ঢাকা , শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সরকারি অর্থ অপচয়ের প্রবণতা থেকে বের হতে চাই

বর্তমানে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সুশাসনের অভাব। তবে অন্যায় করে কেউ পার পাবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

শনিবার রাজধানীর একটি হোটেলে ১১তম বারের মতো এই পুরস্কার দিয়েছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ-আইসিএসবি।

অনুষ্ঠানে দেশ সংস্কারে রাজস্ব ফাঁকিবাজদের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেন এনবিআর চেয়ারম্যান। অন্যদিকে কোম্পানি আইন সংশোধনের কোনো সুপারিশ থাকলে তা সাদরে গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছেন বাণিজ্য সচিব। কোম্পানির সার্বিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বছরব্যাপী বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করার স্বীকৃতিস্বরূপ ৪১টি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে করপোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতির সুশাসন নিয়ে আমরা চিন্তিত। দেশের বর্তমান অবস্থায় আমরা অর্থের অপচয় করতে চাই না। অনেকে অনেক অর্থের অপচয় করেছেন। জবাবদিহিতার বাইরে থেকেছেন।
আমরা এ অবস্থা থেকে বের হতে চাই। তার মতে, স্বচ্ছতা না থাকলে দেশি-বিদেশি কোনো বিনিয়োগই সুফল বয়ে আনবে না।

রাজস্ব ফাঁকি রোধে কোম্পানি সচিবদের সততার সঙ্গে দায়িত্ব পালনের তাগিদ দেন অর্থ উপদেষ্টা।
অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, কেউ যেন কর ফাঁকি দিতে না পারে সে জন্য সবাইকে কড়া নজর রাখতে হবে। এ সময় প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিতে কোম্পানি আইন সংশোধনে কারও কোনো সুপারিশ থাকলে তা গ্রহণ করার প্রতিশ্রুতি দেন বাণিজ্য সচিব সেলিম উদ্দিন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

হোম অ্যাডভান্টেজ নেবে বাংলাদেশ

সরকারি অর্থ অপচয়ের প্রবণতা থেকে বের হতে চাই

আপডেট সময় ০৯:৪৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪

বর্তমানে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সুশাসনের অভাব। তবে অন্যায় করে কেউ পার পাবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

শনিবার রাজধানীর একটি হোটেলে ১১তম বারের মতো এই পুরস্কার দিয়েছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ-আইসিএসবি।

অনুষ্ঠানে দেশ সংস্কারে রাজস্ব ফাঁকিবাজদের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেন এনবিআর চেয়ারম্যান। অন্যদিকে কোম্পানি আইন সংশোধনের কোনো সুপারিশ থাকলে তা সাদরে গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছেন বাণিজ্য সচিব। কোম্পানির সার্বিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বছরব্যাপী বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করার স্বীকৃতিস্বরূপ ৪১টি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে করপোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতির সুশাসন নিয়ে আমরা চিন্তিত। দেশের বর্তমান অবস্থায় আমরা অর্থের অপচয় করতে চাই না। অনেকে অনেক অর্থের অপচয় করেছেন। জবাবদিহিতার বাইরে থেকেছেন।
আমরা এ অবস্থা থেকে বের হতে চাই। তার মতে, স্বচ্ছতা না থাকলে দেশি-বিদেশি কোনো বিনিয়োগই সুফল বয়ে আনবে না।

রাজস্ব ফাঁকি রোধে কোম্পানি সচিবদের সততার সঙ্গে দায়িত্ব পালনের তাগিদ দেন অর্থ উপদেষ্টা।
অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, কেউ যেন কর ফাঁকি দিতে না পারে সে জন্য সবাইকে কড়া নজর রাখতে হবে। এ সময় প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিতে কোম্পানি আইন সংশোধনে কারও কোনো সুপারিশ থাকলে তা গ্রহণ করার প্রতিশ্রুতি দেন বাণিজ্য সচিব সেলিম উদ্দিন।