর্বপড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক নিহতের ছেলে ইয়াসিন মিয়া। নিহতের নাম মাহবুব।পুলিশ ও স্থানীয়রা জানায়, মাহবুব প্রবাসী ছিলেন। গত কয়েকদিন ধরে তার ছেলে ইয়াসিন মোটরসাইকেল কেনার জন্য টাকা দাবি করে আসছিলে। শুক্রবার সকালেও ইয়াসিন তার বাবা মাহবুবের কাছে টাকা চাইলে তিনি দিতে অস্বীকৃতি করেন। এসময় দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াসিন উত্তেজিত হয়ে হাতুড়ি দিয়ে বাবাকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় মাহবুবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। এসময় সেনা বাহিনীও ঘটনাস্থল পরিদর্শন করে।

আড়াইহাজার থানার নাসির উদ্দিন জানান, হত্যায় জড়িত ইয়াসিন এক সময় মাদকাসক্ত হয়ে মানসিক ভারসাম্যহীন ছিল। তবে মোটরসাইকেল কেনার টাকা না দেওয়ায় সে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানান ওসি।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্য করলো নিজের সন্তান

আপডেট সময় ১১:৪৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

স্টাপ রিপোর্টার মিজানুর: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেল কেনার টাকা না দেওয়ায় বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে নিজের সন্তান। শুক্রবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বিশনন্দীর পূর্বপড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক নিহতের ছেলে ইয়াসিন মিয়া। নিহতের নাম মাহবুব।পুলিশ ও স্থানীয়রা জানায়, মাহবুব প্রবাসী ছিলেন। গত কয়েকদিন ধরে তার ছেলে ইয়াসিন মোটরসাইকেল কেনার জন্য টাকা দাবি করে আসছিলে। শুক্রবার সকালেও ইয়াসিন তার বাবা মাহবুবের কাছে টাকা চাইলে তিনি দিতে অস্বীকৃতি করেন। এসময় দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াসিন উত্তেজিত হয়ে হাতুড়ি দিয়ে বাবাকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় মাহবুবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। এসময় সেনা বাহিনীও ঘটনাস্থল পরিদর্শন করে।

আড়াইহাজার থানার নাসির উদ্দিন জানান, হত্যায় জড়িত ইয়াসিন এক সময় মাদকাসক্ত হয়ে মানসিক ভারসাম্যহীন ছিল। তবে মোটরসাইকেল কেনার টাকা না দেওয়ায় সে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানান ওসি।