নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ শহরের রিভারভিউ কমপ্লেক্স মার্কেট এর সাবেক দোকান নং- ২৩/২৪ (দোতলা) বর্তমান ২৯/৩০ পজিশনটি আঃ রশিদ বিগত ৩০ সেপ্টেম্বর ২০০০ সালে প্রতি স্কয়ার ফিট ১১০০ টাকা মূল্যে পজিশন ক্রয় করেন শাজাহান এর নিকট থেকে। কিন্তু দোকান পজিশনটি শাজাহান রেজিষ্ট্রেশন করে না দেয়ায় আঃ রশিদ ৪র্থ আদালত, নারায়ণগঞ্জে দেওয়ানি মামলা করেন।যাহার মামলা নং- ৯৬/২২।যাহা মহামান্য আদালতে বিচারাধীন। কিন্তু শাজাহান গং উক্ত মামলা উপেক্ষা করে গতকাল ৮
মে তার কর্মচারী কনক আঃ রশিদ এর অফিসে গিয়ে তাহার ভাড়াটিয়াকে হুমকি দেন যে, দোকানের কারেন্টের লাইন কেটে দেয়া হবে। অথচ প্রতি মাসে বিদ্যুৎ বিল বাবদ ৩৫০ টাকা নিয়ে যেতো।পজিশন রশিদ নং-৮৫/১২১/১৭০। মামলা চলমান থাকায় বিদ্যুৎ বিলের আদায় বন্ধ রয়েছে। শাজাহানের বিরুদ্ধে এমন অভিযোগ উঠে এসেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে আঃ রশিদ ১০ মে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন বলে জানা যায়।
ঢাকা
,
মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :










কোর্টে চলমান মামলা উপেক্ষা করে শাজাহান গং রিভারভিউ কমপ্লেক্সে আঃ রশিদের দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের হুমকি
-
রুদ্রকন্ঠ ডেস্ক :
- আপডেট সময় ১০:৩৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
- 50
জনপ্রিয় সংবাদ