ঢাকা , শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে: হাসিমুখে কনে হাজির, বরের হলো বিলম্ব!

স্পষ্ট কোনও ঘোষণা যদিও তারা দেননি। কিন্তু এক কান, দুই কান হয়ে খবরটি ছড়িয়ে গেছে চারদিকে। তাদের বিয়ে সংক্রান্ত সংবাদে গণমাধ্যমগুলো রীতিমতো লাইভ আপডেট দিয়ে যাচ্ছে।

হ্যাঁ, বলা হচ্ছে বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির কথা। আগামী সোমবার (৬ ফেব্রুয়ারি) তাদের চার হাত এক হতে যাচ্ছে। তবে আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত থেকেই। সংগীত, মেহেদি ও হলুদ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ের দিকে এগোবেন তারা।

এজন্য শনিবার দুপুরেই পরিবার নিয়ে মুম্বাই থেকে রাজস্থানের বিখ্যাত নগরী জয়সালমেরে উড়াল দিয়েছেন কনে কিয়ারা। জয়সালমের বিমানবন্দরে পৌঁছানোর পর পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েন কিয়ারা ও তার পরিবার। এ সময় অভিনেত্রীর বাবা জগদীপ আদভানিকে বিষয়টি নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি শুধু একটি কথাই বলেন, ‘অল দ্য বেস্ট’।

কিছুটা পরে, বিকালের দিকে রওনা দেন সিদ্ধার্থ মালহোত্রা। বাসা থেকে বের হওয়ার সময়ই তাকে ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা। সন্ধ্যার মধ্যে তিনিও পৌঁছে যাবেন বিয়ের ভেন্যুতে।

জানা গেছে, সিদ্ধার্থ-কিয়ারার এই রাজকীয় বিয়েতে সর্বসাকুল্যে ১০০-১২৫ জন অতিথি উপস্থিত থাকবেন। বিয়ে হবে জয়সালমেরের ঐতিহাসিক সূর্যগড় প্রাসাদ রিসোর্টে। প্রাচীন ইতিহাস ঘেরা এই প্রাসাদে ইতোপূর্বে অতিথিদের জন্য ৮০টি কক্ষ বুকড করা হয়েছে। এছাড়া অতিথিদের যাতায়াতের জন্য ঠিক করা হয়েছে ৭০টি গাড়ি।

বিয়েতে অতিথির তালিকায় তারকাদের মধ্যে থাকছেন করন জোহর, শহীদ কাপুর, মিরা রাজপুত, মনিশ মালহোত্রা, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল প্রমুখ। ৬ ফেব্রুয়ারি বিয়ে শেষে মুম্বাইতে একটি জমকালো সংবর্ধনার আয়োজন করবেন সিদ্ধার্থ-কিয়ারা। সেখানে বলিপাড়ার আরও অনেকে অংশ নেবেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে: হাসিমুখে কনে হাজির, বরের হলো বিলম্ব!

আপডেট সময় ০৪:৩২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩

স্পষ্ট কোনও ঘোষণা যদিও তারা দেননি। কিন্তু এক কান, দুই কান হয়ে খবরটি ছড়িয়ে গেছে চারদিকে। তাদের বিয়ে সংক্রান্ত সংবাদে গণমাধ্যমগুলো রীতিমতো লাইভ আপডেট দিয়ে যাচ্ছে।

হ্যাঁ, বলা হচ্ছে বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির কথা। আগামী সোমবার (৬ ফেব্রুয়ারি) তাদের চার হাত এক হতে যাচ্ছে। তবে আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত থেকেই। সংগীত, মেহেদি ও হলুদ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ের দিকে এগোবেন তারা।

এজন্য শনিবার দুপুরেই পরিবার নিয়ে মুম্বাই থেকে রাজস্থানের বিখ্যাত নগরী জয়সালমেরে উড়াল দিয়েছেন কনে কিয়ারা। জয়সালমের বিমানবন্দরে পৌঁছানোর পর পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েন কিয়ারা ও তার পরিবার। এ সময় অভিনেত্রীর বাবা জগদীপ আদভানিকে বিষয়টি নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি শুধু একটি কথাই বলেন, ‘অল দ্য বেস্ট’।

কিছুটা পরে, বিকালের দিকে রওনা দেন সিদ্ধার্থ মালহোত্রা। বাসা থেকে বের হওয়ার সময়ই তাকে ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা। সন্ধ্যার মধ্যে তিনিও পৌঁছে যাবেন বিয়ের ভেন্যুতে।

জানা গেছে, সিদ্ধার্থ-কিয়ারার এই রাজকীয় বিয়েতে সর্বসাকুল্যে ১০০-১২৫ জন অতিথি উপস্থিত থাকবেন। বিয়ে হবে জয়সালমেরের ঐতিহাসিক সূর্যগড় প্রাসাদ রিসোর্টে। প্রাচীন ইতিহাস ঘেরা এই প্রাসাদে ইতোপূর্বে অতিথিদের জন্য ৮০টি কক্ষ বুকড করা হয়েছে। এছাড়া অতিথিদের যাতায়াতের জন্য ঠিক করা হয়েছে ৭০টি গাড়ি।

বিয়েতে অতিথির তালিকায় তারকাদের মধ্যে থাকছেন করন জোহর, শহীদ কাপুর, মিরা রাজপুত, মনিশ মালহোত্রা, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল প্রমুখ। ৬ ফেব্রুয়ারি বিয়ে শেষে মুম্বাইতে একটি জমকালো সংবর্ধনার আয়োজন করবেন সিদ্ধার্থ-কিয়ারা। সেখানে বলিপাড়ার আরও অনেকে অংশ নেবেন।