ঢাকা , বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামীলীগের সন্ত্রাসীরা আমার বাড়ি ফিলিস্তিনের গাজা পরণতি করেছিল বললেন, বিএনপির নেতা বি.এম. ডালিম

জান্নাত জাহা :নারায়ণগঞ্জ- সোনারগাঁয়ে আওয়ামীলীগের সশস্ত্র সন্ত্রাসীরা বিএনপি নেতাদের বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট তান্ডব চালায়। দীর্ঘদিন এরই ধারাবাহিক রোষাতলে পড়তে হয় কাঁচপুর ইউনিয়ন বি এন পির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান থানা বি এন পির সদস্য বি এম ডালিম কে। বিগত আওয়ামীলীগের আমলে তাকে মিথ্যা মামলায় জর্জরিত করেফেলে সৈরাচার সরকার, বি এম ডালিমের এলাকায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও শিল্পায়ন এলাকা থাকায় এলাকার প্রতিষ্ঠান গুলো দখলের চেষ্টায় একজন বাধা ও প্রতিবাদ কারী হিসেবে বি এম ডালিম নজরে পড়ে নারায়ণগঞ্জের গড ফাদার শামিম ওসমান ও সেলিম ওসমানের, আওয়ামী সন্ত্রাসী বাহিনী তাকে মেরে ফেলার চক্রান্ত করে,তার বাড়িঘরে ভাংচুর, লুটপাট,তান্ডব চালায়, প্রায় স্বর্নালঙ্কার সহ লুটপাটে ২৫-৩০ লাক্ষ টাকার ক্ষয়খতি হয়,বিগত সময় হেফাজত ইসলামির মামলা দিয়ে তাকে জেল-জুলুম নির্যাতন করা হয় , আরো ৬-৭ টি রাজনৈতিক মিথ্যা মামলা দেওয়া হয়, তৎকালীন সোনারগাঁও থানার ওসি রেজাউল করিমের বাড়ি গোপালগঞ্জ হওয়ায় শামিম ওসমানের আস্থাবাজন হয়ে মিথ্যা মামলার এক নগ্ন রাজত্ব তৈরি করে সোনারগায়, পুলিশি হয়রানি ও আওয়ামী লীগ সন্ত্রাসীর হয়রানি হাত থেকে পরিবারের মহিলারাও বাঁচতে পারেনি তাদেরও বাড়ি থেকে আত্মগোপনে থাকতে হয়েছে, নেয় বিচার তো ছিলই না মনে হয়েছে এক অভিশপ্ত দেশে বাসকরছে।বি এম ডালিম আরো বলেন ঐ সময় উপজেলা বি এন পির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ভাই আমাকে পরামর্শ ও সাহস দিয়েছে এবং পাশে থেকে রাজনৈতিক ভাবে সাহায্য করেছে, তার জন্য আজকে আমি এলাকায় বি এন পির একজন কর্মী বলে নিজেকে পরিচয় দিতে পারছি।বি এম ডালিম সাংবাদিক কে আরো বলেন যে আওয়ামী লীগ নেতারা এসি বাড়িতে শুয়ে আছে ভালো আছে আমারা বি এন পির নেতাদের কোন ধরনের হেনস্থা করি নাই। এটাই আমাদের তারেক রহমানের আদর্শ বিএনপির দল শান্তি এবং শৃঙ্খলার দল। বিএনপি দলকে ভালোবাসি বলে দল করি কোন স্বার্থের জন্য নয়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

আওয়ামীলীগের সন্ত্রাসীরা আমার বাড়ি ফিলিস্তিনের গাজা পরণতি করেছিল বললেন, বিএনপির নেতা বি.এম. ডালিম

আপডেট সময় ১০:১৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

জান্নাত জাহা :নারায়ণগঞ্জ- সোনারগাঁয়ে আওয়ামীলীগের সশস্ত্র সন্ত্রাসীরা বিএনপি নেতাদের বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট তান্ডব চালায়। দীর্ঘদিন এরই ধারাবাহিক রোষাতলে পড়তে হয় কাঁচপুর ইউনিয়ন বি এন পির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান থানা বি এন পির সদস্য বি এম ডালিম কে। বিগত আওয়ামীলীগের আমলে তাকে মিথ্যা মামলায় জর্জরিত করেফেলে সৈরাচার সরকার, বি এম ডালিমের এলাকায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও শিল্পায়ন এলাকা থাকায় এলাকার প্রতিষ্ঠান গুলো দখলের চেষ্টায় একজন বাধা ও প্রতিবাদ কারী হিসেবে বি এম ডালিম নজরে পড়ে নারায়ণগঞ্জের গড ফাদার শামিম ওসমান ও সেলিম ওসমানের, আওয়ামী সন্ত্রাসী বাহিনী তাকে মেরে ফেলার চক্রান্ত করে,তার বাড়িঘরে ভাংচুর, লুটপাট,তান্ডব চালায়, প্রায় স্বর্নালঙ্কার সহ লুটপাটে ২৫-৩০ লাক্ষ টাকার ক্ষয়খতি হয়,বিগত সময় হেফাজত ইসলামির মামলা দিয়ে তাকে জেল-জুলুম নির্যাতন করা হয় , আরো ৬-৭ টি রাজনৈতিক মিথ্যা মামলা দেওয়া হয়, তৎকালীন সোনারগাঁও থানার ওসি রেজাউল করিমের বাড়ি গোপালগঞ্জ হওয়ায় শামিম ওসমানের আস্থাবাজন হয়ে মিথ্যা মামলার এক নগ্ন রাজত্ব তৈরি করে সোনারগায়, পুলিশি হয়রানি ও আওয়ামী লীগ সন্ত্রাসীর হয়রানি হাত থেকে পরিবারের মহিলারাও বাঁচতে পারেনি তাদেরও বাড়ি থেকে আত্মগোপনে থাকতে হয়েছে, নেয় বিচার তো ছিলই না মনে হয়েছে এক অভিশপ্ত দেশে বাসকরছে।বি এম ডালিম আরো বলেন ঐ সময় উপজেলা বি এন পির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ভাই আমাকে পরামর্শ ও সাহস দিয়েছে এবং পাশে থেকে রাজনৈতিক ভাবে সাহায্য করেছে, তার জন্য আজকে আমি এলাকায় বি এন পির একজন কর্মী বলে নিজেকে পরিচয় দিতে পারছি।বি এম ডালিম সাংবাদিক কে আরো বলেন যে আওয়ামী লীগ নেতারা এসি বাড়িতে শুয়ে আছে ভালো আছে আমারা বি এন পির নেতাদের কোন ধরনের হেনস্থা করি নাই। এটাই আমাদের তারেক রহমানের আদর্শ বিএনপির দল শান্তি এবং শৃঙ্খলার দল। বিএনপি দলকে ভালোবাসি বলে দল করি কোন স্বার্থের জন্য নয়।