ঢাকা , শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে বদল আনলো ইংল্যান্ড

আগামী ১ মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। সিরিজ শুরুর আগে ওয়ানডে সিরিজের দলে পরিবর্তন এনেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইনজুরিতে আক্রান্ত টম অ্যাবেলের স্থলাভিষিক্ত হয়েছেন উইল জ্যাকস। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড।

গত সপ্তাহে শ্রীলঙ্কা সফরে ইংল্যান্ড লায়ন্সের হয়ে খেলতে গিয়ে সাইড ইনজুরিতে পড়েন অ্যাবেল। এই কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান তিনি। শনিবার ইসিবি এক বিবৃতিতে জানায়, ‘স্কোয়াডে ডাকা হয়েছে উইল জ্যাকসকে এবং আজ সন্ধ্যায় তার ঢাকায় পৌঁছানোর কথা। জ্যাকস নিউ জিল্যান্ডে আমাদের টেস্ট স্কোয়াডে ছিলেন।’

আগামী ১ মার্চ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৩ মার্চ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ৬ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর সাগরিকায় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ মার্চ। টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচের জন্য আবারও দুই দল ফিরবে ঢাকায়। ১২ ও ১৪ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

২০১৬ সালে সর্বশেষ সফরে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। তবে টেস্ট সিরিজ ড্র করেছিল ১-১ ব্যবধানে। সেবার ওয়ানডে ও টেস্ট খেললেও টি-টোয়েন্টি খেলা হয়নি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে বদল আনলো ইংল্যান্ড

আপডেট সময় ০৩:৫৮:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩

আগামী ১ মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। সিরিজ শুরুর আগে ওয়ানডে সিরিজের দলে পরিবর্তন এনেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইনজুরিতে আক্রান্ত টম অ্যাবেলের স্থলাভিষিক্ত হয়েছেন উইল জ্যাকস। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড।

গত সপ্তাহে শ্রীলঙ্কা সফরে ইংল্যান্ড লায়ন্সের হয়ে খেলতে গিয়ে সাইড ইনজুরিতে পড়েন অ্যাবেল। এই কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান তিনি। শনিবার ইসিবি এক বিবৃতিতে জানায়, ‘স্কোয়াডে ডাকা হয়েছে উইল জ্যাকসকে এবং আজ সন্ধ্যায় তার ঢাকায় পৌঁছানোর কথা। জ্যাকস নিউ জিল্যান্ডে আমাদের টেস্ট স্কোয়াডে ছিলেন।’

আগামী ১ মার্চ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৩ মার্চ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ৬ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর সাগরিকায় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ মার্চ। টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচের জন্য আবারও দুই দল ফিরবে ঢাকায়। ১২ ও ১৪ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

২০১৬ সালে সর্বশেষ সফরে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। তবে টেস্ট সিরিজ ড্র করেছিল ১-১ ব্যবধানে। সেবার ওয়ানডে ও টেস্ট খেললেও টি-টোয়েন্টি খেলা হয়নি।