ঢাকা , বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ডা. এনামের তৃতীয় স্ত্রী মেজাজ খারাপ হলেই পেটান ডা. ফরিদা Logo ছাত্রলীগ নেতার মিথ্যা মামলায় খালাস পেলেন সাংবাদিক Logo শামীম ওসমান- গোলাম দস্তগীর গাজীসহ ৪৪ জনের নামে মামলা Logo সিকিমে প্রেমিকের সঙ্গে একান্তে মধুমিতা Logo জনগণের সমস্যা সমাধানে রাজনীতিবিদদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে Logo অ্যানফিল্ডে লিভারপুলের এপিটাফ লিখে কোয়ার্টারে পিএসজি Logo নিরাপত্তা বাহিনীর অভিযানে উদ্ধার দেড় শতাধিক যাত্রী, নিহত ২৭ জঙ্গি Logo না.গঞ্জে নন-কমিউনিকেবল ডিজিজ ব্যবস্থাপনা ও ডিজিটালাইজেশন প্রশিক্ষণ কর্মশালা Logo কলাগাছিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামান মিয়ার প্রতি ইউপি সদস্যদের অনাস্থা Logo রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে বাড়িঘরে হামলা ভাংচুর লুটপাট

রুট অনুযায়ী রঙ হবে ইজিবাইকের, রাস্তায় যাত্রী তুলবে না বাস : ডিসি

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেছেন, এ শহরের যানজট আরও বিশ বছরেও ঠিক হবে না যদি আমরা গুড ইনটেনশন নিয়ে কাজ না করি। আমি যখন এখানে চাকরি করতে এসেছি। জয়েন করার পরেই আমার কাছে মনে হয়েছে প্রথম সমস্যা হল যানজট। এ সমস্যা কীভাবে সমাধান করবো সেটা নিয়ে পরিকল্পনা করেছি। আমি এসপি সাহেবের সাথে কথা বলেছি। আমি এখানে জয়েন করার পরের দিন কম্বল বিতরণ করতে যাওয়ার সময় রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল। তখন রাস্তার মানুষ বলছিল উনি বুঝে যাক জ্যাম কী। মানুষের মাঝে এই ক্ষোভ কারণ আমরা পারছি না। কিন্তু আমাদের পারতে হবে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে শহরের যানজট নিরসনে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, যানজট নিরসনে অনেকগুলো ডিপার্টমেন্ট জড়িত। আপনারা সহজেই বলতে পারেন। কিন্তু আমাদের সীমিত জায়গায় কাজ করতে হয়। আমাকে সকলকে নিয়ে কাজ করতে হবে। তাহলেই এটা সফল হবে।

তিনি বলেন, আমরা সব সমস্যা হয়ত একসাথে সমাধান করতে পারবো না। এখানে সরকারের পলিসি ও আর্থিক বিষয় রয়েছে। আমাদের ইজিবাইক অন্যতম সমস্যা। এগুলোকে কয়েকটি পয়েন্ট থেকে যদি ঘুরিয়ে দিতে পারি। যে যে রুটের জন্য দেয়া সেই রুটের জন্য কালার করে রুট নির্ধারণ করে দিতে পারলে এর প্রাথমিক সমাধান পাওয়া যেতে পারে। ইজিবাইক গুলোতে কালার করে রুট লিখে দিয়ে নাম্বার করে দিতে পারি।

তিনি আরও বলেন, চাষাঢ়া মোড়ে কোন বাস থামিয়ে যাত্রী তুলতে পারবে না৷ এখানে বাসগুলো যাত্রী ওঠানোর প্রতিযোগীতা করে। এর ফলে দুর্ঘটনাও ঘটে। আমরা সতর্ক করে দিচ্ছি, আপনারা রাস্তা থেকে যাত্রী ওঠাতে পারবেন না।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

ডা. এনামের তৃতীয় স্ত্রী মেজাজ খারাপ হলেই পেটান ডা. ফরিদা

রুট অনুযায়ী রঙ হবে ইজিবাইকের, রাস্তায় যাত্রী তুলবে না বাস : ডিসি

আপডেট সময় ০২:৩৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেছেন, এ শহরের যানজট আরও বিশ বছরেও ঠিক হবে না যদি আমরা গুড ইনটেনশন নিয়ে কাজ না করি। আমি যখন এখানে চাকরি করতে এসেছি। জয়েন করার পরেই আমার কাছে মনে হয়েছে প্রথম সমস্যা হল যানজট। এ সমস্যা কীভাবে সমাধান করবো সেটা নিয়ে পরিকল্পনা করেছি। আমি এসপি সাহেবের সাথে কথা বলেছি। আমি এখানে জয়েন করার পরের দিন কম্বল বিতরণ করতে যাওয়ার সময় রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল। তখন রাস্তার মানুষ বলছিল উনি বুঝে যাক জ্যাম কী। মানুষের মাঝে এই ক্ষোভ কারণ আমরা পারছি না। কিন্তু আমাদের পারতে হবে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে শহরের যানজট নিরসনে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, যানজট নিরসনে অনেকগুলো ডিপার্টমেন্ট জড়িত। আপনারা সহজেই বলতে পারেন। কিন্তু আমাদের সীমিত জায়গায় কাজ করতে হয়। আমাকে সকলকে নিয়ে কাজ করতে হবে। তাহলেই এটা সফল হবে।

তিনি বলেন, আমরা সব সমস্যা হয়ত একসাথে সমাধান করতে পারবো না। এখানে সরকারের পলিসি ও আর্থিক বিষয় রয়েছে। আমাদের ইজিবাইক অন্যতম সমস্যা। এগুলোকে কয়েকটি পয়েন্ট থেকে যদি ঘুরিয়ে দিতে পারি। যে যে রুটের জন্য দেয়া সেই রুটের জন্য কালার করে রুট নির্ধারণ করে দিতে পারলে এর প্রাথমিক সমাধান পাওয়া যেতে পারে। ইজিবাইক গুলোতে কালার করে রুট লিখে দিয়ে নাম্বার করে দিতে পারি।

তিনি আরও বলেন, চাষাঢ়া মোড়ে কোন বাস থামিয়ে যাত্রী তুলতে পারবে না৷ এখানে বাসগুলো যাত্রী ওঠানোর প্রতিযোগীতা করে। এর ফলে দুর্ঘটনাও ঘটে। আমরা সতর্ক করে দিচ্ছি, আপনারা রাস্তা থেকে যাত্রী ওঠাতে পারবেন না।